পাইথন প্রোগ্রামিং পর্বঃ ০২ split method in python

আজ আমরা split() মেথড নিয়ে আলচনা করব। এই মেথডটি খুবই প্রয়জনীয়। কোনো বাক্যকে আলাদা আলাদা ভাগ করে লিস্ট বানাতে এই মেথড প্রোয়জন পরবে।

split() মেথড কোনো বাক্যকে কেটে আলাদা আলাদা করে লিস্ট তোইরী করে। যেমনঃ string = 'I am Sakib, a college student' এটাকে যদি স্প্লিট করে ব এর ভেতর রাখি, যেমনঃ

b = a.split()

print(b)

তাহলে আঊটপুট আসবে ['I', 'am', 'Sakib, ', 'a', 'college', 'student']

কিন্তু আমরা যদি স্প্লিট মেথডের মাঝে কমা ইউজ করি যেমনঃ

b = a.split(', ')

print(b)

তাহলে আউটপুট আসবে ['I am Sakib', ' a college student']

কারন এবার আমরা স্প্লিট মেথডের ভেতর কমা উল্লেখ করে দিয়েছি। এভাবে আমরা স্প্লিট মেথডের ভেতর যা উল্লেখ করে দিব তা দ্বারাই পাইথন বাক্যকে আলাদা করে আমাদের আউটপুট দেখাবে।

আশাকরি সম্ভব হলে সামনের টিউনে এই কাটা বাক্য কিভাবে জোড়া লাগানো যায় তা দেখাব।

টিউমেন্ট করে অনুপ্রাণিত করতে ভুলবেন না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গঠন মূলক সমালোচনা করার অনুরোধ রইল।

ঘড়ে থাকুন সুস্থ্য থাকুন, অন্যের সুস্থ্যতা কামনা করুন। ধন্যবাদ।

Level 1

আমি হিমেল বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস