StartBit কোর্স করেন বা না করেন আমাদের ফ্রি অনলাইন সেমিনারে অংশ নিতে পারেন একদম ফ্রি সেমিনার ও প্রি-রেজিষ্ট্রেশন

StartBit এর চলমান ফ্রি ফ্লাটার YouTube সিরিজের পাশাপাশি, যারা খুব দ্রুত ক্রসপ্লাটফর্ম ফ্লাটারে দক্ষতা অর্জন করতে চান এবং ইন্ডাষ্টিতে প্রোফেশনালি কাজ শুরু করতে চান, তাদের জন্য #StartBit এর প্রিমিয়াম ফ্লাটার কোর্স।

আমাদের ফ্রি ইউটিউব সিরিজ চলমান থাকবে, পাশাপাশি চলবে এই প্রিমিয়াম কোর্স।

ফ্লাটারের এবসুলুট বিগিনিং থেকে শুরু করে এডভান্সড ফ্লাটার শিখব আমরা এখানে।

প্রথমে প্রিমিয়াম এই কোর্সের স্পেশালিটি বলিঃ

আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে যা বুঝি বা করি বা শিখি তা শুধুমাত্র ডেভেলপমেন্ট -ই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না।

এই কোর্সে আমরা ট্রু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখব। শিখব বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন ও সফটওয়্যার আর্কিটেকচার।

শুরুতে আমরা শিখব ইন ডেপথ ডার্ট।

তারপর প্রোগ্রামিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপার, OOP (অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং)

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো সফটওয়্যার আর্কিটেকচার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট।

OOP সম্পর্কে আমাদের অনেকের ভিউ হলো, আমরা OOP বুঝি।

কিন্তু আসল অবস্থা হলো আমরা যে OOP র আসল উদ্দেশ্য ও প্রয়োগ বুজিই না, এই ব্যাপার টাই আমরা বুঝি না।

তাই আমরা OOP তে মাস্টারি এচিভ করব আগে।

তারপর ফ্লাটারের যতগুলো widget আছে শিখে ফেলব এবং ui ডিজাইন এ নিজেদের অবস্থান শক্তপোক্ত করব।

এরপর শিখব ফ্লাটার সহ ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক গুলোর মহাবিতর্কিত টপিক State management.

আমরা State management এর বেশ কয়েকটা সল্যুশন শিখব, Statefull widget, Provider, GetX

যাতে প্রয়োজনে এদের যেকোন টা ব্যবহার করতে পারি।

এরপর আসে API ইন্ট্রিগেশন, আমরা Rest API ইন্ট্রিগেশন শিখব http প্যাকেজের মাধ্যমে, যাতে আমরা http কলের বেসিক কনসেপ্ট টা শক্ত করতে পারি।

এরপর http কলের যে কোন একটি হাই লেভেল লাইব্রেরি, Dio অথবা GetX শিখে নেব।

API শুধু ইন্ট্রিগেশন ই শিখব না, NodeJS দিয়ে আমরা নিজেদের একটি Backend বানিয়ে সেখান থেকে API এন্ড পয়েন্ট বের করব, এবং সেই API ফ্লাটারে কনজিউম করে আমাদের একটি ফুল প্রোজেক্ট বানিয়ে ফেলব।

এর পর আসবে আমাদের ডিজাইন প্যাটার্ন ও সফটওয়্যার আর্কিটেকচার।

আমরা যদি স্কেলেবল, মেইনটেইনেবল প্রোজেক্ট বানাতে চাই, যা বছরের পর বছর মেইনটেইন হবে, বড় হবে, তবে সফটওয়্যার আর্কিটেকচার আমাদের মাষ্ট লার্ন।

আমরা আমাদের জগাখিচুরি কোড গুলোকে আর্কিটেকচার ও প্যাটার্ন এ সাজিয়ে লিখা শিখব।

আমরা MVC প্যাটার্ন, Repository প্যাটার্ন ও Clean Architecture শিখব।

আপাতত একটি ব্যাচ দিয়েই শুরু করব, এবং প্রথম ব্যাচে সর্বোচ্চ ১০ জন নেব।

কোর্স করেন বা না করেন আমাদের ফ্রি অনলাইন সেমিনারে অংশ নিতে পারেন। ফ্রি সেমিনার ও প্রি-রেজিষ্ট্রেশন।

সেমিনার এর তারিখ: 1st Dec 2022.
যে কোন ধরনের এনকোয়েরিঃ 01708648578

ফ্রি ইউটিউব সিরিজঃ https://www.youtube.com/watch?v=SaVsedAaF3U&list=PLlBKlxyCgmsCxikwof31kXLCS8AJZA9Aw

ফ্রি সেমিনার ও প্রি রেজিষ্ট্রেশন লিংকঃ

https://bit.ly/3G0USaE

 

 

THANKS FOR READ 🙂

Level 1

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস