Photoshop দিয়ে ছবির background পরিবর্তন করুন …

আশা করি সকলে ভাল আছেন । অনেক দিন পর পোস্ট করছি । এই বিষয় টি জানার জন্য fb এ অনেক message / request পেয়েছি । তাদের জন্যই এই পুরাতন পোস্তটি নতুন করে দিচ্ছি । আশা করি আপনাদের ভাল লাগবে ।

তাহলে শুরু করা যাক ...

বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড ছবি change করা যায় । আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব ।
১। যে ছবির ব্যাকগ্রাউন্ড ছবি পালটাতে হবে সেইটা open করুন ।
২।একটি duplicate layer তৈরি করে প্রথমটি delete করে দিন ।

a সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

৩। ব্যাকগ্রাউন্ড ছবি পালটানোর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটি ডিলিট করতে হবে । এর জন্য আমরা eraser tool use করব ।

b3 সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

ছবিতে দেখা যায় যে তিন ধরনের eraser tool আছে । প্রথমে বাহিরের অংশ গুলো eraser tool দিয়ে ডিলিট করুন । এবং main ছবির কাছের অংশ background eraser  tool দিয়ে ডিলিট করুন । এর বিশেষ সুবিধা হচ্ছে এর দারা প্লাস চিহ্ন এর জাইগার colour এর সাথে মিল আছে এমন জাইগাই শুধু ডিলিট হবে । ছবিতে দেখুন । আর উপরের মান গুলো আপনার সুবিধা মত পরিবর্তন করে নিতে পারেন ।

c3 সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

আর magic eraser tool দিয়ে ছবিতে কোন বিশেষ রঙের সম্পূর্ণ অংশ delete করতে পারবেন । আমি আমার ছবিতে সবগুলো eraser tool ই ব্যবহার করেছি ।
৪। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছবি ডিলিট হয়ে গেলে আপনি ব্যাকগ্রাউন্ড এ যে ছবিটি দিতে চান তা open করুন ।

d1 899x438 সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

২ নম্বর ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড এ অ্যাড করব ।
৫। ২ নম্বর ছবিটা select করে copy করে প্রথম ছবিটায় past করুন ।

e1 সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

৬/ এবার lear অংশ হতে ছবির মত দুটি layer পাবেন । এর প্রথম টি drag করে দ্বিতীয় টিতে আনুন ।

f1 সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

৭। এবার নিচের move tool দিয়ে আপনি  ব্যাকগ্রাউন্ড এর add করা ছবিটি ছোট বড় দানে বামে সরানো সহ অন্যান্য editing করতে পারবেন ।

j সহজভাবে PHOTOSHOP(পর্ব ৪) : ছবির background picture পরিবর্তন করুন ...

আশা করি আপনাদের এই পোস্ট টি ভাল লেগেছে ।

আপনারা যারা নতুন হিন্দি ও english মুভি এবং ভিডিও song download করতে আগ্রহী তারা নিচের আমার website টি visit করতে পারবেন । আপনাদের অবশ্যই ভাল লাগবে ...

http://www.movie-music-fun.blogspot.com

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tq

আপনি যে টুল টি ব্যবহার করেছেন সেটি এখন অনেক পুরোনো টুল এবং কাজ করতে গেলে অনেক সময় লাগে।
ফটোসপ সিএস 3 এবং এর পরবর্তি ভারসন গুলোতে ম্যাজিক ওয়ান্ড টুল এর সাথে আরও quick selection টুল যুক্ত হয়েছে , এটি দিয়ে অনেক কম সময়ে ব্যাকগ্রা্উন্ড সিলেক্ট করা যায়।আমি সিএস5 দিয়ে কাজ করি, তবে বর্তমানে এর পাশাপাশি ফটোসপ সিসি ভারসন ও ইউজ করছি।

Level New

আপনি যত সহজে বলে দিলেন করা ততো সহজ নয়

    @rrahul: apni try kore dekhen . Khub ekta kothin o na . Dhonobad .

    @rrahul</a আপনি কুইক সিলেকশন টুল টি ব্যবহার করে দেখেন একটু চর্চা করলেই আপনি সহজেই যে কোন অংশ সিলেক্ট করতে পারবেন এবং অনেক কম সময়ে। আমি সিএস5 প্রায় 3 বছর যাবত ব্যবহার করে আসছি। এটি ব্যবহার করার পর থেকে আমি পেনটুল এর ব্যবহার একদম করিনা এর কারন এটির প্রয়োজন হয়নি।

Level 0

ভাই, ধন্যবাদ শুরু করেছেন এজন্য। ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি ফ্ল্যাট হয় তবে তা ফটোশপের সাম্প্রতিক ভার্সনগুলোর কুইক সিলেকশান টুলের সাহায্যে সহজেই সিলেক্ট করে রিমুভ করা যায়। আপনার করা পদ্ধতিতে দেখুন ইমেজটির এজ/কিনারায় জ্যাগি ট্রানজিশন দেখাচ্ছে যা রিফাইন এজ করার মাধ্যমে সার্প করা যায়। ফটোশপ যারা ব্যবহার করেন তারা সবাই জানেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কত দরকারি একটা কাজ। এজন্য সিলেকশানও সমান দরকারী। অপেক্ষা করুন। শুধুমাত্র সিলেকশান ও ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কয়েক পর্বের চেইন টিউন নিয়ে আসব আমি। অবশ্যই সিএস 6 ভার্সনের। সবকিছু আলোচনা করব সেখানে।

    @Md. Saiful: আমিও একমত, কুইক সিলেকশন এবং রিফাইন এজ কমান্ডের মাধ্যমে ব্যকগ্রাউন্ড চেঞ্জ ও ইমেজের এজ সার্প করা যায় এবং তাও আবার একসাথে (প্রিভিউ সহ)।