
পুরাই পিনিকের বশে সি প্রোগ্রামিং এর উপর বাংলা ভিডিও লেকচার বানানো শুরু করেছিলাম। আজকে পিনিকের পরিসমাপ্তি ঘটলো। সিরিজের নাম- “গল্পটা প্রোগ্রামিং-এর”।
ভিডিওগুলি অন্যান্য ভিডিও টিউটোরিয়াল এর মত না করে একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। প্রত্যেকটা ভিডিও গল্পে গল্পে বুঝানোর চেষ্টা করেছি।
‘হাবলু’ নামে একটা ক্যারেকটার নিয়ে হাবলুকে দিয়ে শুরু করে হাবলুকে দিয়েই শেষ করার চেষ্টা করেছি।
হাই-স্কুল লেভেলের যাদের কম্পিউটার প্রোগ্রামিং-এ আগ্রহ আছে, তাদের যে কেউ এসব লেকচার বুঝতে পারবে আশা করি। ভিডিওগুলোতে নিজের ফেসিয়াল ইন্টারফেইস Add করেছি। খুবই সহজ করে বুঝানোর চেষ্টা করেছি আমার সাধ্যমত।
এখন HSC লেভেলে ICT সিলেবাসে সি প্রোগ্রামিং টপিকটা আছে। যদিও অধিকাংশই এইটা ফাঁকি দিয়েই চলে যায় 😛 আশা করি তাদেরও কাজে লাগবে।
এছাড়া EEE,CSE, Mechanical & Civil Engineering সবার জন্যই বেসিক সি প্রোগ্রামিং না জানলেই নয়। আশা করি তাদেরও একটু হলেও কাজে লাগবে।
ওহ, আমার পরিচয়টাই তো দিলাম না। আমার নাম মুবিন। পুরো নাম মোঃ মাহমুদুল হাসান মুবিন। কুয়েটে EEE তে পড়েছি। এখন Bangladesh Army University of Engineering and Technology (BAUET) এ লেকচারার হিসেবে জয়েন করেছি। আমার জন্য সবাই দুয়া করবেন।
আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে subscribe বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু!!
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়। 🙂
প্রথম ভিডিও লেকচারঃ গল্পটা প্রোগ্রামিং-এর-০১ (A tale of Programming-01)
আমি মোঃ মাহমুদুল হাসান মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মুবিন। কুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিষয়ে পড়াশুনা করছি। You can find me on fb: https://www.facebook.com/mubin.hasan.33
৩৫ বছর হয়ে গেলে কি আর প্রোগ্রামার হওয়া যাবে?