**প্রোগ্রামিং শেখা শুরু করুন এখন থেকেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ুন (ধারাবাহিক টিউটরিয়াল-১)**

আমাদের সকলের কাছেই প্রোগ্রামিং একটি মজাদার বিষয়। এটা শিখতে হলে যে আপনাকে সিএসই এর স্টুডেন্ট হতে হবে এমন কোন কথা নেই। আপনি চাইলেই এটি শিখতে পারেন।অবশ্য এই জন্য আপনাকে নিয়মিত চেষ্টা করতে হবে আর চেষ্টা করলে সফলতা আসবেই।

আর তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম  প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়াল। যারা একেবারে নতুন তাদের জন্য। আর যারা জানেন তারাও একটু ঝালিয়ে নেবেন ।আমার টিউটরিয়াল নিয়মিত ফলো করলে আর বাসায় একটু প্রাক্টিস করলে আপনি অবশ্যই প্রোগ্রামিং এর ব্যাসিক ধারনা নিতে পারবেন। আমি কখনই বলব না যে আপনি এখনি একজন দক্ষ প্রোগ্রামার হয়ে যাবেন। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে যার জন্য ব্যাসিক নলেজ থাকা অতি আবশ্যক।য়ার সেই ব্যাসিক নলেজ দেবার জন্যি আমার এই প্রয়াস।বর্তমানকালের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সি, সি++,জাভা,পাইথন ইত্যাদি।

সি++  এবং জাভা অবজেক্ট ওরিয়রন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আর পাইথন এবং সি হল একদম ব্যাসিক লেভেল এর ল্যাঙ্গুয়েজ। সি কে বলা হয় প্রোগ্রামিং এর প্রান।এটা ভালভাবে শিখতে পারলে বাকি গুলি আপনি নিজে নিজেই শিখতে পারবেন।আমার এই টিউটোরিয়ালে আমি প্রাথমিক ভাবে সি নিয়েই আলোচনা করব। এটা শেষ হলে পরে সি++ এবং জাভা নিয়েও টিউটোরিয়াল লেখার ইচ্ছা আছে।    তো কথা আর না বারিয়ে আমি কাজে চলে আসি।সি এর উপর আমার এই টিউটোরিয়াল কে আমি কতগুলি পর্বে ভাগ করেছি। প্রতি পর্বে আমি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব আবং কিছু উদাহরণ দিব আর কিছু হোমওয়ার্ক থাকবে আপনাদের নিজেকে যাচাই করার জন্য।পর্বগুলি নিম্নরূপঃ

  •  কম্পাইলার পরিচিতি।
  •  ডাটা টাইপ, ইনপুট ও আউটপুট।
  •  প্রথম প্রোগ্রাম।
  •  কন্ডিশনাল লজিক
  •  লুপ পরিচিতি
  •  অ্যাঁরে
  •  ফাংশান
  •  স্ট্রিং পরিচিতি
  •  পয়েন্টার
  •  ডায়নামিক মেমোরি এলোকেশন
  •  ডেটা ফাইল পরিচিতি

প্রতিটি পর্বে কিছু বিষয় আলচনা করা হবে এবং অই সম্পর্কিত কিছু কোড  দেখানো হবে। আর সাথে তো হোমওয়ার্ক থাকছেই । আপনাদের চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না। আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। আশা করছি কাল থেকেই শুরু করতে পারব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

কোন কিছু ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

 

Level 0

আমি Knight। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই চালিয়ে জান আছি আপনার সাথে । আপনাকেই আমি খুজতেছিলাম আমি এতদিন। thanks

    Level 0

    @azad3353: আপনাকেও ধন্যবাদ

ভাই চালিয়ে জান আমি আছি আপনার সাথে

    Level 0

    @রাজু আহমেদ: Thanks

ধন্যবাদ ভাই , আশা করি নিয়মিত টিউন করবেন , মাঝপথে হারিয়ে যাবেন না ! আর প্রাকটিসের জন্য নিয়মিত বিভিন্ন প্রগ্রামিং প্রবলেম সেয়ার কবেন !

    Level 0

    @Ashikur Rahman Tomal: Of course

Level 0

শুরুতেই ধন্যবাদ,
নিয়মিত করার জন্য অনুরোধ করছি………………. একটি নির্দিষ্ট দিনে টিউনটি পাবলিশস করুন………. তবে আমরা সেই দিন আপনার জন্য ব্লক করে রাখব………………

ছাত্র হলাম আপনার……………..

bro carry on we r with u

    Level 0

    @খারাপ ছেলে: Thanks