বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশে অনুমোদন পেল ভার্চুয়াল ক্রেডিট কার্ড ব্যবস্থা। আর্ন্তজাতিক ক্ষেত্রে অর্থ লেনদেনের জন্য অ্যাপ নির্মাতা, ফ্রিল্যান্সারদের অতি প্রয়োজনীয় একটি কার্ড।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকের দিনটা আমার জীবনের বিশেষ একটি শুভ দিন। তাই এই দিনে আমাদের বাংলাদেশের জন্য একটি শুভ সংবাদমূলক টিউন করতে যাচ্ছি। আমি জানি টেকটিউন্সের প্রযুক্তি প্রেমী অনেক ভাই ইতঃপূর্বে এই সংবাদ পেয়েছেন। নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে 02/06/14 তারিখে। এখান থেকে দেখে আসতে পারেন। FEPD Circular No. 23 : Remittances on account of IT related fees. তাই আমি ভেবেই নিয়েছিলাম অলরেডি কেউ না কেউ টিটিতে এটা নিয়ে টিউন করে ফেলেছে। তাই 02 তারিখ থেকে এ পর্যন্ত প্রকাশিত সবগুলো টিউনের শিরনাম দেখে নিলাম। কিন্তু নাহ!! এরকম একটা চমকপ্রদ প্রযুক্তি বিষয়ক খবর টিটিতে এখনো প্রকাশিত না হওয়ায় একটু অবাকও হইলাম বটে! যাই হোক অনেক কথাই বলে ফেললাম, এখন আসল কথায় আসি। তারা যে নোটিশ দিয়েছে সেটা লিখলেই মোটামুটি বুঝতে পারবেন আশা করি। বুঝতে না পারলেও সমস্যা নাই। নিচে বাংলায় বিস্তারিত explain করব।

Foreign Exchange Policy Department
Bangladesh Bank
Head Office
Dhaka
http://www.bb.org.bd

FE Circular No. 23                                                                                                                 Date: June 02, 2014

All Authorized Dealers of
Foreign Exchange in Bangladesh
Dear Sirs,

Remittances on account of IT related fees

Please refer to FE Circular No 11, dated July 14, 2011 in terms of which ICC issuing
banks are allowed to issue ‘Virtual Card’ for online payment of fees as per stipulation of
paragraph 9, chapter 11 of Guidelines for Foreign Exchange Transactions (GFET), Vol-1.
02. It has now been decided that ICC issuing banks may issue ‘VirtualCard’ to individual
developers/freelancers of mobile Apps and Games having acknowledgements/training/bootcamps/hackathons/course participation certificateson mobile application development arranged
by government authority, BASIS, or its member organization and any other recognized
training/academic institutes for online payments of following fees:
a) Registration/license fees to reputed online ormobile application marketplace like Google,
iTunes, Firefox, Windows, Blackberry etc.;
b) Any associated license fees such as game engine or other software license for mobile
application or game development;
c) Online training fees for programs such asvendor certification examination etc.;
d) Any domain registration/renewal, hosting/cloud solutionswithin the scope of
mobile/game application development.
03. The release of foreign exchange for these purposes shall not exceed USD 300 or its
equivalent in a calendar year.
04. Virtual Card Transactions will have to be reported to Bangladesh Bank in accordance with
instructions at paragraph 12, chapter 19, GFET, Vol-1.
Please bring the content of this circular to the notice of all concerned.

কার্ডটি নিতে মনে হয় একটু ঝামেলা পোহাতে হবে! কারণ আপনি যে একজন প্রোগ্রামার/অ্যাপ ডেভেলপার তার একটা প্রমান লাগবে। প্রমান বা সার্টিফিকেটের জন্য এখন একটু অন্যদিকে চলে যাই। আমরা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের ৬৪ টি জেলাতে National Mobile Application Development Awareness and Capacity Building Program অনুষ্ঠিত হয়ে গেল। জেলা পর্যায়ে পাঁচ দিন ব্যাপী এই ট্রেনিং দেওয়া হয়েছে। এরপর বিভাগীয় পর্যায়ে বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটা সম্পূর্ণ সরকারী উদ্যোগে পরিচালিত হয়েছে। জেলা ও বিভাগীয় উভয় পর্যায়ে ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। অনেক অনেক বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ সরকারের Ministry of Telecommunication and Information Technology ওয়েবসাইটটি একনজর দেখে আসুন এখান থেকে। এই সার্টিফিকেটগুলো show করলে বাংলাদেশ ব্যাংক আপনাকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে দিবে। তাছাড়া BASIS বা এর সাথে সম্পর্কিত যেকোন প্রতিষ্ঠান বা অন্য কোন প্রতিষ্ঠানে ট্রেনিং এর সত্যতা দেখাতে পারলেও কাজ হয়ে যাবে। আমি রংপুর জেলা পর্যায়ে ট্রেনিং করে তৃতীয় হয়েছিলাম 🙂 গতকালকে বিভাগীয় পর্যায়ে বুট ক্যাম্প হয়ে যায় রংপুরে। তাই আমার কাছে দুইটা সার্টিফিকেটই আছে। ১. একদিনের বুট ক্যাম্প ২. পাঁচ দিনের ট্রেনিং শেষে দেওয়া সার্টিফিকেট ৩. Google Map Maker.

Sahid's certificate

5 days training certificate of shahid

GMM

Google Map Maker at Rangpur

যা যা করতে পারবেন এই কার্ড দিয়েঃ

এর সাহায্যে বিভিন্ন অনলাইন বাজারে (উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ফায়ারফক্স ইত্যাদি) বিভিন্ন গেম, সফটওয়্যার লাইসেন্স, মোবাইল কিংবা গেমস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফি, যেকোনো ডোমেইন নিবন্ধন, হোস্টিং, ক্লাউড সেবা, হ্যাকাথন ইত্যাদি ক্ষেত্রেও এ কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে। প্রতি বছরে সর্বোচ্চ ৩০০ ডলার খরচ করতে পারবেন এই কার্ড দিয়ে। বেশ কিছু এরকম লিমিটেশন থাকলেও আশা করা যায় আস্তে আস্তে এর ব্যাপক প্রসার হবে ও আরো সুবিধা যোগ করা হবে।

আজকে আমার জন্মদিনঃ

শুরুতেই একটা কথা বলেছিলাম, "আজকের দিনটা আমার জীবনের বিশেষ একটি শুভ দিন"। দিনটিকে শুভ বলতেছি এই কারনে যে, আমি যেদিন পৃথিবীতে আসি সেদিন ছিল পবিত্র ঈদ-উল-আজহা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন জীবনের লক্ষে অভিষ্ঠ লক্ষে যেতে পারি। কয়েকটা ছবি ফটোশপে কাজ করে বানিয়েছিলাম। দেখে আশা করি ভাল লাগবে। সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন।

আমি ফেসবুকে এখানে।

Shahid's Birthday on Eid-ul-Ajha

Shahid's Birthday on Eid-ul-Ajha

Thank-you-friends-for-wishing-me

Level 0

আমি সাহীদুজ্জামান সাহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং । দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টার । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর । হলি চাইল্ড কলেজ, উত্তরা, ঢাকা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good news.Thanks

আমাদের অবস্থা আরো খারাপ। প্রতিমাসে সার্ভার বিল, ডোমেইন ফান্ড ইত্যাদি করতে খবর হয়ে যায়। তবে অনেকের জন্য ভালো হবে এটা। যাই হোক আপনাকে শুভ জন্মদিন….

নিউজাটা ও যেমন সুন্দর, তেমনি আপনার জন্মদিনটাও সুন্দর হোক।

জন্মদিন শুভহোক।
আরো বিস্তারিত জানতে চাই।
http://www.bankasia-bd.com/home/virtual_card_service
http://www.dutchbanglabank.com/electronic_banking/debit_cards.html
http://www.ebl.com.bd/home/acca_card
সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক থেকেও এই ভার্চুয়াল কার্ড পাওয়া যাবে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এর কথাও শুনেছি বুট ক্যাম্পে। যোগাযোগ করে দেখতে পারেন। আর টিউনটি পড়ে কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই সমস্যা এখানে না , সমস্যা হচ্ছে অন্যজায়গায়, আমি এই ঘোষণা পাওয়ার পরদিন ই ডাচবাংলা আর ব্র্যাক ব্যাঙ্কে গেসিলাম কিন্তু তারা এই বিষয়ে কোন ইনফরমেশন ই আমাকে দিতে পারেনাই। তারা বলেছে যে সরকারি ঘোষণা শুধু ঘোষণাই থেকে যায় বাস্তবে নাকি পরিনত হয় না, আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যত অ্যাপ ডেভেলপার আছে তার ৬০-৭০ % ই আসছে ন্যাশনাল বুটক্যাম্পের বাইরে থেকে , কেউ ভারসিটি থেকে কেউ বাইরে কোর্স করে কেউবা শুধু নেট ঘেঁটে ডেভেলপিং শিখেছে। তাদের কাছে কিন্তু কোন সার্টিফিকেট পাওয়া যাবেনা গেলেও সেটা বেসিস থেকে অনুমদিত না। তাহলে তারা কি করবে ? আমার ৪-৫ টা অ্যাপ পিসিতে থেকে পচতেসে , শুধুমাত্র এই সমস্যার কারনে আমি অ্যাপ গুলো প্লেস্টরে ছাড়তে পারছি না। দেশে সুজগ সুবিধা এতো কম থাকলে আমাদের মত স্বাধীন শিক্ষাত্রিরা কি করবে ? এখন তাই ভাবতাসি দেশেই থাকুম না।

    @RIK: ভাই, বিশাল বড় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 তবে আপনার একটা কথার সাথে একমত হতে পারলাম না। “সরকারি ঘোষণা শুধু ঘোষণাই থেকে যায় বাস্তবে নাকি পরিনত হয় না” কথাটা পুরোপুরি সত্য নয় কিন্তু। সরকারী অনেক কাজ ঢিলামো গতিতে আগায় ঠিকই কিন্তু কিছু কিছু কাজ বাস্তবায়ন হয়েই থাকে। যেমনঃ আজকে আমার ফোনে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক একটা মেসেজ আসল। এই ঘোষনা কিন্তু ঠিকই বাস্তবায়ন হচ্ছে 😀 আর এই নিউজটাও কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। কারন কয়েক হাজার মোবাইল অ্যাপস তৈরি হয়ে গেল গত ছয় মাসের মধ্যেই। আমার-আপনার মত অনেকেই সুন্দর সুন্দর অ্যাপস বানিয়ে রেখেছে কিন্তু গুগল প্লে স্টোর বা অন্য কোন অ্যাপ স্টোরে পাবলিশ করাতে পারছেন না। গুগল প্লে স্টোরে অ্যাপ প্রকাশ করার জন্য আপনাকে $25 দিয়ে আগে এককালিন রেজিঃ করতে হবে। আর মূলত এ কারনেই তরুন বয়সের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজ হাতে এই উদ্যোগ নিয়েছেন। সুতরাং কিছুদিনের মধ্যেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড পাব বলে আশা করছি। দোয়া করবেন।

শুভ জন্মদিন ভাই ! ভাই আমি রংপুরে থাকি ! বুট ক্যাম্প কি এর পর আবারো হবে ? আর হলে কিভাবে জানব ?? ইনফরমেশন এর কোন লিংক থকলে একটু জানাবেন প্লিস ??

    @Ashikur Rahman Tomal: বুট ক্যাম্প ও মোবাইল অ্যাপস বিষয়ক বিস্তারিত তথ্য জানতে জানতে বাংলাদেশ সরকারের Ministry of Telecommunication and Information Technology ওয়েবসাইটটি একনজর দেখে আসুন এখান থেকে http://www.nationalappsbd.com/
    শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

thank u bhai…. ami feni te thaki, e training kokhon hobe ekhane keu ki janate paren….?

বিভিন্ন account ভেরিফাই করার জন্য মাঝে মাঝে ভার্চুয়াল ক্রেডিট কার্ড লাগে। কার্ডে টাকা কিংবা ডলার না থাকলেও চলে। যাদের সার্টিফিকেট নাই তারা আপাতত এরকম একটা পছন্দের ফ্রী সার্ভিস পেতে পারেন https://bancore.com এখান থেকে। এই কার্ড আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে লেগেছিল। আপনারাও নিয়ে রাখতে পারেন।