আগের টিউনে আমরা দেখেছিলাম MVC প্যাটার্ন কিভাবে কাজ করে, কিভাবে কন্ট্রোলার এ ফাংশন তৈরী করতে হয়, কোন ভিউকে কিভাবে ফাংশনে লোড করতে হয় এবং ফাংশনটাকে কিভাবে কোন ভিউ থেকে এক্সিকিউট করতে হয়।
সবকিছুই ছিল MVC প্যাটার্নের কন্ট্রোল ফ্লো সিস্টেম, কোডইগনিটারে কাজ করতে হলে যেটা জানতেই হবে। সেটি আমরা জেনে ফেলেছি। আর মাত্র একটি ধাপ বাকি ছিল আমাদের। কোডইগনিটার টেমপ্লেটিং। এটি শেখা হয়ে গেলেই আমরা কোডইগনিটারের প্রধান কাজগুলোতে হাত দিতে পারব। সুতরাং আজকে আমরা যেটি করতে যাচ্ছি সেটি হল কোডইগনিটার টেমপ্লেটিং।
টেমপ্লেটিং প্রসেসটা পুরোটাই ভিডিউতে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। কোন অসুবিধা হলে কমেন্টে জানান।
বি: দ্র: সময়ের অভাবে নিয়মিত টিউন করতে পারি না জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, অবশ্য এটুকু আশ্বাস দিতে পারি যে টিউনটি কখনো বন্ধ হবে না (যদি বেচে থাকি)
আমি নাজমুল হাসান নিরো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধুমাত্র আপনার টিউনে কমেন্ট করার জন্য লগ ইন করলাম ভাই। আপনার লাস্টের একটা কথা পরে খুব ভাল লাগল যে আপনি আশ্বাস দিছেন যে পোস্ট করা চালিয়ে যাবেন। কোডিগ্নেটর এর উপর টিউটরিয়াল খুব দরকার ভাই, একটু দয়াকরে তারাতারি পোস্ট দিবেন ভাই। raw পিএইচপির কোডিং করতে করতে জান শেষ, সব কিছু তিতা লাগছে, ফ্রেম ওয়ার্ক শিখতে চাই, আশা করি আপনার এই টিউটরিয়াল টেক্টিউন্সের ১ কোটি সদস্যকে অনেক অনেক উপকৃত করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই।