খুব সহজ উপায়ে Adobe Photoshop CS6 ইনস্টল কে ফুল ভার্শন করুন

টিউন বিভাগ ফটোগ্রাফি
প্রকাশিত
জোসস করেছেন

কয়েকদিন আগে ফটোশপ সি এস ৬ ভার্শনটা ইনস্টল করলাম। কঠিন একটা জিনিস। এর নতুন ফিচার গুলো নিম্নরুপ:

  • The long-rumored darker and modern user interface
  • Redesign and clean-up of all icons, buttons, dialogs – plus rich cursors
  • New Content-Aware Move, Extend, and Patch Tools
  • Terrific [DSLR] video editing in both Standard and Extended versions, for many formats*
  • Skin-Aware Masking with Face Detection – auto-generation of skin-tone masks
  • Complete overhaul of 3D in Photoshop CS6 Extended – 1 tool now does work of 14
  • Some great new (and realistic) brushes – Erodible Tips and Airbrush Tips
  • Brand new Camera Raw 7 technology like in Lightroom 4
  • White Balance and Noise Reduction as a selective Brush
  • Text/Character Type Styles and Paragraph Styles
  • Adaptive Wide Angle Lens Correction to fix distortion and straighten lines
  • PixelBender now built in to Photoshop CS6 for oil painting filter
  • Enhanced and more flexible Brush Pose, Brush Projection, and Color Dynamics
  • Rewritten vector engine, real vector strokes with Dashed and Dotted Lines
  • Mercury Graphics Engine gives 10-100X faster Liquify, Transform, Warp & more
  • Big gains in performance throughout due to much greater usage of the GPU
  • New Gradient Map “Photographic Toning” presets and Color Lookup adjustment layer
  • Blur Gallery for creating shallow depth of field, tilt-shift blur and graduated blur
  • Much smarter “Auto” for better starting points and one-click corrections
  • Lighting Effects is back and better than ever, with much improved controls and 3D
  • Completely reengineered and nondestructive Crop Tool, like Lightroom’s
  • Background Save, including tunable Auto-Save and Crash Recovery
  • Integrated Layer Search/Filtering – by name, effect, style, mode, or attribute
  • Easy migration tool that imports/exports custom presets and settings
  • New “Bicubic Automatic” default for Image Size always does the right thing
  • Path snapping & anti-aliasing improvements – critical for exacting work
  • Easy insert of Lorem Ipsum text from the Type Menu
  • The return of Contact Sheet II and PDF Presentations in Photoshop
  • A completely redesigned and enhanced Print dialog
  • Refined HDR tool with better quality including Edge Smoothness option and new presets
  • Ships with Bridge CS6, which now has native 64-bit support for faster performance
  • Mini Bridge taps the power of Bridge in a panel, and can now run in a filmstrip

যাই হোক, ইন্সটলেশনের কথায় আসি।

  1. প্রথমে সফটওয়্যারটি এ্যাডোবি সাইট থেকে নামিয়ে নিন।
  2. ডাউনলোড করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড চাইলে ইউজার: [email protected], পাসওয়ার্ড: techtunes দিতে পারেন। অথবা আপনি নিজেই একটি ফ্রি এ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন।

যদি আগেই আপনার কাছে সফটওয়্যারটি থাকে, তাহলেতো কথাই নেই। যাই হোক, ডাউনলোড শেষে ফাইলগুলো Extract করে ইনস্টল শুরু করে দিন। নিচের স্ক্রিনশট গুলো দিলাম আপনাদের সুবিধার্থে:

1

2

3

4

5

6

7

ফুল ভার্শন কিভাবে করবেন:

সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে এখন। ইনস্টল করার পর সফটওয়্যারটি না খুলে নিচের দেয়া দুটি dll থেকে আপনার অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার অনুযায়ী নিম্নোক্ত লোকেশনে পেষ্ট করুন।

৩২ বিটের জন্য ডিএলএল

৬৪ বিটের জন্য ডিএলএল

ডিএলএল গুলো নামানো হয়ে গেলে নিম্নোক্ত লোকেশনে পেস্ট করুন:

৩২ বিটের জন্য:

C:\Program Files\Adobe\Adobe Photoshop CS6
C:\Program Files\Adobe\Adobe Bridge CS6

৬৪ বিটের জন্য:

C:\Program Files\Adobe\Adobe Photoshop CS6 (64 Bit)
C:\Program Files\Adobe\Adobe Bridge CS6 (64 Bit)

এবং/ অথবা

C:\Program Files (x86)\Adobe\Adobe Photoshop CS6
C:\Program Files (x86)\Adobe\Adobe Bridge CS6

আমি ৩২ বিটে ইনস্টল করেছি, তাই ৩২ বিটে কিভাবে করতে হবে তার স্ক্রিনশট দিলাম বোঝার সুবিধার্থে:

৮

9

তাহলে, এখন জানবেন কিভাবে ফুল ভার্শন হলো কিনা। সেটা করার জন্য ফটোশপ খুলে হেল্প মেনুতে গিয়ে চেক করুন:

10

হয়তো খুব ভালো করে বুঝাতে পারিনি, তবু যদি অন্তত একজন মানুষ এই টিউনে উপকৃত হন; তাহলেই আমি নিজেকে সার্থক মনে করবো।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice vai apnar kase photoshp er resume suport single link hobe.MOBILE dia download korbo

    @athalsten: ভাইজান, আমি যে লিঙ্কগুলো দিয়েছি তা সরাসরি এ্যাডোবি সাইট থেকে ডাউনলোড করবে। এগুলো রিজিউম সাপোর্ট করে তো।

      Level 0

      Access Denied You don’t have permission to access “http:// trials2.adobe.com/AdobeProducts/PHSP/13/ win32/Photoshop_13_LS16.exe?” on this server. Reference #18.e40f008d.1350910631.d1846ec0

      ata ase

        @athalsten: আশ্চর্য, আমি তো ক্লিক করার সাথে সাথেই আসছে। আপনার যদি ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে বিকল্প হিসেবে এখান থেকে নিয়ে নিন। তবে এটা পিসি দিয়েই করতে হবে।

        http://www.adobe.com/cfusion/tdrc/index.cfm?product=photoshop&loc=en_us

        @athalsten: দুঃখিত ভাই, আপনার কথা ঠিক, আসলে আমি এডোবি আইডি দিয়ে লগইন করা অবস্থায় ছিলাম, তাই সমস্যা হচ্ছিল না। আমি লিঙ্কটি পরিবর্তন করে দিলাম।

        আমি পোষ্টটি করেছিলাম কিভাবে ফটোশপ সিএস ৬ ফুল ভার্শন করা যায় তা বর্ণনা করার জন্য, সফটওয়্যারটির ঠিকানা আমি অতিরিক্ত দিয়েছি। তবে এখন আর ডাউনলোড করতে সমস্যা হবে না।

Level 0

ভাল বুদ্ধি না।

    @Phenix: আপনার কাছে যদি আগেই cs6 থাকে, তাহলে শুধু ৩ এমবি এর ডিএলএল টা ডাউনলোড করে লোকেশন গুলোতে পেষ্ট করে দিন। আপনার হোস্ট ফাইল মডিফাই করতে হবে না, কোন cra.ck ফাইল ব্যবহার করতে হবে না। এই টিউনটি করা হয়েছে ডিএলএল গুলো দেবার জন্য, পুরো ফটোশপ দেবার জন্য নয়। যাই হোক, আপনার কাছে যখন ভাল বুদ্ধি মনে হচ্ছে না এটা, তাহলে আপনিই বলে দিন ভাল বুদ্ধিটা কেমন হবে। আর যদি তা না জানেন, তাহলে একটা জেনুইন কিনে নিন, এতো সমস্যা হবে না আপনার। মন্তব্যের জন্য ধন্যবাদ।

এভাবে কী নতুন 3D option থাকবে ?

ভাইয়া, আপনার পোষ্ট পেয়ে ভাল লাগলো, কিন্তু downloan করতে না পেরে মনটা খারাপ হয়ে গেল। তার আপনার কাছে আসা। আপনার বিকল্প লিংক ও try kকরেছি। কিন্তু হয নাই। Please আমার জন্য একটু……………………………………….

Level 0

salam bhi jan ami thek jabab bolcan korce but 30 days tril boltca apni help pata pare

    @ksaraj: ভাই, অনুরোধ আপনার কাছে, কষ্ট করে আবার টিউনটা পড়ুন। ফুল ভার্শন করার পদ্ধতি আমি বলে দিয়েছি। ৩২/৬৪ বিট যে ভার্শনের উইন্ডোজে আপনি ইন্স্টল করেছেন তার উপর ভিত্তি করে যে দুটো ডিএলএল এর লিঙ্ক দেয়া আছে সেটা ডাউনলোড করে নিন। তার dll টা আনজিপ করে যে লোকেশনগুলোতে পেস্ট করতে বলেছি সেখানে পেস্ট করে দিন। তার পরও যদি না পারেন তাহলে আমি দুঃখিত এবং লজ্জিত।

Level 0

vaya apnake anek thanks. apnar tuine pare ami amer Adobe Photoshop CS6 ইনস্টল কে ফুল ভার্শন vanalam…….

    @bakkar8880: ওহ ভাই, কি যে ভালো লাগছে। অন্তত একজন বললো যে আমার টিউন দ্বারা উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

শামিম ভাই আপনাকে আমার অনেক শ্রদ্ধা এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞ তা জ্ঞাপন করলাম । আমি আপনার নির্দেশনা
অনুযায়ী আমার সফট টা কে ফুল ভার্সন করলাম । কিন্তু সব ঠিক থাকার পর শুধু একটু সমস্যা দেখাইছে । ওপেন করার পর একটা উইন্ডো মেসেজ আসছে যে গ্রাফীক্স এর কিছু জিনিস অফিসিয়ালি নট সাপরটেড । অবশ্য এখনো কাজ করে দেখিনি কত টুকো কি হয় । ধন্যবাদ আপনাকে ।

    @হিমু: হিমু ভাই, আমার কিন্তু এমন কোন সমস্যা দেখাচ্ছে না। আর যে সমস্যাটা দেখাচ্ছে, তার সাথে আমার ডিএলএল এর কোন সম্পর্ক নেই। সম্ভবত আপনার Installer file গুলোর মধ্যে কোন ফাইলে সমস্যা আছে, তাই এমন দেখাচ্ছে। যদি পারেন তাহলে আমার দেয়া লিঙ্ক থেকে পুরো সফটওয়্যারটা সরাসরি এ্যাডোবি থেকে ডাউনলোড করে নিন।

      @শামীম রাহমান: শামিম ভাই আসলে আপনার দেওয়া লিংক থেকে ই পুরা দুই দিন ধরে অনেক কষ্ট করে প্রায় ৮ জিবি cs6 মাস্টার কালেক্সান লোড করেছিলাম . কিন্তু ফাইল গুলো এক্সট্র্যাক্ট দেওয়ার পর কোনো ভাবেই Cs6 এর সেটআপ ফাইল টা খুঁজে পাই নাই তাই নিরুপায় হয়ে এক জনের কাছ থেকে টরেন্ট লিংক নিয়ে শুধু cs6 টা মাত্র ৩ জিবি র মত লোড করে তারপর ইনস্টল করলাম . আপনার মাস্টার কলেক্সান ৮জিবি ফাইল টা আমার pc তে এখনো
      আছে ডিলেট করি নাই | কারণ ফাইল টা অনেক কষ্ট করে লোড করেছিলাম | ধন্যবাদ |

        @হিমু: আর হা ফাইল টা লোড করার মাজখানে পিসি টা একবার বন্দ হয়ে গিয়েছিল | পরে আবার রিসিউম করেছি , এতে কোনো সমসসা হলো কিনা !

অনেক অনেক ধন্যবাদ আমারটা ফুল ভার্সন হয়ে গেছে , এবং 3d অপশন টা ও এসেছে 🙂

vai dll file gulo media fire e nai plz. file gular download link den khub dorkar plz plz

    @eftey.islam: ইফতি ভাই, আমি ফাইলগুলো ড্রপবক্সে নতুন করে আপলোড করে দিলাম। আপনি প্লিজ ডাউনলোড করে নিন। যদি তার পরও কোন সমস্যা থাকে তাহলে জানাবেন। ধন্যবাদ।

ভাই Mac OS এর জন্য কোন উপায় জানা আছে এটা করার? খুব বিপদে আছি। Torrent থেকে একটা করেছি কিন্তু Force Close হয়ে যায়। Please দেখেন কিছু করতে পারেন কিনা। অগ্রিম ধন্যবাদ রইল।

ভাই আমার dll ফাইল টা দিয়ে illlustartor ta active হয় না।

Thanks….ফুল ভার্শন হয়েছে

বস কেউ থাকলে সাড়া দিয়েন।আমি আগেই ফুল ভার্শন করেছি।কিন্তু image ready কিভাবে চালু করে? আর animation করার জন্যে windows থেকে option টা আমার নেই।কী সমস্যা জানালে উপকার হবে

kivabe bujhob full version hoyese, product regi diye kivabe?

আপনার dll ফাইলের লিংক কাজ করে না। কিছু একটা করেন প্লীজ

    আমি দুঃখিত ভাই, যে কম্পিউটারে ফাইল গুলো আছে তা থেকে আমি এখন 4000 কিলোমিটার দূরে। ইনশাআল্লাহ, 7 জানুয়ারির পরে চাইলে আমি ঠিক করে দিতে পারবো।