ফটোগ্রাফি ও আপনার সৃজনশীল ছবি আপলোড করার একটি নতুন সাইট

প্রিয় টিউনার বন্ধুদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি। বন্ধুগন দীর্ঘ ৫ বছর পর্যন্ত টেকটিউনস এর সাথে আছি কিন্তু কখনোই

এই প্রিয় ব্লগ সাইটটিতে লেখার সুযোগ হয় নি। আসলে লেখার অনেক বিষয় থাকা সত্তে ও সময়ের অভাবে এই ইচ্ছাটা পুরণ হয়ে উঠে না। আজ সাহস করে

বসে গেলাম। আশা করি আমার টিউটটি আপনার ভাল লাগবে। আজ আমি যে বিষয়টি নিযে টিউন করতে যাচ্ছি তা হলো ফটোগ্রাফি।

ফটোগ্রাফি বিষয়টি পছন্দ করেন না এরকম মানুষ খুজে পাওয়া খুবই দুরুহ। জীবনের কোন না কোন সময় আমরা একবার হলে ও নিজ হাতে ছবি তোলার

সখটি অপূর্ণ রাখতে চাইনা। তাই ছবি তোলার অভিজ্ঞতা সকলেরই কম বেশি রয়েছে। আসলে ক্যামেরা দিয়ে ছবি তুললেই যে ভাল ছবি তোলা হয়ে যাবে বা

ছবি তুললেই যে সে ভাল ফটোগ্রাফার হয়ে যাবে তা ভাবা কিন্তু মস্তবড় বোকামির পরিচয় হবে। কারণ ফটোগ্রাফি বিষয়টি অন্যান্য শিল্পকলার মতো বিশাল

একটি মাধ্যম যা সম্পূর্ণ রূপে পদার্থ ও রসায়ন বিজ্ঞান নির্ভর একটি বিষয় এবং এই মাধ্যমটিতে সফলতা অর্জন তথা ভাল ফটোগ্রাফার হতে হলে আপনার

এই বিষয়ে সঠিক প্রশিক্ষন ও প্রচুর পরিমানে অধ্যাবসায় করতে হবে এবং অবশ্যই সৃষ্টিশীল মানসিকতা সম্পন্ন হতে হবে। তা না হলে শুধু মাত্র ছবি তোলায়

সার হবে ভাল ছবি আর ভাল ফটোগ্রাফার কোন কালেই হওয়া সম্ভব হবে না। বাংলাদেশ তাথা বাংলাদেশের বাইরে ও এই বিষয়টির উপর বেসিক কোর্স থেকে শুরু করে ডিপ্লোমা কোর্স করানো হয়। আর বাইরের দেশগুলোতে তো এই বিষয়ের উপর অনার্স, মাস্টার্স কোর্স রয়েছে। বাংলাদেশে পাঠশালা, বেগ আর্ট, বাংলাদেশ ফটোগ্রাফি ইনস্টিটিউট সহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে বেসিক কোর্স এবং ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এছাড়া এমন অনেক ওয়েব সাইট রয়েছে যেখানে ধারাবাহিক ভাবে ফটোগ্রাফির বিষয় গুলো আলোচনা আছে যেমন: http://www.cambridgeincolour.com

ফটোগ্রাফির অনেক গুলো শাখা রয়েছে। যেমন:

1. Nature Photography

2. Still Life Photograph

3. Fashion Photography

4. Micro Photograph

5. Product Photograph

6. Wild Life Photograph

7. Architectural Photography

8. Art Photography

9. Arial Photograph

10.  Wedding Photography

অনেক সৌখিন ফটোগ্রাফার আছেন যাদের নিজস্ব কোন ওয়েব সাইট নেই। আপনার চাইলে এই ওয়েব সাইটে আপনার সৃষ্টিশলী ছবি গুলো ফ্রি আপলোড

করতে পারেন। আপনার ছবি আপলোড করার জন্য ক্লিক করুন: http://www.photozonebd.

 নিচে ফটোগ্রাফির বিভিন্ন শাখার কিছু ছবি দেওয়া হলো, আশা করি ছবিগুলো আপনাদের ভাল লাগবে। 

আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আরো ছবি দেখার জন্য ক্লিক করুন: http://www.photozonebd.com

Level 0

আমি Affix। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

affix vai….nice post…..jodio anek pore posta dekhesi……