[পর্ব-১৪] :: এই মুহূর্তে বাজারের সেরা 1440p গেমিং মনিটর গুলো

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

এই মুহূর্তে বাজারের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব পিসি বিল্ডিং নিয়ে। কথা হবে ২০২০ সালের সেরা 1440p  গেমিং মনিটর গুলো নিয়ে।

বর্তমানে গেমাররা যেমন ভাল একটি গেমিং পিসি তৈরি করতে প্রতিদ্বন্দ্বী দামে,  CPU, Graphics Card সহ বিভিন্ন হার্ডওয়্যার বাছাই করতে পারে তেমনি কয়েকশো ডলার খরচ করে 144 Hz মনিটরও কিনে নিতে পারে।

আজকের এই টিউনে আমি এই মুহূর্তের সেরা কিছু গেমিং মনিটর নিয়ে আলোচনা করব। যেখানে আপনি চাহিদা মত পেয়ে যাবেন IPS, VA এবং TN  এর মত 1440p গেমিং মনিটর গুলোর রিভিউ।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

সেরা 1440p IPS গেমিং মনিটর

LG 27GL850 27" Ultragear Nano IPS

আপনি যদি হাই এন্ড কোন 1440p মনিটর চান তাহলে অবশ্যই IPS LCD টেকনোলজি দেখবেন। কারণ এই টেকনোলজি আপনাকে দেবে ডিসেন্ট রেসপন্স টাইম, সেরা কালার পারফরম্যান্স, দুর্দান্ত ভিউ এঙ্গেল এবং এই ফ্ল্যাট প্যানেল গুলোর মধ্যে পাবেন ডিসেন্ট পারফরমেন্স বৈচিত্র‍্যতা।

দারুণ ফিচার সমৃদ্ধ এই হাই এন্ড মনিটর গুলোর দাম অবশ্যই বেশি হবার কথা, কিন্তু জেনে খুশি হবেন গত দুই বছর ধরে এই মনিটর গুলোর দাম অনেকটাই কমে এসেছে। সুতরাং আপনি ফ্ল্যাগ-শিপ লেভেলের মনিটর কিনে ফেলতে পারবেন ৫০০ ডলারের (প্রায় ৪২৪০১ টাকা) মধ্যে বা এরও কম মূল্যে।

এই ক্যাটাগরিতে আমাদের নির্বাচিত সেরা মনিটর হচ্ছে, LG 27GL850 27" Ultragear Nano IPS। চমৎকার এই মনিটরটি দেবে TN এর মত কালার, রেসপন্স টাইম এবং ভিউ এঙ্গেল। তার মানে আপনি গেমিং এ High Refresh Rate অভিজ্ঞতা পাবেন তাছাড়া এর 144 Hz ডিসপ্লে সাপোর্ট করবে Adaptive Sync।

27GL850 এবং অন্যান্য 1440p আইপিএস মনিটরের মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট। LG 27GL850 27" Ultragear Nano IPS তার সর্বোত্তম কনফিগারেশনে প্রায় 4ms, Gry To Gry রেসপন্স দেবে, যা প্রতিযোগিতামূলক বিকল্পগুলির চেয়ে অনেক দ্রুত যা সর্বোত্তম-ভাবে 5ms গড় প্যাক করে। যদিও এটি একটি “1ms” মনিটর হিসাবে বিজ্ঞাপণ দেওয়া হয়, তবুও পারফরম্যান্স TN ডিসপ্লেগুলির সমতুল্য।

27GL850 এর রয়েছে দারুণ Wide Gamut সাপোর্ট, যা আমাদের টেস্টে ছিল দারুণ। তাছাড়া এটি যেকোনো VA অথবা TN থেকে বেশ প্রশস্ত। অন্যান্য 1440p ডিসপ্লের মত এরও True HDR এর অভাব রয়েছে। কিন্তু আপনি যদি সৃজনশীল কাজের জন্য Wide Gamut চান তাহলে এটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। বাজারে  অন্যান্য প্রতিদ্বন্দ্বী গুলো থেকে এর ভিউ এঙ্গেল ছিল দুর্দান্ত। তাছাড়া এটি পারফরম্যান্স এবং কালার ব্যালেন্সে বেশ কার্যকরী।

27GL850 মনিটরটির Black levels এবং Contrast Ratio কে আমি সেরা বলব না, ডার্ক এনভায়রনমেন্ট গেমিং এর জন্য এটি আপনাকে তেমন সন্তুষ্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি VA ডিসপ্লে দেখতে পারেন। মনিটরটিতে Blur-Reducing Backlight ফিচারও নেই। তবে এই ফিচার গুলো পেতে হলে Asus VG27AQ মনিটরটি দেখতে পারেন।

এই দুটি সমস্যা ছাড়া আমাদের বেস্ট রেকোমেন্ডেড মনিটর হবে LG 27GL850 27" Ultragear। যার বর্তমানে বাজার মূল্য ৪৯৮ ডলার (প্রায় ৪২২৩২ টাকা)।

তাছাড়া আরেকটি বিষয় না বললেই নয় সেটা হল, এখন পর্যন্ত সকল 1440p IPS মনিটর গুলোই 27-inch সুতরাং আপনি যদি বড় কিছু চান যেমন 32-inch, তাহলে আপনাকে VA  মনিটর দেখতে পারেন।

গেমিং এ আরও বড় মনিটর চাইলে আমার পছন্দের পরবর্তী মনিটরটি দেখতে পারেন।

সেরা 1440p VA গেমিং মনিটর

LG 32GK650F QHD 32"

মিড রেঞ্জের IPS মনিটর গুলো থেকে VA মনিটর গুলোকে বেশ উন্নত করা হয়েছে। তাছাড়া যারা হাই-এন্ড IPS মনিটর গুলোতে টাকা ঢালতে না চান তাদের জন্য উপযুক্ত মনিটর হতে পারে VA মনিটর গুলো।

মনিটর গুলোর বেশ কিছু ভাল দিক রয়েছে যেমন, 2-3x Contrast Ratio। যা যেকোনো IPS মনিটর গুলো থেকে ভাল। তাছাড়া মনিটরের সাইজ এবং ধরনেও রয়েছে বৈচিত্র্যতা যেমন আপনি পাবেন 32-inch মডেল অথবা Curved ডিসপ্লে মনিটর।

সেরা 1440p VA গেমিং মনিটর নির্বাচন করা কিছুটা কঠিন তবে সব দিক বিবেচনায় আমি এই ক্যাটাগরিতে সেরা বলে উল্লেখ করবে LG 27GL850 মনিটরটিকে। VA টেকনোলজির ডিসপ্লে হিসেবে আপনার জন্য সেরা হতে পারে এটি।

অধিকাংশ 144Hz VA ডিসপ্লে গুলোর রেসপন্স টাইম 7-8ms যা IPS থেকে কিছুটা স্লো। কিন্তু আমাদের টেস্টে LG 27GL850 মনিটরে পেয়েছিলাম দারুণ অভিজ্ঞতা, যাতে রেসপন্স টাইম ছিল 6.50ms। যা VA ডিসপ্লে নিয়ে অনেক অভিযোগ সরিয়ে দেয়।

অধিকাংশ মনিটর গুলোর মতই 32GK650F মনিটরেও ডার্ক লেভেল নিয়ে সমস্যা ছিল, যেখানে ট্রান্সমিশন গুলো বেশি ব্লার দেখাচ্ছিল। তবে ভাল কথা হচ্ছে অন্য মনিটর গুলো থেকে এর পারফরম্যান্স বেশ ভাল ছিল এই বিষয়টিতে। তাছাড়া রেসপন্স টাইম ভাল ছিল এবং  আমরা True 144Hz অভিজ্ঞতা পেয়েছিলাম।

32GK650F এর কিছু দারুণ সুবিধা আছে যেমন এর Contrast Ratio ছিল 2000:1 এর উপরে, ইনপুট ল্যাগ খুব সামান্য, 1ms এর নিচে। এটি কিছু Tweaks করে নিলে দারুণ কালার অভিজ্ঞতা দিতে পারবে আপনাকে। ফ্ল্যাট প্যানেল হিসেবে 32GK650F এর ভিউ এঙ্গেল ছিল দারুণ।

32GK650F মনিটরটির বর্তমান বাজার মূল্য ৪২০ ডলার (প্রায় ৪২০ টাকা)। এই মুহূর্তে বাজারের 1440p VA গেমিং মনিটর হিসেবে আমি একমাত্র 32GK650F কেই সেরা বলব।

সেরা 1440p TN গেমিং মনিটর

HP Omen X 27 240Hz

দ্রুত রেসপন্স টাইম, সর্বোচ্চ রিফ্রেশ রেট, ওভারঅল বেস্ট পারফরম্যান্স এর জন্য সব চেয়ে ভাল হচ্ছে TN মনিটর গুলো। TN প্যানেল গুলো স্পীড, ভিউ এঙ্গেল, Contrast এবং Color পারফমেন্সের জন্য বেশ জনপ্রিয়।

বাজারের অধিকাংশ TN প্যানেল গুলো এর 1440p রেজুলেশন এবং 240Hz Refresh Rates কম্বিনেশনে যেকোনো IPS/VA মনিটর থেকে সেরা পারফরমেন্স দেবে। এই কম্বিনেশন আপনার GPU কে চাপে ফেলতে পারে, তবে CS: Go, Rocket League and Overwatch এর মতো গেম গুলোর জন্য এটি দুর্দান্ত। বর্তমানে উচ্চ Refresh Rate পাওয়ার একমাত্র উপায় হচ্ছে TN প্যানেল নির্বাচন করা।

এই ক্যাটাগরিতে আমরা জয়ী করব  27-inch HP Omen X 27 মনিটরটিকে, যা দেবে 3ms রেসপন্স টাইম এবং True 240Hz অভিজ্ঞতা। লো লাইটিং এবং ব্লারেও এতে আপনি পাবেন সেরা অভিজ্ঞতা। ইনপুট ল্যাং ০ এর কাছাকাছি। যা আমাদের এই পর্যন্ত সকল টেস্টে সর্বনিম্ন। তাছাড়া এর Adaptive Sync ছিল ফ্লোলেস।

অন্যান্য TN মনিটর গুলোর মত এই মনিটরের ভিউ এঙ্গেল, Contrast Ratios অথবা Wide Color Gamut এ কিছু ক্রুটি আছে তবে এটি Color Accuracy কাজের জন্য পর্যাপ্ত না হলেও গেমিং এর ক্ষেত্রে দুর্দান্ত।

HP Omen X 27 240Hz এর বর্তমান বাজার মূল্য ৬১৪ ডলার। আমি মনে করি না এর দাম খুব বেশি কারণ এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Lenovo Y27qg, তাদের একই মনিটরের দাম ধরছে ৯০০ ডলার (প্রায় ৭৬৩২৩ টাকা)।

তবে মনে রাখবেন TN 1440p ~144Hz মনিটরের ক্ষেত্রে কখনো ৫০০ ডলারের নিচে গেলে ভাল ফল পাবেন না। তবে আপনি যদি বাজেটের মধ্যে TN 1440p মনিটর নিতে চান এবং মোটামুটি মানের একটি মনিটর চান তাহলে Viotek GFT27DB মনিটরটি দেখতে পারেন। যা আপনি ২৭০ ডলারে (প্রায় ২২৮৯৭ টাকা) পেয়ে যাবেন এবং পাবেন 4ms রেসপন্স টাইম এবং ডিসেন্ট কালার পারফরমেন্স।

সেরা বাজেট 1440p IPS গেমিং মনিটর

Viewsonic VX2758-2KP-MHD 27"

আপনি যদি সাশ্রয়ী কোন 1440p IPS গেমিং মনিটর চান তাহলে Viewsonic VX2758-2KP-MHD 27" মনিটরটি দেখতে পারেন। বাজারের বাজেট গেমিং মনিটর হিসেবে এটি বেশ জনপ্রিয় যা পাওয়া যায় ৩২০ ডলারে (প্রায় ২৭১৩৭ টাকা)।

স্বাভাবিকভাবেই এই মনিটরটি কখনো সেরা IPS মনিটর গুলোর মত পারফরমেন্স দেবে না কারণ এর দাম অনেক কম, তারা কম দামে ভাল পারফরম্যান্স দিতে মোটামুটি সাশ্রয়ী  IPS প্যানেল ব্যবহার করেছে। আপনি মনিটরটিতে পাবেন 4ms রেসপন্স টাইম, Adaptive Sync এর পরিমাণ হবে 7ms। এই মনিটরটি  Gigabyte Aorus AD27QD এবং  Asus VG27AQ এর মত মনিটরগুলোর থেকে ভাল পারফরম্যান্স নিশ্চিত করবে।

মনিটরটি লো ইনপুট ল্যাগ, ডিসেন্ট ব্রাইটনেস, Contrast, দারুণ ভিউ এঙ্গেল এর সাথে আপনাকে দেবে চমৎকার 144Hz অভিজ্ঞতা। অন্যান্য সস্তা মনিটর গুলো থেকে এর ডার্ক স্ক্রিন ম্যানেজমেন্টও ছিল দারুণ। আরেকটি কথা অবশ্যই বলা উচিত সেটা হল এই মনিটরটি 27-inch।

যেহেতু এটি বাজেট মনিটর সুতরাং এখানে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার আশা করতে পারেন না, যেমন এই মনিটরে Wide Gamut  সাপোর্ট নেই। তবে এই বিষয় গুলোকে ছাড় দিতে পারলে বাজারের সেরা IPS মনিটর হচ্ছে Viewsonic VX2758-2KP-MHD 27"।

এই সেগমেন্টে আপনি আরও দুটি,  LG 27GL83A, এবং Pixio PX7 Prime মনিটরও দেখতে পারেন। তবে LG 27GL83A এর দাম একটু বেশি হবে, Pixio PX7 Prime মনিটর দেবে 165 Hz Refresh Rate। তবে পারফরম্যান্স বিবেচনায় আমার কাছে Viewsonic VX2758-2KP-MHD 27" কে সেরা মনে হয়েছে।

আপনি আরও কমে মধ্যে ভাল কিছু চাইলে, এই Pixio PX275h মনিটরটিও দেখতে পারেন। যাতে পাবেন, 144Hz Refresh Rate। মনিটরটির বাজার মূল্য ২৬০ ডলার (প্রায় ২২০৪৯ টাকা)।

সেরা বাজেট 1440p VA মনিটর

AOC CQ27G2/G1

কম দামে 1440p হাই রিফ্রেশ রেটের মনিটর পাবার এক মাত্র ওয়ে হচ্ছে ২৫০ ডলারের (প্রায় ২১২০০ টাকা) মধ্যে বাজেট VA মনিটর সিলেক্ট করা।

এই সেগমেন্টে  True 144Hz এবং 7-8ms রেসপন্স টাইম এর মত ফিচার গুলো পাবার জন্য আপনাকে কিছুটা সতর্ক হয়ে মনিটর নির্বাচন করতে হবে। কারণ এই দামে সেরা অভিজ্ঞতা পাওয়া কিছুটা কষ্টকর।

তাছাড়া আপনি এই দামে কার্ভ মনিটরের দিকেও যেতে পারেন। আপনি এই দামে পেয়ে যাবেন Samsung এর ২৫০ ডলারে 27-inch এবং ৩০০ ডলারে (প্রায় ২৫৪৪১ টাকা) 32-inch কার্ভ মনিটর। এই মনিটর গুলোতে ব্রাইটনেস তেমন ভাল না পেলেও ভাল Contrast Ratio যেমন 3000:1 পাবেন।

যাইহোক আপনার জন্য সেরা বাজেট 1440p VA মনিটর হতে পারে AOC CQ27G2। এটি আপনাকে দেবে বর্ডার লাইন 144Hz অভিজ্ঞতা। মনিটরটি আপনি পেয়ে যাবেন ডলারে ২৫০ ডলারে। চাইলে এর  AOC CQ27G1 ভার্সনটিও বাছাই করতে পারেন

AOC CQ27G2 এর সেরা বিকল্প হিসেবে Vioteks GN27D  মনিটরটিও দেখতে পারেন। আপনি যদি 32-inch মনিটির চান তাহলে ভাল একটি অপশন হতে পারে এটি।

শেষ কথাঃ

আলোচনা করে ফেললাম এই মুহূর্তে বাজারের সেরা 1440p গেমিং মনিটর গুলো নিয়ে, একই সাথে রিভিউ করেছি IPS, VA এবং TN মনিটর গুলো।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন মনিটরটি বাছাই করলেন।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 524 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস