**প্রোগ্রামিং শেখা শুরু করুন এখন থেকেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ুন (ধারাবাহিক টিউটরিয়াল-২)**

কম্পাইলার ইন্সটলেশন

এই পর্বে আমি আপনাদের দেখাব কি করে কমপাইলার ইন্সটলেশন করতে হয়। টিউন দিতে দেরি হবার কারনে প্রেথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি এখন থেকে নিয়মিত টিউন দিতে পারব। তাই কথা না বাড়িয়ে কাজের  কথায় চলে আসি। যে কোন প্রোগ্রামিং লায়ঙ্গুয়েজ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ  হল  কম্পাইলার। এটা যে কোন হাইলেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাংগুয়েজ এ পরিণত করে। সি প্রোগ্রামিং এর জন্য বিভিন্ন রকম কম্পাইলার আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল

Turbo C , DEV C++ , Code Blocks, Microsoft Visual Studio

 এইগুলা। এর মধ্যে বর্তমানে বেশি ব্যবহার করা হয় কোড ব্লক্স । আপনারা নিচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিয়েন। ইন্সটলেশন এর নিয়ম অন্য সব সফটওয়্যার এর মতই। তাও না পারলে আমাকে জানাবেন। আমি তো আছি ই।

ডাউনলোড লিঙ্কঃ  এখানে ক্লিক করুন

আর হ্যা ভালো কথা। সি প্রোগ্রামিং এর জন্য আমি কতগুলি রেফারেন্স বই এর নাম দিচ্ছি। আপনারা বাসায় এইগুলো দেখতে পারেন। এর ফলে  আপনাদের ব্যাসিক আরো পরিস্কার হয়ে যাবে।

1. Let us C- Yashwant Kanetkar
2. Teach yourself C -Herbert Schildt
3. The C programming Language-Dennis M.Ritchie

আপনারা যে কোন একটা ফলো করতে পারেন।আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা সি প্রোগ্রামিং এর মূল আলোচনায় চলে আসব।আপনারা ততক্ষনে কম্পাইলার ইন্সটলেশন এবং বই কালেকশন করে ফেলুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।

 

Level 0

আমি Knight। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Teach yourself C -Herbert Schildt er pdf ta dite parben bro?