ডাউনলোড করুন প্রোগ্রামিং (সি, সি++, জাভা, সি শার্প, ভিজুয়্যাল বেসিক) এবং ওয়েব ডিজাইন (HTML, CSS) এর উপর বাংলা ভাষায় ধারাবাহিক টিউটোরিয়াল সম্পন্ন একটি ওয়েব সাইটের অফলাইন ভার্সন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

টেকটিউনস পরিবারের সবাইকে সালাম এবং পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনস-এ আমার জীবনের প্রথম টিউন। আমি অনেক দিন ধরেই টেকটিউনস এর সাথে আছি কিন্তু কেন জানি টিউন করতে সাহস পাই না। তো আজকে সাহস করে বসেই পড়লাম। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আসলে কি বলতে চাইতেছি..... এবার আসি টিউনের মূল উদ্দেশ্যে। আমরা এমন অনেকেই আছি যারা প্রোগ্রামিং এর প্রাথমিক জ্ঞানগুলো আমাদের সহজবোধ্য মাতৃভাষা বাংলায় শিখে বেসিকটাকে আগে শক্ত করে নেই। বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্টান Kurigram Polytechnic Institute তাদের ওয়েব সাইটে বাংলায় প্রোগ্রামিং শেখার জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে। website টি ভিসিট করতে চাইলে এখানে চলে যান। আর এটার অফলাইন ভার্সন ডাউনলোড করতে হলে প্রথমে নিচের দেওয়া যেকোন একটা লিংক থেকে ডাউনলোড করে নিন মাত্র ৯.৬৪ (MB) মেগাবাইট এর জিপ ফাইলটি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তারপর Extract করে index.html নামক ফাইলটিতে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করুন। এর পর যে পেজটা আসবে সেখানে দেখুন . Java নামক একটা লিংক আছে। ওখানে ক্লিক করুন।  বোঝার সুবিধার্থে স্ক্রিন Shoot দিয়ে দিলাম।Open Java File

এরপর অনলাইন ওয়েবসাইটের মতই সবগুলো ধারাবাহিক টিউটোরিয়াল পড়ুন কোন ব্যান্ডউইথ খরচ না করেই।  🙂

সি প্রোগ্রামিং দিয়ে আমার বানানো ছোট্ট একটা সফটওয়ার। সোর্স কোড সহ শেয়ার করলাম, আশা করি এখান থেকে ডাউনলোড করে দেখবেন। ফাইল সাইজ মাত্র ২১ (kb) কিলোবাইট। পূর্বে আমার প্রোগ্রামিং বিষয়ক এই ব্লগে প্রকাশিত হয়েছে। আর আমি ওয়েব প্রোগ্রামিং ভালো করে শিখতে চাই। এই লক্ষে একটা সাইটে আমার শেখা কাজগুলো Apply করে দেখি। হাতে সময় থাকলে ঘুরে এসে আমাকে suggestion দিলে খুব খুশি হব। সাইটটি ভিসিট করতে এখানে (আমাদের প্রযুক্তি) ক্লিক করুন।

আবারও বলছি এটিই আমার প্রথম টিউন তাই কোথাও কোন ভূল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে সুন্দর টিউন করতে পারি সেই দিক নির্দেশনা দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল

Level 0

আমি সাহীদুজ্জামান সাহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং । দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টার । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর । হলি চাইল্ড কলেজ, উত্তরা, ঢাকা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সুন্দর হয়েছে লেখাটা। শুভকামনা রইল সাথে ঈদ মোবারক ও ।

খুব ভালো লাগলো। 🙂 ভবিষ্যতে এরকম আরও ওয়েব সাইটের অফলাইন ভার্শন চাই। 🙂

উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ Hozrot Ali. আগামীতে আরো অনেক ভালো মানের টিউন করব ইনশা আল্লাহ।

ভাই একটা পরামর্স চাই ! আমি বি বি এ এর স্টুডেন্ট ! গনিতে তেমন পাকা নই ! আমি প্রগ্রামিং শিখতে চাই ! একটু টিপস দিলে ভাল হত ! কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে ভাল হবে ! সি দিয়ে শুরু করলে কি কোন সমস্যার সম্মুক্ষিন হব ? কারন শুনলাম সি তে নাকি প্যাচ বেসি ! এটু জানাবেন ! আমার ইমেইল [email protected]

Khub valo hoye6e.

Level 0

Vai post khub valo hoise.
C C++ ar Software gula nai. Dile upokrito hotam.
Amake FB te rony.max83.
Dinajpur polytechnic institute.

Level 0

অনেক কাজের , খুব সুন্দর নতুনদের জন্য, চালিয়ে যান

Level 0

গুগল এডসেন্স রেখে চিতিকা.কম কেন?
১.গুগলে যারা আইডি অপেন করতে পারেন নি,তারা এখানে সহজেই পারেন।কারণ,গুগল এডসেন্সের মত এখানে এত নিয়ম নীতি নেই।
২.সাথে সাথে এড পাওয়া যায়।
৩.ক্লিকের মূল্য বেশীই দেখা যায়।
৪.বেশী এড পাওয়া যায়।
৫.পাশাপাশি অন্যান্য এডসেন্স ব্যবহার করা যাবে।
এছাড়া এখানে রেফারাল হিসেবে আয়ের বিশাল সুযোগ তো থাকছেই।
ইত্যাদি সহ বেশ কিছু সুবিধা থাকায় নতুনদের জন্য এটাই হতে পারে অনলাইনে আয় করার প্রথম ধাপ।
বিস্তারিত জানতে দেখুন : http://bloggertechonline.blogspot.com/2013/05/how-to-show-chitika-ads-just-below-post.htm

Level 0

ভাই সুন্দর হয়েছে। চালিয়ে যান

keep it up bro………..

ধন্যবাদ

Level 0

sundor tune…..carry on bro….:D

ভাই একটা পরামর্স চাই ! আমি বি বি এ এর স্টুডেন্ট ! গনিতে তেমন পাকা নই ! আমি প্রগ্রামিং শিখতে চাই ! একটু টিপস দিলে ভাল হত ! কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে ভাল হবে ! সি দিয়ে শুরু করলে কি কোন সমস্যার সম্মুক্ষিন হব ? কারন শুনলাম সি তে নাকি প্যাচ বেসি ! এটু জানাবেন !

    @Ashikur Rahman: ভাই, আমি যেহেতু সি দিয়েই শুরু করেছি তাই আমার কাছে সি ই প্রোগ্রামিং শুরু করার জন্য ভালো উপায় বলে মনে হয়। সি শিখলে অন্য সব ল্যাঙ্গুয়েজ খুব সহজেই আয়ত্তে আনা সম্ভব। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

Level 0

অনেক ভাল হয়েছে….

ধন্যবাদ @Spirit of truth: দোয়া করবেন। অবশ্যই চেষ্টা করব।