প্রোগ্রামিং বলতে আমরা যা বুঝি, সেটা হলো কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেওয়া। আপনি যেমন কাউকে বলেন দরজা বন্ধ করো বা লাইট জ্বালাও, ঠিক তেমনই কম্পিউটারকেও কোড লিখে বলা হয় কী করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লজিক, মুখস্থ না।
অনেক নতুন শিক্ষার্থী শুরুতেই ভুল করে। তারা একসাথে সব শিখতে চায়। আজ জাভা, কাল পাইথন, পরশু ওয়েব ডেভেলপমেন্ট। এতে করে মাথা আরও ঘুলিয়ে যায়। প্রোগ্রামিং শেখার সবচেয়ে ভালো উপায় হলো একটার পর একটা ধাপে ধাপে শেখা।
শুরুতে খুব সাধারণ জিনিস শেখা দরকার। যেমন ভ্যারিয়েবল কী, লুপ কী, কন্ডিশন কীভাবে কাজ করে। এগুলো শিখলে ধীরে ধীরে প্রোগ্রামিংয়ের ভয় কেটে যায়। সবচেয়ে বড় ভুল হলো প্র্যাকটিস না করা। শুধু ভিডিও দেখলে বা লেখা পড়লে শেখা হয় না। নিজে কোড না লিখলে প্রোগ্রামিং শেখা অসম্ভব।
অনেকেই বলে ইংরেজি ভালো না হলে প্রোগ্রামিং শেখা যাবে না। এটা একদম ভুল ধারণা। প্রোগ্রামিংয়ের ইংরেজি খুব সীমিত। কিছু নির্দিষ্ট শব্দ আর নিয়ম বুঝলেই হয়। নিয়মিত প্র্যাকটিস করলে ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যায়।
একটা কথা মনে রাখা খুব জরুরি। শুরুতে এরর আসবেই। কোড কাজ করবে না। এটা ব্যর্থতা না, এটাই শেখার অংশ। যারা আজ ভালো প্রোগ্রামার, তারাও একদিন হাজারটা ভুল করেছে।
সবশেষে বলবো, প্রোগ্রামিং কঠিন না। ভুলভাবে শুরু করলে কঠিন মনে হয়। ধৈর্য ধরে নিয়ম মেনে শুরু করলে যে কেউ শিখতে পারবে।
আমি সামিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 ঘন্টা 35 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।