কেমন আছেন সবাই? বেশ কিছুদিন একটা বিষয়ে খুব বেশি প্রশ্ন পাচ্ছি। সেটা হল ভাইয়া কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাহিদা কেমন বা আমি কোনটা শিখবো। আমি নিজেও মাঝে মাঝে এমন প্রশ্নের উত্তর জানতে মরিয়া হতাম। কিন্তু আজকে তাঁর সব উত্তর এই টিউনে পাবেন আশা করি। আশাকরি।
ইউএসএ তে এখন সবথেকে চাহিদা বহুল জবের ভেতর কম্পিউটার প্রোগ্রামিং এগিয়ে। সেখানে একজন কম্পিউটার প্রোগ্রামারের গড় বেতন ১ লাখ ডলারের কাছাকাছি। কিন্তু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং দক্ষতার একটু একটু বেশিই চাহিদা। যেকারণে কিছু ডাটা এই ভিন্নতা বের করতে সহযোগিতা করছে।
Quartz's Max Nisen Brookings Institution এ অনেক গবেষণার পরে খুবই জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব প্রয়োজনীয় ডাটা বের করেন যা প্রকাশ করা হয় গত বছরের শেষের দিকে। সেই গবেষণালব্ধ ডাটা থেকে আমরা সবথেকে চাহিদাবহুল এবং হাইস্ট পেয়িং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর চার্ট বের করা হয়। আমরা সেখান থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ১০ টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালোভাবে জানবো।
মাইক্রোসফটের তৈরি এই ল্যাঙ্গুয়েজ তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভিজুয়্যাল বেসিকের জন্ম ১৯৯১ সালে। মাইক্রোসফটের ভিজুয়্যাল বেসিক খুব সহজে শেখা যায় এবং ব্যবহার করা যায়।
অফিসিয়াল কর্মক্ষেত্রের সাথে সাথে আপনি অনলাইন মার্কেটপ্লেসেও অনেক সুযোগ পাবেন এই ভিজুয়্যাল বেসিকের।
গড় বাৎসরিক বেতনঃ $৮৫, ৯৬২ ডলার
সি শার্প একটি মাল্টি প্যারাডিয়াম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফটের ডট নেট (.net) এর সাথে ডেভেলপ করে। সি শার্প অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো মাল্টি ডিভাইস কাজ করতে পারে। ২০০০ সালে সি শার্প প্রথম মুক্তি পায়।
সি শার্পে আপনি ভিজুয়্যাল বেসিকেরও অনেক সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে অনেক বেশি চাহিদা আছে এই লাঙ্গুয়েজের। প্রতি দিন ৫০০ থেকে ৬০০ ডলারেরও রেটেও অনেকে কাজ করছেন সি শার্প জেনে।
গড় বাৎসরিক বেতনঃ $৯০, ০৫৫ ডলার
স্টাটিসিক্যাল কম্পিউটিং এবং গ্রাফিক্সের কাজ করার সুবিধাসম্পন্ন এই ভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর (R)। সমগ্র বিশ্বে এখন আর (R) স্টাটিসিক্যাল কম্পিউটিং এবং গ্রাফিক্সের জন্য ব্যাপকভাবে ব্যবহারিত হচ্ছে। ১৯৯৩ সালে এই ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি রিলিজ হয়।
বিজিনেস প্রতিষ্ঠানগুলোতে অনেক চাহিদা তৈরি হয়েছে এই ল্যাঙ্গুয়েজের। প্রতিনিয়ত এই ল্যাঙ্গুয়েজের চাহিদা বাড়ছেই।
গড় বাৎসরিক বেতনঃ $৯০, ০৫৫ ডলার
“মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ” হিসেবে পরিচিত এই ল্যাঙ্গুয়েজ একটি ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সাধারণ ভাবেই ব্যবহার করা সম্ভব। ডেনিশ রিটসি (Dennis Ritchie) ১৯৬৯ থেকে ১৯৭৩ সালের মধ্যে এটি ডেভেলপ করেন। যদিও অফিসিয়ালি রিলিজ পায় ১৯৭২ সালে। ১৯৮৯ সাল পর্যন্ত American National Standards Institute (ANSI) এটিকে ষ্ট্যাণ্ডার্লাইজড করে।
এটিকে ষ্ট্যাণ্ডার্লাইজড করে। সি নিয়ে এখনও অনেক সফটওয়্যার তৈরি হয়ে থাকে। তাছাড়া এটাকে অনেকে ব্যবহার করতে মজাও পান। অনেক প্রোগ্রামার এই ধরনের অভিজ্ঞদের হায়ার করতেও পছন্দ করেন।
গড় বাৎসরিক বেতনঃ $৯০, ১৩৪ ডলার
জাভাস্ক্রিপ্ট একটি ডাইনামিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট সাধারণত ওয়েব ব্রাউজারের একটি পার্ট হিসাবে কাজ করে। এটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টে কাজ করে ব্যবহারকারীর সামনে তুলে ধরে। ১৯৯৫ সালে জাভাস্ক্রিপ্ট অফিসিয়ালি রিলিজ পায়।
নতুন হলেও চাহিদা অনেক বেশি। বিশেষ করে অনলাইন মার্কেট জনপ্রিয় হওয়ায় বেশি চাহিদা আছে জাভাস্ক্রিপ্টের।
গড় বাৎসরিক বেতনঃ $৯১, ৪৬১ ডলার
সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ধরনের ডেক্সটপ এবং ওয়েব এপ্লিকেশন তৈরির জন্য সি প্লাস প্লাস বিখ্যাত। ১৯৮৩ সালে সি প্লাস প্লাস অফিসিয়ালি রিলিজ পায়।
জনপ্রিয় অ্যাপ সেটা আন্ড্রোয়েড, আইওএস বা উইন্ডোজ যেটাইহোক সি প্লাস প্লাসের ব্যাপক চাহিদা আছে এখন। মার্কেটে বহুল কাজ আছে জানায় বিশেষজ্ঞরা।
গড় বাৎসরিক বেতনঃ $৯৩, ৫০২ ডলার
জাভা ক্লাস বেজড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্লোগান আছে, “write once, run anywhere" (WORA)” ১৯৯৫ সালে জাভা রিলিজ পায়।
জাভার প্রয়োজন আসলে সফটওয়্যার জগতে শেষ আছে বলে মনে হয় না। সবাই এটার প্রতি একটু দুর্বল বলতে গেলে। মার্কেট চাহিদাতো আছেই।
গড় বাৎসরিক বেতনঃ $৯৪, ৯০৮ ডলার
পাইথন ব্যাপকভাবে এবং বহু ব্যবহারিক একটি সমৃদ্ধ এবং উচ্চ লেভেলের ল্যাঙ্গুয়েজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে এটি কম সময়ে কম কোড অনেক ভালো ফল দিতে সক্ষম। ১৯৯১ সালে পাইথন প্রথম প্রকাশ পায়।
উচ্চ ধরনের সফটওয়্যার বা অ্যাপের জন্য পাইথন ছিল, আছে এবং থাকবে।
গড় বাৎসরিক বেতনঃ $১, ০০, ৭১৭ ডলার
অবজেক্টিভ সি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা OS X এবং iOS অপেরেটিং সিস্টেমের জন্য অ্যাপেলেও বহুল ব্যবহারিত হয়। ১৯৮০ সাল থেকে এটি ডেভেলপ শুরু হলেও এটি ১৯৮৩ সালে রিলিজ করা হয়।
আইওএস যেখানে অবজেক্টিভ সি নিয়ে চলে সেখানে তো চাহিদা একটু থাকবেই। তাছাড়া অফিসিয়ালভাবেও থাকে অনেক বড় বড় প্রজেক্টের সুযোগ।
গড় বাৎসরিক বেতনঃ $১, ০৮, ২২৫ ডলার
রুবি অন রেইলস একটি ওয়েব এপ্লিকেশন ডেভেলপ ফ্রেমঅর্ক যা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। এটি মূলত প্রোগ্রামিং ওয়েব এপ্লিকেশনকে সহজভাবে তৈরি এবং ব্যবহার বান্ধব করার জন্য তৈরি করা হয়। ২০০৫ সালে রুবি অন রেইলস অফিসিয়ালি রিলিজ দেওয়া হয়।
ওয়েব জগতে কর্পোরেটের স্বাদ নাকি রুবি ল্যাঙ্গুয়েজ দিতে পারে, অনেকের ধারণা। চাহিদা এখন বাজারে তুমুল।
গড় বাৎসরিক বেতনঃ $১, ০৯, ৪৬০ ডলার
যথাক্রমে ১১ এবং ১২ নাম্বারে আছে SQL (গড় বাৎসরিক বেতনঃ $৮৫৫১১ ডলার) এবং PERL (গড় বাৎসরিক বেতনঃ $ ৮২৫১৩ ডলার)
আমরা আশাকরি। অন্তত বর্তমান বিশ্ব চাহিদা সম্পর্কে একটা ভালো কন্সেপ্ট দিবে। যা হয়তো আপনাকে প্রোগ্রামিং শেখার জন্য অনেক সহজ হবে।
আপনাদের কোন জিজ্ঞাসা বা ভিন্ন তথ্য থাকলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
valo tune