আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আলোচনা করব কম্পিউটারের একটি হার্ডওয়্যার মাদারবোর্ড নিয়ে। আজকে বাজারের সেরা AMD X470 মাদারবোর্ড গুলো নিয়ে কথা বলব।
বাজারে অনেক AMD X470 মাদারবোর্ড অপশন রয়েছে। একই সাথে Asus, Asrock, MSI এবং Gigabyte নিয়ে এসেছে দারুণ দারুণ সব মাদারবোর্ড। মাদারবোর্ড গুলো শুরু হবে ১৩০ ডলার (প্রায় ১১০০০ টাকা) থেকে।
আমি আজকে আপনাদের সেরা AMD X470 মাদারবোর্ড গুলো বাচাই করতে সাহায্য করব এবং অবশ্যই বরাবরের মত দাম পারফরম্যান্স বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে পারবেন।
আমরা AMD X370 বোর্ড বাচাই করতে অনেক গুলো অপশন পেয়ে যাব। AMD X370 বোর্ড গুলো একটু দামী হলেও এর এন্ট্রি লেভেলের মাদারবোর্ড গুলো পেয়ে যাবেন ১৩০ ডলার (প্রায় ১১০০০ টাকা) থেকে ১৪০ ডলারের (প্রায় ১১৮০০ টাকা প্রায়) মধ্যেই। এই প্রাইস রেঞ্জে আমাদের হাতে তিনটি মাদারবোর্ড রয়েছে যেমন, MSI X470 Gaming Plus, MSI X470 Gaming Pro এবং Gigabyte X470 Aorus Ultra Gaming।
এর মধ্যে MSI X470 Gaming Plus অন্যান্য বোর্ড গুলোর মতই তবও এর Pro ভার্সনে একটু বেশি কম্পোনেন্ট এড করা হয়েছে। তবে সব দিক বিবেচনায় আমি Gigabyte X470 Aorus Ultra Gaming বোর্ডকে এগিয়ে রাখব।
Gigabyte X470 Aorus Ultra Gaming মাদারবোর্ডটি এগিয়ে রাখার কারণ হচ্ছে এটি ভাল কম্পোনেন্ট দিয়ে প্যাক করা হয়েছে। এতে দেয়া হয়েছে, উন্নত অডিও, হাই কোয়ালিটির নেটওয়ার্ক, USB type-C, অধিক USB পোর্ট, আরও ভাল M.2।
এন্ট্রি লেভেলের জন্য MSI এবং Gigabyte দুটি মাদারবোর্ড ভাল হলেও, সাশ্রয়ী দামের জন্য Gigabyte X470 Aorus Ultra Gaming সেরা।
ধরুন আপনার পিসিতে আপনি Ryzen 5 2600X অথবা Ryzen 7 2700X প্রসেসর ব্যবহার করতে চান এবং চান যে খরচ কিছুটা কন্ট্রোলের মধ্যে থাকুক, তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে, Asus TUF X470-Plus Gaming, Asrock Fatal1ty X470 Gaming K4, Gigabyte X470 Aorus Gaming 5 এবং Asus Prime X470-Pro।
Asus TUF X470-Plus Gaming এর দাম পড়বে ১৬০ ডলার (প্রায় ১৩৫০০ টাকা), Asrock Fatal1ty X470 Gaming K4 এর ১৭০ ডলার (প্রায় ১৪৪০০ টাকা), Gigabyte X470 Aorus Gaming 5 এর ১৮০ ডলার (প্রায় ১৫২০০ টাকা) এবং Asus Prime X470-Pro এর ১৮৫ ডলার (প্রায় ১৫৬০০ টাকা)। দামের তারতম্যের জন্য কিছুটা এদিকে সেদিক হতে পারে তবে এদের মধ্যে বিশাল কোন তফাত নেই। কিন্তু আপনার জন্য কোনটি ভাল হতে পারে চলুন সেটা বলা যাক।
প্রথমে Asus TUF X470-Plus Gaming এর কথা যদি বলি তাহলে বলব, এন্ট্রি লেভেলের একটি মাদারবোর্ড হিসেবে একে ভাল করে প্যাক করা হলেও এই মাদারবোর্ড এর VRM হচ্ছে নিম্নমানের যাতে খুবই কম ফিচার দেয়া হয়েছে এবং ফিচার গুলোর মানও আমার কাছে তেমন ভাল মনে হয় নি।
অন্যদিকে Asrock Fatal1ty X470 Gaming K4 মোটামুটি ভাল তবে আমি মনে করি দাম আরেকটু বাড়াতে পারলে আপনার জন্য আরও ভাল হয় Gigabyte X470 Aorus Gaming 5 অথবা Asus Prime X470-Pro। যদিও এই দুটিকে বাছাই করা একটু কঠিন তবে আমি তা সহজ করে দিতে পারি।
আমি Asus Prime X470-Pro কে বাছাই করব কারণ, এতে পাচ্ছেন 6+2 VRM ডিজাইন, এর Realtek S1220A audio আপনাকে দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, একই সাথে পাবেন Intel Gigabit Networking। সুতরাং Asus Prime X470-Pro এর দাম বেশি হলেও পাচ্ছেন নির্ভরযোগ্য পারফরম্যান্স।
আমরা এখন কথা বলব Ryzen 7 2700X নিয়ে। আপনারা যারা 8-core/16-thread এর মালিক তাদের জন্য আছে চারটি অপশন। প্রথমে যদি Asrock এর কথা বলি তাহলে বলতে হবে এটি একটু বেশি ব্যয় বহুল হয়ে যায়। এর আরেকটি সস্তা ভার্সনও রয়েছে যার নাম Asrock X470 Taichi Ultimate। এবং Asrock X470 Taichi Ultimate বোর্ডটি বাদ দেয়া হয়েছে, 10 Gigabit LAN।
তাছাড়া Asrock X470 Taichi Ultimate, Gigabyte X470 Aorus Gaming 7 এবং Asus ROG Crosshair VII Hero WiFi সব গুলোই মোটামুটি ভাল বোর্ড তবে আমরা যদি এগুলো থেকে সেরাটি বাছাই করতে চাই তাহলে আমাদের বোর্ড গুলোতে গভীর দৃষ্টি দিতে হবে।
সব দিক বিবেচনায় জয়ী হবে Asus ROG Crosshair VII Hero WiFi মাদারবোর্ডটি কারণ এখনে অতিরিক্ত যুক্ত করা হয়েছে অনেক বেশি USB পোর্ট এবং USB 3.1 পোর্ট। এবং বাকি যে কম্পোনেন্ট গুলো দেয়া হয়েছে সব গুলোই হাই কোয়ালিটির কম্পোনেন্ট। একই সাথে এর পুরো BIOS সিস্টেম ছিল দুর্দান্ত যা আমাকে বেশ অবাক করেছে।
Mini-ITX X470 মাদারবোর্ডের জন্য আপনার থাকবে দুটি অপশন Asus ROG Strix X470 এবং Asrock X470 Gaming ITX/ac দুটিই ভাল মাদারবোর্ড। ডিজাইন এবং পারফরম্যান্স বিবেচনায় দুটি বোর্ডেরই ভাল খারাপ দিক রয়েছে তবে বোর্ড গুলোর মধ্যে বড় পার্থক্য হচ্ছে দামে।
Asus ROG Strix X470 এর দাম পড়বে ২১০ ডলার (প্রায় ১৭৮০০ টাকা) এবং Asrock X470 Gaming ITX/ac এর দাম ১৮০ ডলার (প্রায় ১৫২০০ টাকা)।
তবে Asus ROG Strix X470 এর একটি সুবিধা হচ্ছে দুটি M.2 স্লট দেয়া হয়েছে, একটি সামনের দিকে অন্যটি পেছনের দিকে। যদি দুটি হাই স্পীড NVMe ড্রাইভ ব্যবহার করতে চান তাহলে Asus ROG Strix X470 আপনার জন্য বেস্ট হতে পারে।
তবে এর অসুবিধা হচ্ছে এতে দুটি M.2 স্লট দেয়ার জন্য SATA পোর্ট গুলোর পজিশন কিছু এলোমেলো হয়ে গেছে।
দুটি বোর্ডের VRM পারফরম্যান্সও দারুণ, দেয়া হয়েছে WiFi/Bluetooth এন্টেনা সাথে মাল্টিপল SATA ডেটা ক্যাবল।
আমি Asus ROG Strix X470-I Gaming কে প্রেফার করতে পারি তবে যদি আপনার দুটি M.2 slot না লাগে তাহলে আপনার জন্য Asrock X470 Gaming ITX/ac বেস্ট হতে পারে। আবার কম দামের মধ্যে চাইলেও আপনার জন্য Asrock X470 Gaming ITX/ac উপযুক্ত।
আশা করছি এই টিউনের মাধ্যমে আপনি সেরা AMD X470 মাদারবোর্ডটি বাছাই করতে পারবেন।
কেমন হল এই টিউনটি জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনি জানান আপনার পিসির জন্য কোনটিকে বেছে নিয়েছেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।