C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট-৩)(প্রয়োজনীয় ডাউনলোড)

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। শুধু মাত্র সাধারন ইউজারদেরকে  প্রোগ্রামিং লেনগুয়েজ সম্বন্ধে  ধারনা দেওয়ার জন্য আমার এই  চেষ্টা। দোয়া করবেন আমি যেন সফল হই। C প্রোগ্রামিং লেনগুয়েজ সম্পর্কে ভাল দখল রাখতে হলে প্রয়োজন প্রাকটিস। আমি আগে যা আলোচোনা করেছি তা হচ্ছে থিওরি। C প্রোগ্রামিং লেনগুয়েজ ভাল উপায় হচ্ছে থিওরির পাশাপাশি ছোট ছোট প্রোগ্রাম প্রাকটিস করা। আজ আমি আপনাদের প্রয়োজনীয় সফটওয়ার ও বই ডাউনলোড সম্পর্কে বলব। C প্রোগ্রামিং লেনগুয়েজ এর প্রোগ্রাম রান করার জন্য একটি কমপাইলার প্রয়োজন। নিচের লিঙ্ক থেকে Tarbo C 3.0 কমপাইলারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্ক

তার পর  TC3SETUP.EXE নামের ফাইল্ টি ওপেন করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন। step1

ধাপ ১  ওকে চাপুন step2

ধাপ ২    আন জিপ করুন step3 ধাপ ৩   ওকে করুন ইনস্টল কমপ্লিট হয়েছে।

এবার আপনি একটা প্রোগ্রাম রান করান জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।

ধাপ ১।                  প্রথমে আপনার c ড্রাইবে যান। step4

ধাপ ২।                       এটার ফোল্ডার গুলো হাইড হয়ে থাকলে আনহাইড করুন।

step5

ধাপ ৩।                         TC ফোল্ডারে ডুকুন। step6

ধাপ ৪।   BIN ফোল্ডারে ডুকুন। এবং TC ফাইলটি অপেন করুন। step7 এবার আপনি প্রোগ্রাম লিখে রান করার জন্য প্রস্তুত। কোন একটি প্রোগ্রাম লিখে রান করার জন্য নিচের ধাপ গুলো আনুসরন করুন।

ধাপ ১।    FILE মেনুতে ক্লিক করে NEW তে ক্লিক করুন। তারপর  যেকোন প্রোগ্রাম লিখুন। খেয়াল রাখবেন কোন কমা, সেমিকোলন যেন বাদ না যায়।

ধাপ ২।    লেখা শেষ হলে RUN মেনুতে ক্লিক করে RUN চাপুন।  কোন ERROR দেখালে ভুল গুলো কি কি তা দেখে ঠিক করুন। যত বার ERROR দেখাবে তত বার এ ধাপ অনুসরন করুন।

ধাপ ৩।      RUN কম্পলিট হলে WINDOW মেনুতে ক্লিক করে out put এ ক্লিক করুন। ব্যস এবার আপনার প্রোগ্রামের OUT PUT দেখবেন। এবং আপনি যদি সফল হন তাহলে কত যে খুশি হবেন তা আপনিই বুঝবেন।

এতখন যে কম্পাইলাররের কথা বলছি তা খুবই পুরাতন কম্পাইলার। এবার আপনাকে ভালো মানের একটি কম্পাইলার সাথে পরিচয় করিয়ে দিব।এটি সাধারন সফটওয়ারের মত।

এর নাম Borland C++ 4.5 ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্ক

ডাউনলোড করে আনজিপ করে INSTAL নামক ফাইলটি অপেন করে সেট আপ করে নিন। এটি সাধারন সফটওয়ারের মত। সেট আপ শেষ হলে নিচের ধাপ গুলো আনুসরন করুন।

START>>PROGRAMS>> Borland C++ 4.5>> Borland C++

এবার আপনি প্রোগ্রাম লিখে রান করার জন্য প্রস্তুত। এটায়  কোন একটি প্রোগ্রাম লিখে রান করার জন্য নিচের ধাপ গুলো আনুসরন করুন।

ধাপ ১।  FILE মেনুতে ক্লিক করে NEW তে ক্লিক করুন। তারপর  যেকোন প্রোগ্রাম লিখুন। খেয়াল রাখবেন কোন কমা, সেমিকোলন যেন বাদ না যায়।

ধাপ ২।   লেখা শেষ হলে DEBUG মেনুতে ক্লিক করে RUN চাপুন।  কোন ERROR দেখালে ভুল গুলো কি কি তা দেখে ঠিক করুন। যত বার ERROR দেখাবে তত বার এ ধাপ অনুসরন করুন।

যদি কোন ভুল না থাকে তাহলে আপনাকে OUT PUT দেখাবে। আপনি Borland C++ সফটওয়ারটিই ব্যবহার করুন এটি ব্যবহার করতে খুব সহজ।

এতক্ষন যা আলোচনা করেছি কম্পিউটার জগতে যারা নতুন তারা ছাড়া মোটামুটি সবাই পারবেন। কিন্তু এবার কিছু খুবই গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করব। প্রোগ্রামিং শেখার জন্য প্রয়োজন প্র্যাকটিস।নিচে C Programming সেখার ৩টি জনপ্রিয় বই এর নাম ও ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। বই গুলো ডাউনলোড করে এদের ভিতরের প্রোগ্রাম গুলো আপনার যেকোন সি কম্পাইলার দিয়ে রান করানা। পারলে বই গুলোর যেকোন একটি সম্পুর্ন পড়ুন। কোন সমস্যা হলে যারা প্রোগ্রামিং জানে তাদের কাছে যান এবং সমস্যা সমাধান করুন। বই ১। নাম THE C PROGRAMMING LANGUAGE (SECOND EDITION)

লেখক BRIAN W.WERNIGAN ও SANNIS M.RITCHI (সি প্রোগ্রামিং প্রস্তুত কারক।) PROGRAMMING Language C ডাউনলোডের জন্য   ক্লিক করুন  ডাউনলোড লিঙ্কঃ

বই ২। PROGRAMMING WITH C (SECOND EDITION)

লেখক BURON GOTTERIED আপনি এ বই টি ভাল করে দেখবেন। এতে সব কিছু একটু সহজ ভাবে বুঝিয়ে ব্যাখ্যা করা হয়েছে। programing with c ডাউনলোডের জন্য   ক্লিক করুন    ডাউনলোড লিঙ্ক

বই ৩। The C+ + Programming Language (Third Edition)

লেখক Bjarne Stroustrup(সি++ প্রোগ্রামিং প্রস্তুত কারক।) ডাউনলোডের জন্য   ক্লিক করুন ডাউনলোড লিঙ্কঃ

আজ এ পর্যন্তই আবার নতুন পোস্ট নিয়ে হাজির হব। আর কোন সমস্য হলে আমাকে মেইল বা কমেন্ট করে জানাবেন। সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ । চালিয়ে যান……………

thank you for your tunes.bangla boi ar link dila valo hoto

চালিয়ে জান এ রকম টিউন গুলো অনেক উপকারে আসে

আজকে আপনি ২ তা কম্পাইল করার সফট দিলেন এবং বই দিলেন।ওকে , ডাউনলোড করব কিন্তু তার আগে কিছু বিষয় ক্লিয়ার করেন।
কোন কম্পাইল টা ডাউনলোড করব ? ১ম টা নাকি ২য় টা। বই গুলো না হয় সব ডাউনলোড করলাম। বই এর দেখানো নিয়ম অনুসারে কাজ করলেই সি তে আমি পারদর্শী হব তা বুঝতে পারছি। আমার কাছে ও সি এর কয়েকটা বই আছে। সব বই এর দেখি একই রীতি, যেমন- কোন একটা লিঙ্ক থেকে কম্পাইল টা ডাউনলোড করতে বলে। ঐ নিদির্ষ্ট কম্পাইল সফটওয়্যার এ যে যে অপশন আছে তা অনুযায়ী কাজ করতে বলে। এভাবে সি শেখা যায়। কিন্তু আমি কখনো শিখতে পারি নি। নিদির্ষ্ট এর পর্যায়ে এসে অনেক কিছু বুঝি না বা পারি না। এই জন্য সি শেখা টোটালি বাদ দিয়েছি।
আপনি সি নিয়ে আবার শুরু করলেন দেখে আবার আমি নিজেও সি শুরু করেছি। কথা হচ্ছে আপনি কি পরবর্তীতে সি এর উপর টিউন করে যাবেন ? যদি করে যান, তাহলে ২ টা কম্পাইলের মধ্যে নিদির্ষ্ট একটা কম্পাইলের নাম বলেন যেটা আমরা ডাউনলোড করব, যেটার স্ক্রীন শট আপনি সবসময় টিউনে দিবেন, এবং যেই কম্পাইল এর অপশন অনুসারে আপনি প্রতিটি কথা বলবেন । তাহলে আমরা ঐ নিদির্ষ্ট কম্পাইলটি ডাউনলোড করব।

### প্লিজ প্রশ্ন গুলোর উওর দিবেন।

আপনি ২য় কপম্পাইলার টা ডাউনলোড করুন। এটাদিয়ে কাজ করা খুব সহজ। তবে ইট সাইজ ৪১ এমবি।
আর আমি Cসি এর উপর টিউন করা চালিয়ে যাব। আর ২য় কপম্পাইলার টির স্ক্রীন শট সবসময় দেব।
বাংলাতে বই ওয়েবে আমি পাইনি। তবে আপনি নীলখেত গেলে পেতে পারেন। যদি পাই তাহলে আপনাদেরকে বলব।
আর আপনি কোন সমস্য হয় আমাকে মেইল করবেন। সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।
ধন্যবাদ।

Level 0

ভালই হচ্ছে, চালিয়ে যান..।

খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

jakira vai apnar tune gulo jothasto somoi upjogi o proyaojonio.ami c++ sakhar jonno dirghodin dhora chasta korchilam.ai jonno techtunes a apni amar sobcahaya prio tuner.thanks.jakir vai apni apnar 7th tuner por onakdin dhora c++ er opor notun kono tune korchan na.apni pls abar suru koran.

আমি জানুয়ারির ৮ তারিখ এর পর আবার C Programming এর টিউন করা শুরু করবো।

good job vhaia

vhaia…….. Borland C++ 5.5 only 9 mb free download kora jai…oita ki download korbo?

tec tunes e comment korbo but ame amar picture dete parsina ektu bolben ke?

জাকির ভাই, সিমবিয়ান অপিারেটিং সিস্টেমে সহজে বাংলা লেখার কোনো সফটওয়্যারটি আমাদের দ্বারা প্রস্তুত সম্ভব নয়?
বিদেশীরা কেউ এগিয়ে আসছে না, অভ্র টিম ও কোনো ব্যবস্থা নিচ্ছে না। মেবাইলে বাংলা লেখায় আমরা পিছিয়ে পড়ছি।
আপনি যদি C++ এ যথেষ্ট পারদর্শী হোন তবে একটি সফটওয়্যার ডিভলপ করে আপনার নাম সিমবিয়ান ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দিতে পারেন অভ্র এর মত। 🙂

    আমি এখন প্রবলেম সলভ নিয়ে আছি, ACM এর জন্য ট্রাই করি। কেউ যদি সফটটি ডেভলপ করে তাহলে ভালো।

ভাই সি শেখার জন্যে Compiler একটা important ব্যাপার। Turbo C অনেক পুরানো, আর DOS App. নতুন সফটওয়্যার যেমন Codeblock বা DevC++ অনেক ভাল, গ্রাফিকাল ইন্টারফেস আছে। এরা উইন্ডোজ ৭ এ চলে, ৬৪-বিট অ সাপোর্ট করে। আর BURON GOTTERIED এর যে বইটার কথা লিখেছেন, এটা ইন্ডিয়ান চোরাই কপি। আমার কাছে আসল কানাডিয়ান কপি আছে যেটা অনেক বেশি Tutorial আর Example আছে। বই হিসেবে C for Dummies রেফার করতে পারেন 🙂

Level 0

ভাইয়া আপনি ২য় যে ক্মপাইলার দিলেন ঐ টায় ইন্সটল নিতেছে না। একটা সমস্যা দেখায়। কোন ফাইল মিসিং আছে। অন্য কোন লিংক থাকলে দেন।

ভাইয়া, এগুলো সব ইংরেজি বইয়ের লিঙ্ক। কিছু বাংলা বইয়ের ডাউনলোড লিঙ্ক দেন ভাইয়া। প্লি…………জ…জ।।জ…জ…।জ…।

আমার কাছে C এবং C++ এর বাংলা বই আছে …