Normal lens - সাধারনভাবে মানুষের চোখ কোনো একটি নির্দিষ্ট বস্তুর উপরে স্থির রেখে যা দেখে এবং যেটুকু দেখে সেইটুকু ভালোভাবে দেখাতে পারে এই নরম্যাল লেন্স। আমরা যেকোনো বস্তুর দিকে তাকালেও তার চারপাশে কিছুটা angle of vision আমাদের থাকে। প্রচলিত Normal lens'এর focal length হচ্ছে 50mm; অন্যান্য লেন্সের থেকে এর দাম কম। Wide angle lens - নাম শুনেই বুঝবেন যে এই লেন্সের মারফত দৃশ্য স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি এঙ্গেলের হবে। এর focal length হবে 50mm'এর থেকে নিচের দিকে, যেমন 35mm, 24mm, 12mm, 6mm এইরকম। মিলিমিটার ভ্যালু যতো কমের দিকে, ভিউ এঙ্গেল আরও বেশী বাড়তে থাকবে। Telephoto lens - এটি ওয়াইড লেন্সের ঠিক উলটো। Focal length 50mm'এর চেয়ে বেশীর দিকে, যেমন 200mm, 400mm, 800mm ইত্যাদি। মিলিমিটার ভ্যালু যতোই বাড়বে, ততোই বহুদুরের জিনিস কাছে টেনে এনে দেখাতে পারবে এই লেন্স।
ওয়াইড এবং টেলি লেন্সের ছবির কিছু নমুনা নিচে - 24mm থেকে 1200mm পর্যন্ত ছবি -

24mm

35mm

50mm

100mm

200mm

400mm

800mm

1200mm
Ultra wide, Ultra telephoto - এইগুলির স্বাভাবিক অর্থই হচ্ছে অতিরিক্ত মানের ওয়াড কিম্বা টেলি লেন্স। অতিরিক্ত মানের ওয়াইড লেন্সকে আমরা ফিশআই লেন্স হিসেবেই বলে থাকি। 6mm, 12mm ইত্যাদিগুলি হচ্ছে ফিশআই লেন্স। 1200mm, 1600mm, 3200mm ইত্যাদিগুলি অতিরিক্ত মানের টেলিফটো লেন্স যাকে আল্ট্রা টেলিফটো লেন্স বলা হয়। চরম অতিরিক্ত মানের জিনিসও আছে, যেমন ক্যাননের 5200mm সুপার আল্ট্রা টেলি লেন্স। এইসব লেন্স অনেক দামী। Fisheye lens - এইসব লেন্সের ভিউ এঙ্গেল প্রায় ১৮০ ডিগ্রী। এই ছবি দেখলে অবাক হতে পারেন। নমুনা দিচ্ছি - প্রথমে দেখুন স্বাভাবিক ছবি, তার নিচেই ফিশআই লেন্সের ছবি।
6 mm f5.6 fisheye Nikkor lens দিয়ে একই ছবি দেখুন -
Zoom lens - ওয়াইড থেকে নরম্যাল, নরম্যাল থেকে টেলি, সামান্য ওয়াইড থেকে নরম্যাল রেঞ্জ হয়ে সামান্য টেলি এইসব ক্ষমতাসম্পন্ন বিভিন্ন জুম লেন্স আছে। এই শেষ নয় যদিও। সুপার ওয়াইড থেকে সাধারন ওয়াইড, সুপার টেলি থেকে আল্ট্রা টেলি এইসবও আছে। মোট কথা, জুম লেন্স কোনো নির্দিষ্ট focal length নয়, এর কিছুটা রেঞ্জ থাকে যার ভিতরে focal length তারতম্য করা যাবে। আজকালের সাধারন একটি ডিজিটাল পয়েন্ট এন্ড শুট ক্যামেরাতেও 35-110mm জুম লেন্স দেয়।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
ভাল ভাল…..