টিউটোরিয়াল অন C প্রোগ্রামিং-1(প্রথম প্রোগ্রাম-১)

পূর্ববর্তী টিউন-টিউটোরিয়াল অন C প্রোগ্রামিং- সূচনা

সবাই কে স্বাগতম,আসাকরি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের প্রথম সি প্রোগ্রাম লেখা শেখাব। অবশ্যই যারা আগে সি প্রোগ্রাম করেন নি তাদের জন্য ।

আসাকরি কোডব্লকস সফটওয়্যার টি সবাই ডাউনলোড করে নিয়েছেন যারা করেন নি বা বুঝতে পারেন নি কি করে কোডব্লকস ডাউনলোড ও ইন্সটল করবেন ।তারা নিচের ইউটিউব লিংক এ যান ও ভিডিও টি দেখুন।

ছবি তে ক্লিক করে দেখুন

আর যারা কোডব্লকস ইন্সটল করেছেন তারা প্রথমে কোডব্লকস খুলুন। বামদিকে উপরে দেখুন ফাইল রয়েছে

এখন File>New>Empty File এ ক্লিক করে ওপেন করুন ।

এবার ভাবুন কোডব্লকস IDE তে তো সি ছাড়াও অন্য প্রোগ্রাম লেখা যাই তবে Compile করার সময়ই এটা কি করে বোঝে আপনি কোন ল্যাঙ্গুয়েজ এ লিখেছেন ।

এটা আপনাকেই বলে দিতে হবে ।এখন কি করে বলবেন আসুন দেখি ।

Ctrl+S চিপুন বা উপরে সেভ অপশন এ ক্লিক করুন এবার নাম আপনার ইচ্ছা মত দিন কিন্তু সেভ এস টাইপ এ  C/C++ সিলেক্ট করুন।এবার সেভ করুন ।যারা বুঝতে পারেননি তারা উপরের ভিডিও টা দেখে নিন।

এবার লেখা শুরু  করুন।
#include<stdio.h>
void main()
{
printf("Hello Techtunes");
}

এবার ওপর এ মেনু বার এ দেখুন Fortran লেখার নিচে ৩ টে বাটন আছে বিল্ড ,রান আর বিল্ড অ্যান্ড রান ।
বিল্ড অ্যান্ড রান তে ক্লিক করুন ।একটি কাল স্ক্রীন এ Hello Techtunes লেখাটি ফুটে উঠবে আসাকরি।যাদের বুঝতে অসুবিধা হল তারা নিচের ভিডিও টা দেখুন

পরের টিউন এ এই প্রোগ্রাম টার বিস্তারিত আলোচনা করবো ও আর কিছু বলবো ।আর যাদের অপেক্ষা করতে ইচ্ছা করছে না তারা ভিডিও টা দেখে নিন ।

যদি কোন ভুল হয় অভিগ্য রা সূদরে দেবেন।যদি কোন সাহায্য লাগে আমাই ফেসবুক এ যোগাযোগ করুন -  http://www.fb.com/shiladittyapaul

ধন্যবাদ পরের টিউন এ আবার দ্যাখা হবে।

Level 0

আমি শিলাদিত্য পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান।