বেসিক পি এইচ পি -১

আসেন পিএইচপি দিয়ে ওয়েব পেজ বানাই ঝটপট করে নোটপ্যাড+ ওপেন করুন এবং নিচের কোডটি কপি করে সেই নোটপ্যাড এ পেস্ট করুন।
<?php echo "Hello World!";?>

এখন এই ফাইলটিকে test.php নাম দিয়ে আপনার সার্ভার এর সংরক্ষন করতে হবে। কারন এই ফাইলটি সাধারন HTML এর মত করে ওপেন করলে ব্রাউজার এর ঠিক ভাবে কাজ করবে না। তাই আগে আমরা যারা XAMPP অথবা WAMPP ইন্সটল করেছিলাম তাদের পিসি সক্রিয় ভাবে সার্ভার হয়ে গেছে।

ফাইলটিকে আপনার লোকাল হোস্ট এ প্রদর্শন করার জন্যঃ

যদি XAMPP ইন্সটল থাকে তাহলেঃ X://xampp/htdocs/ ফোল্ডার এর ভিতরে আরোও একটি ফোল্ডার করুন এবং নাম দিন “phpclass” এবং সেই ফোল্ডার এর মধ্যে নোটপ্যাড এর লেখাগুলকে index.phpনামে সংরক্ষন করুন।

 

<html>
<head>
<title>PHP Test</title>
</head>
<body>
<?php echo '<p>Hello World</p>';?>
</body>
</html>
যদি Wamp ইন্সটল থাকে তাহলেঃ X://wamp/www/ ফোল্ডার এর ভিতরে আরোও একটি ফোল্ডার করুন এবং নাম দিন “phpclass” এবং সেই ফোল্ডার এর মধ্যে নোটপ্যাড এর লেখাগুলকে index.phpনামে সংরক্ষন করুন।
এখন আপনার ওয়েব ব্রাউজার এর অ্যাড্রেস বারে লিখুন : http://localhost/phpclass দেখুন “Hello World” লেখাটি  দেখাচ্ছে।

তাহলে আপনি পেরেছেন  পিএইচপি দিয়ে প্রথম একটি পাতা তৈরি করতে  কিন্তু একটু চিন্তা করে দেখুন এটা কিভাবে হলো? আর কি বা লিখলেন সেই পিএইচপি ফাইলে?

হ্যাঁ এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লেখাটি ওয়েব ব্রাউজার পিএইচপি ফাইলের সাহায্যে প্রদর্শিত হচ্ছেঃ

পিএইচপি দিয়ে কোডিং করার সময় <?php এবং শেষ করার জন্য?> লিখতে হয়।

Level 0

আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস