কোডইগনাইটার ফ্রেমওয়ার্ক শিখুন খুব সহজ ভাবে (CodeIgniter Framework Tutorial)Part-২

আসসালামু আলাইকুম,,,,আশা করি সবাই ভাল আছেন,আবার আপনাদের ও স্বাগতম জানাচ্ছি codeigniter এর ধারাবাহিক টিউন এর দ্বিতীয় টিউন টিতে।

আমি এখন আপনাদের দেখাব কিভাবে Codeigniter Framwork ব্যবহার করার জন্য computer কে local server এ রুপান্তর করবেন।

Codeigniter Framwork ব্যবহার করার জন্য computer কে local server এ রুপান্তর করাঃ

১.srever কী?

২.xampp software কী?

৩.xampp software টি কেন ব্যবহার করবেন।

৪.xampp software টি কি ভাবে install করবেন।

১.server কী?

server হচ্ছে একটি বিশেষ computer যা অন্য computer কে service প্রদান করে, আপনি আপনার ডায়নামিক ওয়েব সাইট এ computer এ চালাতে পারবেন।

২. xampp software কী?

xampp হলো একটি open source package program . খুব সহজেই computer এ local server এ তৈরি করতে xampp software ব্যবহার করা হয়।

Xampp এ apache, mysql, php,perl ইত্যাদি একসাথে থাকে তাই কাজ করতে খুব সুবিধা হয়।

এটি দিয়ে windows,max,linux এ কাজ করা যায়।

৩.xampp software কেন ব্যবহার করবেন।

আগেই বলেছি server হচ্ছে একটি বিশেষ computer যা অন্য computer কে service প্রদান করে। আর আপনার ব্যাবহিত computer টিকে খুব সহজেই local server হিসেবে তৈরি করতে xampp software টি ব্যাবহিত হয়। এখন জানুন আপনার computer কে কেন local server এ রূপান্তর করবেন? মনে  করেন আপনি একজন software engineer অথবা software develop/dynamic ওয়েব সাইট develop করা শিখেছেন। এখন আপনি চাচ্ছেন online base কোন software বা dynamic ওয়েব সাইট তৈরি করবেন। যেটি আপনি online এ server সেবা প্রদান করে থাকে এমন কোন company এর নিকট থেকে তার server এর কিছু অংশ ভারা নিয়ে আপনার dynamic web site টি রাখবেন। যাতে করে যে কোন সময় যে কোন যায়গা থেকে আপনার web site টিকে ব্যবহার করতে পারেন। কিন্ত কথা হলো আপনার web site টিকে server এ চলার উপযুগী করে তৈরি করতে হবে। আর এ জন্য আপনার একটি server দরকার।আর আপনি তো server সেবা প্রদান কারীর server ব্যবহার করে web site তৈরি করবেন না। আর এটি web site development এর platform ও না, যেখানে বসে আপনি আপনার web site develop করবেন। ওয়েব সাইট(web site) তৈরি করবেন আপনার compute এ বসে সেহেতু আপনাকে অবশ্যই computer টিকে server হিসেবে তৈরি করে নিতে হবে।computer এ server তৈরি করতে হলে server তৈরির software লাগবে।আর এ জন্যই আপনাকে xampp software টি ব্যবহার করতে হবে।

৪.যে ভাবে xampp software টি কে install করবেন।

আমার প্রথম টিউন টিতে আমি xampp software টি dwonload এর লিঙ্ক দিয়েছিলাম। তাই ধরে নিচ্ছি আপনি software টি download দিয়েছেন। এবার download কৃত xampp software টিতে double click করুন তাহলে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে yes এ click করুন তাহলে নিচের মতো message আসবে।

এবার ok তে click করুন।তারপর আবার একটি ডায়ালগ বক্স আসবে সেটিতেও ok তে click করুন। এবার নিচের মতো পেজ আসবে সেখানে next এ click করুন

আবার নিচের মতো page আসবে সেখানে আপনি xampp কোন drive এ install করবেন তা select করে  next এ click করুন

এবার এরকম দেখাব

সর্ব শেষে finish বাটনে click করুন।ব্যাস আপনার xampp installation হয়ে গেল।

এবার যে drive টিতে xampp install করেছেন সেই driver ভিতর ঢুকে xampp নামে folder টি open করুন।এবার xampp-control.exe কে double click এর মাধ্যমে open করে  apache এবংmysql চালু(start) করে দিন।

ব্যাস আপনার computer এখন local server এ তৈরি হয়েছে।

পরবর্তী টিউন টিতে আমি codeigniter installation এবং কাজ করা শেখাব,,,,,,,,,

ফেসবুকে আমাকে পেতে https://web.facebook.com/mamunhossain.mamun.98

Level 0

আমি মামুন হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা পিএইচপির কোন ফ্রেমওয়ার্কটি সবচেয়ে জনপ্রিয়, কার্যকর এবং বর্তমানে বহুল ব্যবহ্রত, ফ্রেমওয়ার্ক শিখার প্রয়োজনীয়তা বা লাভটা কি? এটা দিয়ে কি কি কাজ করা যায়? একটি ফ্রেমওয়ার্ক শিখতে কতদিন সময় লাগে আর এটা আয়ত্ব করতে কি কি জানতে বা শিখতে হয়?
আমি মোটামুটি এইচটিএমএল সিএিইচ এস জানি, ওয়েব সাইট ডিজাইন করতে পারি এই লেভেলে আমি কতদূর পিইচইপ শিখতে পারি, \
visit my site to know : http://www.mediavalley.weebly.com
CAn you please add me in skype: dostdesk

ধন্যবাদ ,নেক্সট টিউনের অপেক্ষায় থাকলাম ।

কোনটা বুঝলেন না আমাকে বলুন, আমি যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করবো। @জিল্লুর ভাই

আমার জানা মতে Laravel সবচেয়ে জনপ্রিয় framework এর পরেই আছে symfony তারপরেই codeigniter এরপর অন্যন্য গুলা।আর আপনি আমার প্রথম টিউন টি দেখুন সেখানে php framework সম্পর্কে বিস্তারিত বলা আছে। @dmoni

ধন্যবাদ ইশতিয়াক ভাই