পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী ??

দয়াকরে কী কেউ বলবেন পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী? পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী? পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী? পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী? পিএইচপি-র এই কোডটাতে সমস্যা কী?

Browser এ এই error message টা দেখাচ্ছে.........

Level 0

আমি নিশা রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি if এর পর একটা সেমি-কোলন দিয়েছেন। if ($a==$b); এখানে সেমি-কোলন টা হবে না. ধন্যবাদ।

Level 0

semi colon ta bad dile hoy na vai …

    আপনি পোষ্টে যে error message টা উল্লেখ করেছেন তা if এর পর সেমিকোলন দেয়ার কারনেই যে হয়েছে সে ব্যপারে সন্দেহ নাই। এটা ছাড়াও পুরো প্রোগ্রামে আরো হয়তো সমস্যা থাকতে পারে যে কারনে সম্ভবত আউটপুট দেখতে পারছেন না। আপনি error message গুলো একটা একটা করে লক্ষ্য করুন।

সমস্যা দুইটা-১। আপনি পুরো প্রোগ্রামটি দেননি।যদি এটাই পুরো প্রোগ্রাম হয় তাহলে এটা কিছুই হয়নি। কারন আপনি কোথায় থেকে গেট ব্যবহার করছেন? তা বলেননি। ২।আর সাধারনত আপনি যদি কিবোর্ড দিয়ে ইনপুট দিয়ে কাজ করেন তাহলে এখানে পোষ্ট ব্যবহার করতে হবে। কি করেছেন আপনিই জানেন।

    Level 0

    vai ai matro ami post diye try korlam same problem dekhai….

ভাই আপনি যেভাবে কোড দিয়েছেন আপনাকে কেই সলুশন দিতে পারবে না। আপনার পুরো কোডটি দিন। আর পোষ্ট বা গেট আপনার উপরে নির্ভর করতেছে। আমি একটা স্যাম্পল প্রোগ্রাম দিলাম দেখে নিন একবার কাজ করবে।
<html>
<head>
<title>
</title>
</head>
<body>
<form method="post" action="b.php">
<input type="text" name="a" size="10">
<input type="text" name="b" size="10">
<input type="submit" name="submit" value="submit">
</form>
</body>
</html>

এই পেজটি নামে a.php সেভ করুন এবং আরেকটি পেজ তৈরী করুন।
<html>
<head>
<title>
</title>
</head>
<body>

<?php
if (($_POST[a]=="") || ($_POST[b]==""))
{
header("Location: a.php");
exit;
}
if($a==$b)
{
echo "match";
}
else
{
echo "n match";
}
?>

এবার এখানে যাই লিখে পোষ্ট করুন না কেন আপনাকে match দেখাবে কারন আমি এখানে কোন কন্ডিশন ব্যবহার করিনি। এটা একটা স্যাম্পল প্রোগ্রাম। এখন আমি জানিনা আপনি কি করেছেন। এভাবে পুরো প্রোগ্রামটি দিন দেখে বলা যাবে।
</body>
</html>

এবার এটি নামে b.php সেভ করুন।

    দুঃখিত আমার টাইপ করতে মনে হয় মাউস নিচে চলে যাওয়াতে খেয়াল করিনি যাই হোক নিচের কোডটি "</body>
    </html>" "এবার এখানে যাই লিখে……" এই লাইনের উপরে হবে।

    কন্ডিশনাল জাতিয় কোন কিছুর পরে সেমিকোলন হয়না যেমন if এর পরে কখনই সেমিকোলন হয়না। আপনি এটা রিমুভ করেন আগে।

ধন্যবাদ ভাইয়ারা……
সেমিকোলনটা বাদ দিয়েছি এখন ঠিকমত কাজ করছে । আপনাদের সাহায্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ । আল্লাহ আপনাদের মঙ্গল করুন ।