ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!(নতুন রুপে নতুন ভার্শন)

কেমন আছেন সবাই? আমার মনে হয় পুরাতন ভিজিটরদের জন্য এই হেড লাইন অপরিচিত নয়। আমার টিউনগুলোর মধ্যে অন্যতম পরিচিত টিউন এটি। আমার পূর্বের টিউন দেখুন এখানে। ঐ টিউনের সফটওয়্যারটি এখন পর্যন্ত টেকটিউনস, সামু মিলে প্রায় ৮০০০+ ডাউনলোড হয়েছে!!

এত কাজের এই সফটওয়্যার এর নতুন ভার্শন বের হয়েছে তাই আবার টিউন করতে বসে গেলাম। এছাড়া আগের ভার্শনে ফুল ভার্শন করা বেশ ঝামেলার ছিল কিন্তু এই নতুন ভার্শনে আর সেই সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।

এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।

যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ

  1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই। ;)
  2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
  3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
  4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন। :P
  5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
  6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।

এছাড়া আরো কত কি!

এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।

ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।

আগে

পরে

ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।

আগে

কাজ চলছে....

পরে

মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।

আগে

পরে

বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।

ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

PhotoInstrument 5.5 

মাত্র ৪ মেগাবাইট। এটা আগেই ফুল ভার্শন করা তাই শুধু ইন্সটল করলেই ফুল ভার্শন হয়ে যাবে। 🙂

আশা করি সবার কাজে লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আমি ফটোশপের কাজ মোটামোটি জানি। কিন্তু cs5 ওপেন হতেই মিনিট খানেক লাগে। তাই এটা আমার দরকার হতে পারে। ডাউনলোড করলাম, তাই ধন্যবাদ জ্ঞাপন করছি।।

thats the thing i was looking for!অসংখ্য ধন্যবাদ । যোবায়ের ভাই , আপনার fb id r link টা দেন না প্লিজ ?

ইয়েস।কাইলকাই আমার ডানে এডিটিং কইরা অ্যাশ আর বামে ক্যাটরিনা বসাইতাছি। 😀

ধইন্না

ওবামারে একটু মেকাপ করানো দরকার 🙂

সুন্দর !

Level 0

আপনা টিঊন আগের মতই নাইস হয়ছে। ধন্যবাদ ফুল ভার্সন দেয়ার জন্য। আর একটা কথা, টিঊন করা চালিয়ে যান।

ata to besi din kaj kora jay na

অসংখ্য ধন্যবাদ খুব কাজের একটি সফটওয়্যার শেয়ার করার জন্য। বরাবরের মতো এটিও খুব দারুন হয়েছে।

Level 0

vai picture edit korar pore save korete parchina . please helpme.

এতো দিন পর একটা জিনিস পাইলাম !
thanks…….

এই সফটওয়্যার এর আরও বিস্তারিত শিখতে হলে কোন ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে কি?

কি জিনিস দিলেন ভাই, পুরাই তো ফিদা হয়া গেলাম। ধন্যবাদ যোবায়ের ভাই ।

জুবায়ের ভাই আমি ডাউনলোড করতে গেলে real playerএ ওপেন হয় কিন্তু ডা্‌উলোড হয়না। কিভাবে করতে হবে বলে দিবেন please….

Level 0

অনেক ধন্যবাদ ভাই । বরাবরের মতই ফাটাফাটি হইছে । এমন আরো ভালো ভালো সফটের আশায় রইলাম । শুভ কামনা রইল ।

Purai Pankha…josss tune !

@হাসান যোবায়ের : ভাই আমার winrar software এবং ph_toin_trument by Hasan Jubair দুটো ই download হইছে কিন্তু my documents এ দুটো software ই আলাদা আলাদা । ph_toin_trument by Hasan Jubair এটা install হয়না। আর আমি rar file এর মানে বুঝলাম না।

আপনাকে অনেক ধণ্যবাদ ভাই। ভাই হাসান, আমি ফটোসফ এর কাজ করার জন্য একটা সফটওয়ার চাই , দিতে পারবেন কি? please… আর ভাই photoinstrument সফটওয়ার এ কি লিখা লিখি করা যাবে? বা ফটোর কোন অংশ কেটে অন্য লাগানো যাবে ?

    @RAHMAN-ANSARY: ফটো নিয়ে আমার অনেক টিউন আছে ঐগুলা দেখতে পারেন।
    এছাড়া ফটোশপ সফটওয়্যার চাইলে টেকটিউনস এ সার্চ দেন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তবে শিখে নিতে হবে।

Level 0

হাসান ভাইয়ের বড় গুন হল, ওনি সবার প্রশ্নের উত্তর দেন। যা কি অনেকে ‍শুধু টিউন করে কিন্তু কোন এন্সার দেয় না।
Thanks for it.

হাসান ভাই জিন্দাবাদ…. ভাই কোথায় সার্চ দিবো, আর কি লিখে সার্চ দিবো? sorry for disturbed

অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময়.. all the best..

ভাই ভাল লেগেছে।

Level 0

thank you

Level 0

notun link din……mediafire tekhe ota delete kore diache

Level 0

link ই নাই ভাই.কোথায় তেকে করব?

Level 0

ভাই আবার লিঙ্কটা দেন । আগেরটা মুছে গেছে ।

Level New

vi link ta delet hoye gese abar den…………..

Level 0

link nai bro

Level 0

Link delete হয়ে গিয়েছে। pls give the link