হাই স্পীড ফটোগ্রাফি: থমকে যাওয়া সময়ের চমকে দেওয়া প্রতিচ্ছবি

ওপরের ছবিটি দেখুন। বিস্ফোরণে ভেংগে চুরমার হয়ে গেছে একটি ফুলদানির নিচের অংশ। কিন্তু ওপরের অংশটি সটান দাঁড়িয়ে আছে–কাত হয়ে পড়ে যায়নি। এমনকি এতে রাখা ফুলপাতাও অক্ষত। সময় যেন থমকে আছে এখানে। আসলে ফুলদানির নিচের অংশ ঠিক যখন বিস্ফোরিত হয়েছে, সময়ের সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম মুহূর্তে ছবিটি তোলা হয়েছে–এর ওপরের অংশটি কাত হয়ে পড়ে যাওয়ার আগেই। যে প্রযুক্তিতে এই ছবিটি তোলা হয়েছে, তার নাম উচ্চ গতির চিত্রগ্রহণ বা হাই স্পীড ফটোগ্রাফি।

সময়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে, এক সেকেন্ডের শত কিংবা সহস্রতম ভগ্নাংশে ঘটে যাওয়া ঘটনা, যা খালি চোখে ধরা পড়ে না–এরকম ঘটনার ছবি তোলাই হাই স্পীড ফটোগ্রাফির কাজ। উচ্চ গতির ছবি তোলার এই ধারণাটি নতুন নয়। বরং আলোকচিত্রশিল্পের প্রায় জন্মলগ্ন থেকেই এর চর্চা শুরু হয়েছিল। ১৮৭৮ সালে এডওয়ার্ড মব্রিজ নামে একজন ইংরেজ চিত্রগ্রাহক সর্বপ্রথম পর পর কয়েকটি ক্যামেরা বসিয়ে দ্রুত ধাবমান ঘোড়ার ছবি তোলার পরীক্ষা চালান। ঘোড়া দ্রুত ছুটে চলার সময় কখনও এর চারটি পা-ই মাটি ছেড়ে শুণ্যে উঠে যায় কিনা–এটি বের করাই ছিল তাঁর পরীক্ষার উদ্দেশ্য। দিনে দিনে উচ্চ গতির ছবি তোলার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এবং আলাদা হাই স্পীড ক্যামেরা ও আনুষাংগিক যন্ত্রপাতি তৈরি হয়েছে। মব্রিজের তোলা সেই কালজয়ী প্রথম ছবিটি দেখুন নিচে:

হাই স্পীড ফটোগ্রাফির মৌলিক বিষয় হচ্ছে, ক্যামেরার উচ্চতর শাটার স্পীড। শাটার স্পীড বেশি হলে ছবির মানও ভাল হবে। এছাড়া আলোর অবস্থা (স্ট্রোব লাইটিং), ক্যামেরার এপারচার সাইজ এবং আইএসও স্পীডও ভাল ছবি তোলার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আরও কিছু কারিগরি বিষয় রয়েছে, যার আলোচনা এখানে প্রাসংগিক নয়। কেউ বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন এখানে

এবার দেখা যাক, হাই স্পীড ফটোগ্রাফির বিষয়বস্তু কী কী। অতি উচ্চ গতিবিশিষ্ট বুলেট বা গুলির গতিপথ চিত্রায়ন করা এই ফটোগ্রাফির একটি জনপ্রিয় বিষয়। বন্দুকের ছুটন্ত গুলি খালি চোখে দেখা অসম্ভব হলেও হাই স্পীড ক্যামেরায় তা সহজেই ধরা পড়ে। নিচে দেখুন একটি পিস্তলের গুলি কীভাবে একটি তাসকে দ্বিখণ্ডিত করে বেরিয়ে গেছে। অথচ তাসের ওপরের অংশটি তখনও পড়ে যাওয়ার সময় পায়নি!

অতি উচ্চ গতিবিশিষ্ট গুলির আরও কিছু ছবি দেখুন নিচে:

ছলকে ওঠা তরলের ছবি উচ্চ গতির চিত্রগ্রহণের আরেকটি জনপ্রিয় বিষয়। নিচে দেখুন ছলকে ওঠা পানির ফোঁটা আবার মিলিয়ে যাওয়ার আগেই কীভাবে ধরা পড়েছে হাই স্পীড ক্যামেরায়।

কফিতে ঢেলে দেওয়া দুধ মিশে যাওয়ার আগে শিল্পিত রূপ নিয়েছে নিচের ছবিতে:

তারপর দেখুন ছলকে ওঠা রঙিন তরলের শিল্পিত সৌন্দর্য:

নিচের অসাধারণ ছবিটিতে দেখুন, শাওয়ারের পানি লোকটির মাথায় পড়ার পর সারা গায়ে ছড়িয়ে পড়ার ঠিক আগে কেমন ছাতার আকার নিয়েছে।

বিভিন্ন বস্তুর বিস্ফোরিত হওয়ার বা ভেংগে টুকরো টুকরো হয়ে যাওয়ার মুহূর্তও চিত্রায়িত করে থাকে হাই স্পীড ফটোগ্রাফাররা। যেমন, ভেংগে চুরমার হয়ে যাওয়া গবলেটের টুকরোগুলো ছড়িয়ে পড়ার ঠিক আগের মুহূর্তটি দেখুন নিচের ছবিতে।

নিচের ছবিতে হাওয়ায় ভেসে থাকা বুদবুদ আঙুলের খোঁচায় ভেংগে মিলিয়ে যাওয়ার ফুরসত পায়নি তখনও:

ভেংগে যাওয়া বস্তুর আরও কিছু ছবি দেখুন:

ফেটে যাওয়া পানিভর্তি বেলুন হাই স্পীড ফটোগ্রাফারদের আরেকটি প্রিয় বিষয়। নিচে অসাধারণ কিছু ছবি দেখুন। প্রথম ছবিতে সুপারসনিক গতিবিশিষ্ট একটি গুলি পানিভর্তি বেলুনে আঘাত করার মুহূর্তটি ধরা হয়েছে:

গুলিটি বেলুনের একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হওয়ার ঠিক আগের মুহূর্তটি ধরা পড়েছে পরের ছবিতে। বেলুনটি পুরোপুরি ফেটে গিয়ে ভেতরের পানি তখনও ছড়িয়ে পড়তে পারেনি।

পরের ছবিটি আরও অসাধারণ। সুঁইয়ের খোঁচায় বেলুন ফেটে গেছে, কিন্তু ভেতরের পানি তখনও পড়ে যায়নি, বরং বেলুনের আকৃতি ধরে রেখেছে।

নিচের ছবিটির কোন তুলনা হয় না। ফেটে যাওয়া বেলুনের আর কোন অস্তিত্বই নেই, কিন্তু ভেতরের রঙিন পানি তখনও এর আকৃতি ধরে রেখেছে–ছড়িয়ে পড়ার আগেই ক্যামেরায় ধরা পড়েছে।

বিভিন্ন ক্ষেত্রে হাই স্পীড ফটোগ্রাফির প্রয়োগ রয়েছে। বিশেষ করে, ভৌত গবেষণায়, সমরাস্ত্র গবেষণা ও নির্মাণে, বিজ্ঞাপনচিত্র তৈরিতে এবং ক্রীড়া সাংবাদিকতায় এটি বহুলভাবে ব্যবহৃত হয়। আর শিল্পমাধ্যম হিসেবেও আলোকচিত্রীদের কাছে এর বেশ কদর রয়েছে–ওপরের বেশির ভাগ ছবিই তার প্রমাণ।

ফুলের ছবি দিয়ে শুরু করেছিলাম। আবার ফুলের ছবি দিয়েই শেষ করছি।

এই হল হাই স্পীড ফটোগ্রাফি বা উচ্চ গতির চিত্রগ্রহণের একটি সচিত্র বিবরণ। টেকটিউন্‌সে আমার প্রথম পোস্টটি আশা করি সবার কাছে ভাল লাগবে।

আমার ব্লগ দেখুন

Level 0

আমি নেটপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নেটপোকা বলছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিকটিউনসে স্বাগতম ।
খুব চমৎকার হয়েছে ।
পিডিএফ করে রাখালাম – ফেনল

    অনেক ধন্যবাদ। আপনি না বললে কমেন্ট অপশন যে ক্লোজ করে রেখেছিলাম, তা বুঝতেই পারতাম না। পিডিএফ করার জন্য কৃতজ্ঞ। ভাল থাকুন।

Level New

অসাধারন হয়েছে।

আসলে অসাধারণ , আমার নোকিয়া 6303 তে চেষ্টা করে দেখবো , হা , হা হা

    চেষ্টা সফল হলে আমাদেরকে জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ।

জটিল ও কঠিন এবং অসাধারন ।

thank you very much………………..

খুব ভালো লাগলো…………….আপনাকে স্বাগত

    পড়ে প্রশংসা করার জন্য এবং স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।

    দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

ছবিগুলো অসাধারণ…

টেকটিউনসে আপনাকে স্বাগতম!

    স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ।

চরম হাই স্পীড অ অ অ সাধারণ… ধন্য বাদ

Level 0

অসাধারণ, দু-তিনটি ছবি আগে দেখা ছিল, কিন্তু এই টপিকে এতো সুন্দর একটা পোষ্ট হতে পারে তা তো মাথায়ই আসে নি।
১ম পোষ্টেই কেল্লা ফতে।

    ওহ্‌, একদম ফুলে গেছি! পোস্ট পড়ে সুন্দর, প্রশংসামূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Level 0

শুধুমাত্র আপনার Tune এ মন্তব্য করার জন্য Login করলাম । ফাটাফাটি হইছে । আপনার Blogটাও দেখলাম, ভাল হইছে ।
আচ্ছা ভাই (অথবা বোন ! , জানিনা) এরকম কোন Software কি আছে যেটা দিয়ে কোন Video থেকে Hi Speedy আকারে ছবি কাটা যাবে ? Pause করে করে কাটলে ভাল হয়না ।

    কষ্ট করে লগ-ইন করে প্রশংসাসূচক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। সফটওয়ারের ব্যাপারে জানি না ভাই। ভাল থাকুন।

Level 0

অসাধারন

Level 0

valo laglo

একেবারেই আনকমন টিউন। আইডিয়াটাও জটিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভাল লাগল । ধন্যবাদ

    পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

একেবারেই নিখুঁত। চমৎকার টিউন।
শুকরিয়া।

টেকটিউনস পরিবারে স্বাগতম।ছবিগুলো অসাধারণ হয়েছে।

    স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ। হাই স্পীড ফটোগ্রাফি সত্যিই অসাধারণ বিষয়।

great

সুন্দর এবং সংগ্রহ করে রাখার মতো।

Level 0

অনেক অনেক সুন্দর এবং অসাধারণ ফটোগ্রাফি , ভাল লাগল ।

    দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই।

Level 0

wow wow wow wow wow , eto chomotkar ekta bishoy nie tune korechhen, ar eto shablil ebong shorol uposthapona , khubbi bhalo laglo, thnx apnake

    টিউনটি আপনার খুব ভাল লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম। দেখার জন্য এবং আন্তরিক প্রশংসা করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

valo hoycy.ami pdf kory rykhyci