C Programming Language শিখুন (পার্ট -৮)

Operator কি? এটি সবাই জানি। কোন কিছু যে চালনা করে তাকেই Operator বলে।

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কয়েক ধরনের Operator রয়েছে তারা হলঃ

  1. Arithmetic Operators
  2. Unary Operators
  3. Relational and Logical Operators
  4. Assignment Operators
  5. Conditional Operators

আজকে আমি Arithmetic Operators সম্পর্কে বলব। পাটি গনিতে আমরা যে সকল Operators ব্যাবহার করছি তাই হল Arithmetic Operators।

Operatorব্যাবহার
+যোগ
-বিয়োগ
*গুণ
/ভাগ
%ভাগশেষ

উপরের সকর Operator সম্পর্কে ই আমরা জানি শুধু %(একে Reminder অথবা Mode বলে)  Operator ছাড়া। % এর কাজ একটি উদাহরন দিয়ে ব্যাখ্যা করি।

১৫%৪ এটার উত্তর হবে ৩ কারন ১৫ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। এর মান সব সময় পূর্ন সংখা হবে।অর্থাৎ ১৫.৫%৪ এর ভাগ শেষ হচ্ছে ৩.৫ কিন্তু এর মান হবে ৩।

১৫%-৪ এর মান হবে ৩। -১৫%৪এর মান হবে -৩। -১৫%-৪এর মান হবে-৩।ইত্যাদি।

Mode এর অনেক কাজ রয়েছে। Programming Loop Control করতে Mode বা Reminder (%) ব্যবহৃত হয়।

C Programming Language শিখুন (পার্ট-৭)এর লিঙ্ক।

ছবি আপলোড করতে সমস্যার কারনে অনেক কিছু লিখতে পারি নি। পরে লিখে আপডেট করে দিব।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে রাখলাম, চালিয়ে যান।

Level 0

চালিয়ে যান, আমি নিয়মিত দেখি। ধন্যবাদ।

ধন্যবাদ চালিয়ে জান প্রতিটি ধাপই খব ইইই ভাল হতেসে………………।।ভাল থাকবেন।

জাকির ভাই, আমি নিয়মিত দেখি। ধন্যবাদ।

Level 0

Salam jakir vai,

Thanks for your creative work. But u should explain details like %d,%f . It will be so easy if u can make ppp slid , or link.

Thanks