চোখের পলকে আপনার 2D ফটোকে রুপান্তর করুন 3D ছবিতে+জেনে নিন 3D চশমা বানানোর পদ্ধতি!

অনেকে হয়তো 3D মুভি দেখেছেন। মানে যে মুভি চশমা দিয়ে দেখতে হয় সেই 3D মুভির কথা বলছি। তো এমন মুভি দেখার পর কি একবারও মনে স্বাধ জাগে নাই নিজের ছবিকে 3D ছবিতে দেখতে? হ্যা এটার স্বাধ জাগতেই পারে। আর এই টিউনের মাধ্যমে আপনার সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করতে পারবেন অর্থাৎ আপনার ছবিকে 3D তে রুপান্তর করতে পারবেন।
আর হ্যা 3D ছবির স্বাধ পেতে হলে অবশ্যই চশমা লাগবে। চশমার বিষয়ে পরে বলছি। অনেকে হয়তো ভাবছেন কেমন হয় 3D ছবি। কিছু 3D ছবি দেখুন।



কি বানাবেন নাকি এইরকম নিজের 3D ছবি?

3D ছবি বানানোর জন্য চমৎকার একটা সফটওয়্যার হলো Roxio 3D Photo Creator। এটা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় 3D ফটো। আর হ্যা সফটওয়্যারটি ইন্সটল করার আগে এন্টিভাইরাস অফ করে রাখবেন। নাহলে সমস্যা করতে পারে।
বিস্তারিত জানুন এখানে।

3D ছবি বানানোর পদ্ধতিঃ

2D ছবি অর্থাৎ সাধারন ফটো থেকে 3D ছবি বানাতে চাইলে নিচের মতো ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন।

অথবা বাম এবং ডান চোখ বরাবর থেকে তোলা দুটি ছবি থেকেও 3D ছবি বানাতে পারবেন। এটাই বেশি ভাল হয়। আপনার দৃশ্যের একটি ছবি গ্রহণ করুন, এবং তারপর ক্যামেরা ডানে দুই থেকে তিন ইঞ্চি সরিয়ে একই দৃশ্যের অন্য একটি ছবি গ্রহণ করুন।নিচের ছবি দুটো দেখুন -

তারপর NEXT এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত 3D ছবি। Adjust এর আইকনে ক্লিক করে ছবির adjustment ঠিক করে নিন।

তারপর সেভ করে নিন আর উপভোগ করুন আপনার 3D ছবি!

আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে

3D চশমা বানাবেন যেভাবেঃ

বাজারে গিয়ে বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকানে গিয়ে লাল ও নীল (Red & Cyan) রঙ এর দুটি সেলোপিন পেপার কিনবেন। কাটাবন মসজিদের উপর পাশের দোকানগুলোতে পাবেন। এরপর নিজের বুদ্ধি খাটিয়ে কাগজের একটি ফ্রেম তৈরী করে নিন। চশমাটা বাম দিকে দিবেন লাল আর ডানদিকে নীল পেপার।
ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।

ডাউনলোডঃ


Roxio 3D Photo Creator।
সাইজ ৬৪ মেগাবাইট।
আর সিরিয়াল কী পাবেন এখানে

আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার কাছে 3D VIDEO CREATOR থাকলে শেয়ার করুন।আর নিজের বানানো চশমা দিয়ে কেমন দেখা যায় জানাবেন।

দারুণ লিখলেন 😀 । আমার একটা ৩ডি চশমার খুব শখ। কিন্তু বানানোর কোন শখ নেই। কোথায় কিনতে কত নেবে বলতে পারেন?
৩ডি যদি ছবিতে লাল নীল দেখায় তাহলে হলে 🙁

    অরজিনালটার দাম শুনেছি অনেক। ২০০০০ হতে পারে। তবে কম দামিটা বাংলাদেশে পাওয়া যায় না।
    বানানো চশমাও ভাল কাজ করে। আমি ব্যবহার করি। 😛

