Factorial in Java Programming Tutorial ফ্যাক্টরিয়াল বের করা জাভা প্রোগ্রামিংয়ে সাথে অ্যালগরিদম ও ফ্লোচার্ট

টিউন বিভাগ প্রোগ্রামিং
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফ্যাক্টরিয়াল বের করা জাভা প্রোগ্রামিং দিয়ে।

আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সেখানে আরও টিউটোরিয়াল পাবেন।

SUBSCRIBE

যারা জাভা শিখতে চান তারা এই প্লে লিস্টটি এড করে রাখতে পারেনঃ CLick Here

কোনো একটা নাম্বার এর প্রাইম ফ্যাক্টর গুলো যদি বের করতে হয়, তাহলে আমরা সেই নাম্বার থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে ভাগ করে করে ঐ নাম্বারটাকে ফ্যাক্টরাইজ করতে পারি।

অ্যালগরিদমঃ

(১) প্রোগ্রাম শুরু।

(২) ইনপুট হিসাবে n এর মাধ্যমে গ্রহণ।

(৩) ধরি f = 1 এবং c = 1.

(৪) ধরি f = f × c

(৫) ধরি c = c + 1

(৬) তুলনাঃ c এর মান কি n এর চেয়ে বড়?
(ক) যদি না হয় তবে ৪ নং ধাপে গমন।
(খ) যদি হ্যাঁ হয় তবে ৭ নং ধাপে গমন।

(৭) ফলাফল f এর মাধ্যমে প্রদর্শন।

(৮) প্রোগ্রাম শেষ।

ফ্লোচার্টঃ

জাভাতে প্রোগ্রামিংঃ

Level 6

আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস