বাংলাদেশী ইউএসবি অ্যান্টিভাইরাস BioBeo (sv) | বায়বীয় (sv) | পাওয়ারটেড বাইঃ টেকটিউনস

ভাইরাস সমস্যায় পড়েননি এরকম কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়া বেশ কঠিন। প্রতিবছর পুরো বিশ্বের হাজারো মানুষ ভাইরাস সমস্যার কারণে ক্ষতির শিকার হচ্ছে। এরকমের ভাইরাস আক্রমণের অন্যতম পথ হল ইউএসবি পোর্ট ব্যবহার। বিভিন্ন পেন ড্রাইভ এবং ইউএসবি পোর্ট ব্যবহৃত হয় এরকম ডিভাইস প্রতিদিন ব্যবহারের ফলে অধিকাংশ মানুষ প্রতিনিয়ত ভাইরাসের আক্রমণের শিকার হচ্ছে। অপরদিকে মেমোরি কার্ড সহ বিভিন্ন ডিভাইস যেমন, পেন ড্রাইভ বহুল ব্যবহার হয় বলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বেড়ে গেছে। ফলে দিন দিন ভাইরাসের সংখ্যা এবং ক্ষতির পরিমাণও বেড়ে যাচ্ছে।

এবার ইউএসবি পোর্ট কে এসকল ভাইরাস হতে সুরক্ষিত রাখতে বর্ণল্যাব নিয়ে এলো তাদের প্রথম ইউএসবি অ্যান্টিভাইরাস BioBeo (sv) | বায়বীয় (sv)

BioBeo (sv) | বায়বীয় (sv) এর সুবিধা সমূহ:

১। এটি সম্পূর্ণ ফ্রীওয়্যার এবং বাংলাদেশি সফটওয়্যার।

২। রিয়াল টাইম প্রটেকশন (প্রতি ১ সেকেন্ডের ৪ভাগের একভাগ সময়ে ভাইরাস চিহ্নিত করতে পারে।)

৩। অটো স্টার্ট-আপ এবং সাইলেন্ট ওয়ার্কার।

৪। স্বয়ংক্রিয় ভাইরাস মুছতে/ডিলিট করতে পারে।

৫। স্বয়ংক্রিয় ভাবে নতুন ড্রাইভ চিনতে পারে।

৬। Autorun.inf ভাইরাস হতে সুরক্ষিত রাখতে সকল ড্রাইভে Autorun.inf ফোল্ডার করে রাখে।

৭। স্বয়ংক্রিয় ভাবে Autorun.inf ভাইরাস সনাক্ত করে তা মুছতে/ডিলিট করতে পারে।

৮। প্রায় ৮০ প্রকার ইউএসবি ভাইরাস এটি চিনতে পারে এবং মুছতে/ডিলিট করতে পারে।

  •  auto.exe
  • autorun.ini
  • autorun.inf
  • autorun.pif
  • autorun.vbs
  • autorun.exe
  • autorun.bat
  • autorun.cmd
  • autorun.hta
  • avpo.exe
  • Bha.dll.vbs
  • ctfmon.exe
  • copy.exe
  • comres.dll
  • destrukto.vbs
  • Fucker.vbs
  • host.exe
  • Heap41a
  • New Folder.exe
  • oso.exe
  • Ravmon.exe
  • RavMonE.exe
  • RVHost.exe
  • spoclsv.exe
  • soundmix.exe
  • svchost.exe
  • semo2X.exe
  • tel.exe.vbs
  • utdetect.com
  • windows.scr…etc

(আপনি চাইলেও চেষ্টা করে উপরের যে কোন ভাইরাসগুলোর নামে কোন ড্রাইভে ফাইল তৈরি করতে পারবেন না। যেমন: C:\ comres.dll অথবা I:\ comres.dll)

ডাউনলোড:

ডাউনলোড করুন BioBeo (sv) | বায়বীয় (sv)

ব্যাবহারবিধিঃ

BioBeo (sv) | বায়বীয় (sv) ইন্সটল করার পর সিস্টেম-ট্রে এরকম একটি আইকন দেখতে পারবেন।

  BioBeo (sv) | বায়বীয় (sv) বন্ধ করতে রাইট ক্লিক করে Exit

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনায় --- আলমাস ইথিক্যাল হ্যাকার

http://almas-er-blog.blogspot.com

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেশি জিনিস ব্যবহার করে দেখি একটু, ধন্যবাদ

Level 0

অতি প্রয়োজনীয় একটি সফটত্তয়্যার। বিদেশী সফটত্তয়্যারের পাশাপাশি দেশী সফটত্তয়্যার এখনত্ত প্রতিযোগীতায় অংশ নিচ্ছে সকল ব্যবহারকারীর কাছে। তাই আন্তরিক অভিনন্দন আলমাস তোমাকে।

এখন ই ডাউনলোড দিতাছি

চরম ! আরেকটা ভালো জিনিস পেলামা আমরা।
আচ্ছা আলমাস এটার ডেভেলপার কে ! আপনি ?
We are really proud of you 🙂

খুবই সন্দর হইছে !
আপনাদের প্রচেষ্টা সফল হোক ।

শেয়ার করার জন্য ধন্যবাদ

good.

আমি পিচ্চির বর্ণল্যাব এর জন্য একটা স্পন্সর খজার চেষ্টা করছি। আমি পিচ্চির এই ল্যাব টা কে একটা বড় কোম্পানি হিসেবে দেখতে চাই।

Level 0

valo laglo onek

Level 0

thanks vai.BIOBEO soft ta ki Recyclear,copy of shortkut virus delete korte pare?please janaben….