    বাংলাদেশে ক্লিক বিডিতে একজন বিক্রি করছে। সফটওয়্যারসহ ১৫০০, ফোন দিয়ে জানলাম শুধু চশমা ১২০০। তাই না কিনে বানানোর চেষ্টা করেছিলাম কিছুদিন আগে। ইউটিউবের ৩ডি ভিডিও দেখার চেষ্টা করলাম। কিন্তু কাজ হয় নাই।

    @ হাসান যোবায়ের
    আচ্ছা দেখতে কেমন লাগে? অনেক সুন্দর? নাকি ঐ ছবি গুলোর মত লাল নীল?

    @রাসেদ
    আপনি কি গুগলের চশমাটা প্রিন্ট করে দেখেছেন? ওটা ট্রাই করুণ। খুবই সহজ। শুধু এক পাতা প্রিন্ট করে নিতে হবে। তারপর দাগের উপর দিয়ে কেটে নিলেই ৩ডি চশমা। 😀

    হ্যা ভালই লাগে। ৭৫% স্বাধ পাওয়া যায়। 😛

    ভাই সফটওয়ারটির মতো চশমাটারও একটা ডাউনলোড লিংক দেন। আমরা বিনিময়ে আপনার মেইলে বস্তায় ভরে মিষ্টি অ্যাটাচমেন্ট করে দিব।

    (অফটপিক : টিউনটি জটিল হয়েছে)

    মারুফ ভাই আপনি নিজেই মেইলে এটাচ হয়ে চলে আসেন। 😛

    Na bhai 3d chosmar dam idb bhobone 500 taka. tasra 100 takatew pawa jay

অসাধারন টিউন।
অনেক অনেক ধন্য সুন্দর টিউনটির জন্য।

অনেক সুন্দর টিউন করেছেন হাসান ভাই… থ্রিডি চশমা বানানোর বিষয়ে কোথায় যেন বিস্তারিত পড়েছি, ঠিক মনে করতে পারছি না, সেখানে এ বিষতে লিঙ্কটা দিতে পারতাম, আপনি জেনে থাকলে লিঙ্ক দিয়ে দিয়েন, যারা বিস্তারিত বুঝে ঊঠতে পারবে না, তাদের জন্য হয়তো আরো কাজে লাগবে।

ভাই এত টিউন মাথায় নিয়া ঘুমান কেমনে ? অসাধারণ !

আহ, এইবার শান্তি…
ধন্যবাদ যোবায়ের ভাই…

Level 0

if any one want to do online data entry job u can add me [email protected] or mobile 01821285170 or 01197102568.n.b.typing speed at least 22-25wpm.thats all

    Level 0

    vaijan ami asilam kintu koto tk kore dibe sheta to bollen na.

    Level 0

    Osthir software. tnx

থ্রিডি চমশা দিয়ে ছবি দেখার মজাই আলাদা । কিন্তু চোখের অনেখ ক্ষতি হবে অতএব সাবধান।

মাস দুয়েক আগে একটা টিউন দেখে চশমা বানানোর চেস্টা করি। কিন্তু Mission Impossible! 🙁 Cyan (নিল ৫০% + সবুজ ৫০%) রঙের সেলোপিন পেপার বাজারে পাইনি। লাল রংটাও পারফেক্ট না। তাই অন্য জিনিষ ব্যাবহার করে মোটামুটি ৮০% 3D পাচ্ছি। ১০০% না হলে ঠিক মজা পাওয়া যায়না। তাই এই ব্যাপারে একটু টেনশিত (চিন্তিত)।
অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

অসংখ্য ধন্যবাদ…………

যোবায়ের ভাইয়ের টিউন মানে অসাধরন কিছু এবারও তাই।

আবার 3d চশমার কথা মনে করিয়ে দিলেন 🙁 । আমার দুঃক্ষ কেউ বুঝে না :'( ।

জটিল দেখি চেষ্টা করে বানাতে পারি কিনা।

fata fati

ভাই আমি অনেক আগে বানিয়েছি কাজ হয় কিন্ত ভাল ফলাফল পাওয়া যায় না।পরে কিনেছি।কিন্তু বাননোর চেয়ে কিছুটা ভাল দেখা যায়।

আরেকটা দারুন টিউন করলেন হাসান ভাই… 🙂

2D ইমেজকে 3D আকারে দেখতে কেন জানি ভালো লাগে না…..
তবে এটা ঠিক….. তোমার টিউনটা কিন্তু জোশ হইছে…..নো ডাউট….

