ফটোগ্রাফিতে কম্পোজিশান নিয়ে কিছু কথা – প্রথম পর্ব

টিউনটা শুরু করার আগেই বলে নেই আমি প্রফেশনাল  ফটোগ্রাফার নই। যেখান থেকে যেটুকু জ্ঞ্যান নিতে পেরেছি সাধারনত তাই শেয়ার করি। তবে টেকটিউন্সে অনেক টিউনাররাই মনে মনে ফটোগ্রাফির শখ পোষন করে রাখেন। আমার জানা মতে একজন হচ্ছে শুভ আরেকজন সাম্য (যদিও সে ন্যাচার ফটোগ্রাফি করে না)।

তবে যেই শিখতে চান না কেন, আমি বলব এখানে সেখানে না ঘুরে আমাদের জুবায়ের ভাই তার টিউনগুলোতে এই সমস্ত খুটিনাটি বিষয় আলোচনা করেছেন। আমি নিজে বেসিক ফটোগ্রাফি কোর্স করেছি এবং জুবায়ের ভায়ের টিউনগুলোতে সেই পুরো বেসিক কোর্সটাই কাভার করা হয়েছে। তাই সেগুলো পড়ে মনযোগ সহকারে প্র্যাকটিস করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করি।

এবার কাজের কথায় আসা যাক। আশা করি জুবায়ের ভাইয়ের কাছে বেসিক কোর্সটি ভালোভাবেই সেরেছেন। এবার আমরা আরেকটু ভেতরে ঢুকব। কম্পোজিশানের ব্যাপারে আইডিয়া থাকলেও ছবিতে কোন কম্পজাশান কিভাবে আনব তা একটু দেখে নেই  -

প্যাটার্ন

patternআমি বেশি ফটোগ্রাফির ভাষায় বলে ব্যাপারটা ঘোলাটে করব না। সোজা বাংলায় বলতে প্যাটার্ন হচ্ছে ছবিতে একই জিনিসের বারংবার পুনারবৃত্তি নিয়ে আসা। এবং সেটি আসলেই একটা এক্সট্রা ইফেক্ট দিয়ে থাকে আপনার ছবিকে।

SyMMETRY – ভারসাম্য

symmetry-2

ছবিতে ভারসাম্য বজায় রেখে চমৎকার সব ফটোগ্রাফ বের করে আনা সম্ভব। এটা সম্পূর্ন ফটোগ্রাফারের স্বাধীন সত্বার ব্যাপার। তবে সিমেট্রি আপনার ছবিতে আলাদা মাত্রা আনবেই।

টেক্সচার

textureঅর্থহীন কিছু ছবি। কারপরেও দেখতে খুবই ভালো লাগে। বড় বড় ফটোগ্রাফাররা বলেন টেক্সচারেই আলো ছায়া নিয়ে বেশি খেলতে হয় আর এই খেলাটা যে ভালো খেলবে তার টেক্সচারই তত অর্থবহ হয়ে উঠবে।

ডেপ্থ অফ ফিল্ড

DOF

ফটোগ্রাফির আরেকটি কি ফ্যাক্টর। dof এর ব্যাপারে আইডিয়া না থাকায় অনেক ভালো ফটোগ্রাফও ধাঁচে টেকে না। সহজে বলতে গেলে ছবিতে যে জিনিসটি আপনার সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্ন জিনিস থেকে আলাদা করে দেবে তাই হচ্ছে dof। dof ঠিক মতো কন্ট্রোল করে একই ছবিকে বিভিন্ন রুপে সাজানো সম্ভব।

লাইন

lines

প্রকৃতিতে এবং কৃত্রিমভাবে তৈরী হওয়া কিছু কিছু লাইন আমরা চোখে দেখলেও ফটোগ্রাফি করার সময় অনেকে যেন ভূলেই যাই এই সমস্ত লাইন। অথচ ছবিতে এই সমস্ত লাইন ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ছবি বের করে আনা সম্ভব।

এটি একটি দুই পর্বের ধারাবাহিক। দ্বিতীয় তথা শেষ পর্বটি খুব শিঘ্রই প্রকাশ করা হবে। ধন্যবাদ .......

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জ্ঞানী লোকের গুনি কথা যেমনি মুরুব্বীদের কাছ থেকে শুনা সেইটাই আপনার টিউনের প্রকাশভংগী . শ্রদ্ধার সহিত অসংখ্য ধন্যবাদ আপনাকে।

শুনলাম এস এল আর কিনবা?
😛 😛 😛

অনেক ধন্যবাদ টিনটিন ভাই, ফটোগ্রাফির বেশকিছু শব্দ সম্পর্কে ধারণা দেবার জন্য….
তবে….’ডেপ্থ অফ ফিল্ড’ ব্যাপারটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হল না…. আরেকটু আলোচনা করবেন কি…??

Level 0

জটিল কাজের জিনিস………
আমিও ছবি তোলার ক্ষেত্রে খুব CRAZY

দ্গনিয়াবাদ দিয়ে ছোট করবনা

    ফটোগ্রাফির জন্যে ক্রেজি হতে হয় না …… ধীর স্থিরভাবে মনযোগ দিয়ে শাটার রিলিজ করতে হয় 😛

    Level 0

    হা তবে নিজের ক্যামেরা না থাকায় হয়ত আজ থেমে থাকতে হচ্ছে……আশা করি সব কিছুর জন্য একদিন প্রতিক্ষার শেষ হবে

ফটোগ্রফি সম্বন্ধে শুরু থেকে ধারনা দিলে উপকৃত হব।

    ভাই মনে হয় আমার টিউনটা পড়েন নাই ……. বেসিক থেকে স্টার্ট করার জন্যে প্রথমেই আমি সবাইকে জুবায়ের ভাইয়ের টিউনার পেজে ঢু মেরে আসতে বলেছি ….. বাংলায় এত ভালো ফটোগ্রাফি বেসিক টিউটোরিয়াল আমি আগে কখনও দেখি নাই।

পরপর দুইটা টিউন তাও আবার ধারাবাহিক মনে হয় সামনে অনেক কিছু শিখতে পারব,অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।

    সাথে থাকবেন …… পাইপলাইনে আরো কিছু এক্সক্লুসিভ টিউন আছে ….. সময়ের ব্যাপার মাত্র

গুরুর টিউন , ভাল না হয়ে পারে । টিনটিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ, কিন্তু কিভাবেযে আমার চোখকে ফাকি দিলো এই টিউনটা !

ভাইজান ছবিটা কার আপনার প্রোফাইলে? অনেকটা সোহানের মত কিন্তু টিনটিন কই গেল? :O

    হা টিনটিন কই, আমরা তাকেই চাই

ভুল বশত comment submit হইয়া গেছে

@ টিনটিন ভাই…
আমার ছবি গুলা একটু দেখবেন?
ফটোগ্রাফি সম্মন্ধে আমার বিন্দু মাত্র কোন ধারনা নাই
ভুল ত্রুটি গুলা একটু ধরিয়ে দিবেন?
লিংক: adthis.co.cc

বি:দ্র: ফাইল গুলি Ziddu তে আপলোড করা

সুন্দর সুন্দর সুন্দর

এত সুন্দর টিউনারদের জন্য আমাদের সামনে চলা হচ্ছে, তা না হলে আমার মত মুর্খ – মুর্খ ই থেকে যেত।
ধন্যবাদ ভাইয়া

death of field টা আমার কাছে ভালো লাগে কেননা, অনেকগুলো জিনিস থেকে নির্দিষ্ট জিনিসটাকে ফোকাস করা আমার কাছে ভালো লাগে।

ভাল লাগল।

Level 0

শেষ ছবি টা কিভাবে তোলা? সাটার স্পীড অনেক বুস্তেসি কিন্তু উপরে লাল আলো কিভাবে আসলো?