ভিজুয়াল স্টুডিও এর মাধ্যমে আপনি সহজেই তৈরি করতে পারেন যেকোনো ভিজুয়াল সফটওয়্যার। ভিজুয়াল স্টুডিও আসলে একটি কম্পাইলার। এটা মাইক্রোসফট এর নির্মিত। আপনি স্ক্রিপ্ট এডিটর এ কোড লিখে কম্পাইল করলে আপনি একটি আউটপুট পাবেন যার এক্সটেনশন হল .exe আর এই আউটপুটই হল আপনার বানানো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার। আপনি ভিজুয়াল স্টুডিও তে ৩ টি ভাষায় সফটওয়্যার তৈরি করতে পারেন। যেমনঃ visual basic, c++ এবং c#। আমরা দেখব কিভাবে c# এর মাধ্যমে সফটওয়্যার তৈরি করা যায়।
ভিজুয়াল স্টুডিও ২০০৮/২০১০ ইন্সটল করার পরে আপনি নিচের ছবির মত দেখবেন।
ফাইল থেকে নিউ অপশন এ গিয়ে প্রোজেক্ট সিলেক্ট করুন। তারপর সিলেক্ট করলে নিচের মত ফিগার দেখতে পাবেন।
এখান থেকে অপশন সিলেক্ট করে কাজ করতে হয়।
আসলে ভিজুয়াল স্টুডিও এতো বড়ো একটা বিষয় যে এইটা একবারে বর্ণনা করা খুব কঠিন ব্যাপার। আমরা ধাপে ধাপে জানতে পারব।
আমি Salman Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি মানুষের জীবনে সপ্নো থাকে। আমি কিন্তু তার বিপরীত না। আমারও মনে আছে ছোট সপ্ন। সপ্ন টি হল-
ভাইস সিডি এর চেয়ে উন্নত মানের Games তেরী করে বাংলাদেশের নাম বিশ্বর প্রতিটি দেশে ছড়িয়ে দিতে
visual basic, c++,c# লুঙ্গুয়েস দিয়ে কি games তেরী সম্ভব ? । যদি সম্ভব হয়-তাহলে Pls.আপনি আমাকে সাহায্য করবেন।আপনার কাছে এই আশা করছি।