ধন্যবাদ অবশ্যই প্রাপ্য……………
আমার একটা প্রশ্ন আছে……………………

ধরুন একটা image এ তিন বন্ধুর ছবি আছে….কিন্তু যখন আমি মাউন নিয়ে ধরি তাদের মুখে তখন তাদের নাম ভেসে ওঠে…
এটা কি ভাবে হয়………………

আমি ফটোর যাদুকর (হাসান যোবায়ের (আল-ফাতাহ্) -এর কাছে জানতে চাই…………………

    এটা ফেসবুকে ট্যাগ করার মাধ্যমে করা যায়।
    আর পিসিতে করতে হলে picasa ব্যবহার করতে পারেন। এই সফটে ট্যাগ করার সিস্টেম আছে। 🙂

    picasa খুব ভালো photo software আমি অনেক দিন থেকে ব্যবহার করছি…….বিশেষ করে গোট পিসির সব
    ছবি খুজে বার করে………..ট্যাগ করার সিস্টেম ও অন্যান্য সুবিধা নিয়ে একটা টিউন করেন তো ভালো হয়………………..

    এই রকম ছবি খোঁজার software নাম কিছু দিন…………
    আর একটা picasa-র মতো …………. গান খোঁজা ও চালানোর মতো কিছু software জানা আছে কি?

    ধন্যবাদ উওর দেবার জন্য

    helium music manager ব্যবহার করে দেখতে পারেন। 🙂

    অনেক ধন্যবাদ…………………picasa র ট্যাগ করার সিস্টেম নিয়ে আপনার টিউনের অপেক্ষায় আছি……

Level 0

Al-fatah vy,
kivabe ba , kothai 3d movie pabo, jania, arr choshma die kivabe chobi dekhte hobe, tao jani na, doya kore janaben, please.

অনেক ধন্যবাদ হাসান যোবায়ের ভাই, সহজ ও সুন্দর টিউন করার জন্য।

Level 0

thanku……

Level 0

সেলোপিন পেপার kothay pabo ta jantam na, even nam_o jantam na…….
Infra Red LED dia (Night Vision Goggles ) bananor jonno etodin try kortesilam……okhane blue & Red paper ta lage…….
thanku……..

Level 0

we designed a new and modified 3D generating software with which you can not only take 3D pictures and turn any picture into 3D from you can record video in HD. Check our site for more info

http://www.onuprova.com/
http://www.onuprova.com/post-viewer.aspx?bid=11

ধন্যবাদ। মনে মনে এই জিনিসটাই খুজতেসিলাম।
3D চশমা বানানোর জন্য এত কষ্ট করার দরকার কি?

২-৩ হাজার টাকায় যে চশমা পাওয়া যায় সেগুলোতে হাইস্পিড Shutter লাগানো থাকে। এর ভিডিওগুলো ও অন্যরকম থাকে।
কিন্তু Anaglyph 3Dচশমা (যেটা 3D Red-Blue নামে ও পরিচিত) এত দামি না।
আমি IDB থেকে Anaglyph 3D চশমা কিনলাম মাত্র ২৫০ টাকা দিয়ে!
ইদানিং পাড়ার সিডির দোকানেও মাঝে মাঝে পাওয়া যায়, যদিও দাম বেশি রাখে।

Level 0

vaiya cellophane paper er kono local naam ase? problem holo ami barisal e thaki and ekhane ota nao paoa jete pare.

Level 0

apni ki courier e pathiye dite parben? 😛