একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেনজ্ঞান -

৯ x ১ = ৭
৯ x ২ = ১৮
৯ x ৩ = ২৭
৯ x ৪ = ৩৬
৯ x ৫ = ৪৫
৯ x ৬ = ৫৪
৯ x ৭ = ৬৩
৯ x ৮ = ৭২
৯ x ৯ = ৮১
৯ x ১০ = ৯০

লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটিমিটি হাসছে।

শিক্ষক বললেন, আমি জানি তোমরা কেন হাসছো। আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।

ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে কথা শুনছিলো।

শিক্ষক আবার বলা শুরু করলেন, দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করনি বা ধন্যবাদও দাওনি। অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো, সমালোচনা করছো।

এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না। একটা সামান্য ভুল করে দেখো, পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য।

অতএব, কে কি বললো এটা কানে নিও না। সমাজে কিছু কিছু মানুষ আছে, কিভাবে অন্যের প্রশংসা করতে হয় তারা তা জানেই না।

এদের প্রতি রাগ করো না; বরং সহানুভূতি দেখাও, কারণ অন্যের প্রশংসা করার এই বিশেষ গুণটি তারা পায়নি।

মনে রেখো!
তুমি নিজেই তোমার সবচে' বড় উপদেষ্টা।

ওরা বলুক ওদের মতো, তুমি চলো তোমার মতো। তবে অবশ্যই অবশ্যই সৎ পথে, সততার সাথে তোমাকে পথ চলতে হবে।

এরকম আরও সুন্দর সুন্দর টিউন পেতে আমাকে ফলো করতে পারেন Facebook, LinkedIn এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবং আমাদের ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে আমাদের পেইজে লাইক দিয়ে এবং আমাদের পেইজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন।

নতুন কিছু শিখতে এবং আপনি আমাদের নতুন কিছু শেখাতে (আপনি যে বিষয়ে জানেন, মনে রাখবেন প্রত্যেক মানুষের মধ্যে আলাদা একটি প্রতিভা আছে তা সবার মধ্যে থাকে না) আমাদের ফেসবুক গ্ৰুপে জয়েন করতে পারেন।

আমার Social media accounts, Page এবং group খুঁজে পেতে ভিজিট করুন: bio.link/followme

*আল্লাহ হাফেজ*

Level 2

আমি মোঃ হাসান রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস