শিখুন C# ডট নেট প্রোগ্রামিং [পর্ব-০২] :: Message box show করবেন কিভাবে

শিখুন C# ডট নেট প্রোগ্রামিং

সুপ্রিয় বন্ধুরা, আমি খুব দুঃখিত যে কোন স্ক্রীন শট আমি আপলোড করতে পারছি না। তাই আপনাদের যাতে আমার টিউন টি বুঝতে কোন সমস্যা না হয়, তাই আমি নিচে এর  mediafire লিংক সংযুক্ত করে দিলাম। আশা করি এখন বুঝতে পারবেন।

http://www.mediafire.com/?063ap9xf5avg20z

  • ১. Visual studio 2008/2010 open করুন। Command দিন File>New>Project. এরকম একটি উইন্ডো ওপেন হবে। name দিন MessageBox_Operation এবং location set করুন। তারপর ok press করুন।
  • ২. এরকম একটি উইন্ডো ওপেন হল।
  • ৩. এবার Toolbox থেকে একটি Button select করুন এবং drop করুন Form এর উপর।
  • ৪. এরকম দেখাবে।
  • ৫. button1 এর উপর cursor নিয়ে right click করে properties এ যান।
  • ৬. দেখুন অনেক অপশন আছে। এখান থেকে (Name) পরিবর্তন করুন। default ভাবে button1 name দেয়া থাকে। এই name আসলে button এর method name ।new name দিন btnMessage, এবং নিচে দেখুন Text নামের আরেকটি অপশন আসে। এটিকে পরিবর্তন করে নাম দিন Click me. এই Text হল button এর নাম।
  • ৭. এবার এর button এর উপর double click করুন। code লেখার জায়গা আসবে। আমি পর্ব ১ এ code script সম্পর্কে আলোচনা করেছি। কষ্ট করে দেখে নিবেন।
  • ৮. লক্ষ্য করুন, properties এ গিয়ে (Name) এর নাম পরিবর্তন করে দিয়েছিলেন btnMessage যা একটি Method Name এবং এর মাঝে এখন আপনি কাজ করবেন।
  • ৯. নিচের কোড টি লিখুন।
  • MessageBox.Show("Hello Tech-Tune");
  • ১০. F5 press করে compile করুন।
  • ১১. এখন দেখুন output.
  • ১২. এখন আপনি MessageBox এর বিভিন্ন design করতে পারেন। যেমন এর একটি Title দিতে পারেন।Icon  দিতে পারেন। Confirmation button দিতে পারেন। সেটা কিভাবে দেখুন।
  • ১৩. উপরের code টিকে একটু বড়ো করুন এভাবে।
  • ১৪. Compile করুন। নিচের মত আসবে।
  • ১৫. এবার চলুন একটা আইকন এবং অপশন আনা যাক।

টিকে পরিবর্তন করুন এভাবেঃ

MessageBox.Show("Hello Tech-Tune", "Hello", MessageBoxButtons.OKCancel,MessageBoxIcon.Information);

  • ১৬. লক্ষ্য করুন, যখন আপনি MessageBoxButtons লিখে ডট দিবেন তখন অনেকগুলো অপশন আসবে।
    এখান থেকে আপনি select করবেন আপনি messagebox এ কোন অপশন রাখতে চান।
    একই ভাবে MessageBoxIcon লিখে  ডট দিন এবং অপশন select করুন। Compile করুন।

Output:

আশা করছি আপনারা আমার দেয়া লিংক টি থেকে টিউন টি download করেছেন। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেইল করবেন।

ধন্যবাদ সবাইকে। কমেন্ট করতে ভুল্বেন না।

মেইল এড্রেসঃ [email protected]

Level New

আমি Salman Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HTML Css জানি php ,JavaScript,jQuery, তে পড়ছি । সেই সাতে নতুন একটি যোগ হল C# ভালো করে আপনার পোস্টগুলো ফলো করছি। শুধু ফলো করে থামিনি ওই পেজ টি save করে রাখছি। চর্চ তো কমন ভাবে চলছে।ইত্যাদি ইত্যাদি প্রগামিং লুংগুয়েস এর নেশা খুব ভাল লাগে তাই তো এত কিছু
আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Carry On….

visual studio 2012 express edition