C# এর অলিগলি, ব্যাসিক সি শার্প [পর্ব-০১] :: C# এর ওভারভিউ

 

C# এর ব্যাসিক টিউটোরিয়াল এর প্রথম পর্বে সবাইকে স্বাগতম! আশা আছে সবার সাথে কিছুটা পথ হাঁটার! তো চলুন শুরু করা যাক।

আজকে পর্বে মূলত একদম ব্যাসিক কিছু ওভারভিউ দিব। C# একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। C# ল্যাংগুয়েজটি মাইক্রোসফট আমাদেরকে প্রোভাইড করে। এর মাধ্যমে আমরা বিভিন্ন উইন্ডোজ ফর্ম এপলিকেশন, ই আর পি সফটওয়্যার এবং শপিং কমপ্লেক্স এর সেল এর এপলিকেশন গুলো তৈরি করতে পারবো। C# ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। তার মানে এর মাধ্যমে আমরা এন্ড্রয়েড এর জন্যেও এপস বানাতে পারবো।

আজকে আমি দেখাবো কিভাবে Visual Studio ব্যবহার করে একটি হেলো ওয়ার্ল্ড কন্সোল এপলিকেশন ক্রিয়েট করা যায়। এর জন্য প্রথমেই Visual Studio ওপেন করতে হবে তারপরে লেফট পেন থেকে C# সিলেক্ট করে মিডিল পেন থেকে Console Application সিলেক্ট করতে হবে। এবার নিচের নেমবক্স এ এপলিকেশন এর নাম আর লোকেশন বক্স থেকে লোকেশন দেখিয়ে দিয়ে ওকে করে দিন তাহলে আপনার জন্য নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনি কোড লিখতে পারবেন। কোডিং কিভাবে করবেন তা নিচের ভিডিও টি দেখলেই বুঝতে পারবেন।

লিংক প্রথম টিউমেন্টে।

ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তি টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস