বাংলাদেশকে সরাসরি না বলেছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল।

Paypalবাংলাদেশকে সরাসরি না বলেছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল। প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে আপাতত তারা বাংলাদেশে অপারেশন শুরু করতে পারছে না। নির্ভরযোগ্য সূত্র বলছে, আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার অভিযোগ এনে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। ফলে প্রায় ৫০ হাজার ফ্রি ল্যান্সার যারা বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করেন তাদের আর্থিক লেনদেনের জটিলতার বিষয়টি অমীমাংসিত রয়ে গেল তবে বাংলাদেশের সংশ্লিষ্টরা এখনো আশা করছেন, আপাতত বিমুখ হলেও পেপল ইনকরপোরেট ২০১৫ সালের মধ্যেই বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, এটা ঠিক পেপল আপাতত বাংলাদেশে আসছে না। তবে কোনো দুর্বলতার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের সব নীতি তাদের মানের সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু প্রতিষ্ঠানটি আমাদের জানিয়েছে, দক্ষিণ এশিয়ার জন্য আলাদা সফটওয়্যার করে তারপর আমাদের দেশে আসবে। এমন কথা জানিয়ে পেপলের প্রধান নির্বাহী আমাদের চিঠি দিয়েছে। তবে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব পেপলকে দেশে নিয়ে আসতে। এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ও ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বেসিস এতটা নীতি সহায়তা দেওয়ার পরও পেপল আপাতত না আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের জন্য দুঃখজনক। তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে পেপলকে দ্রুত নিয়ে আসতে। শামীম আহসান বলেন, আমাদের দেশের ফ্রি ল্যান্সাররা গত বছর ৪ কোটি ডলার রাজস্ব আয় করেছে। এ ছাড়াও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো আয় করেছে আরো ১০ কোটি ডলার। এর বাইরেও আরো ৮ কোটি ডলার দেশে এসেছে বলে ধারণা করা যাচ্চে। আগামী ৫ বছরের মধ্যে এ আয় ১০০ কোটি ডলারে পৌঁছবে। স্বল্প খরচে এবং স্বীকৃতভাবে আয়ের অর্থ দেশে আনতে পেপলকে বাংলাদেশে আনতে হবে। সূত্র জানিয়েছে, গত প্রায় দু বছর ধরে আশা করা হচ্ছিল, পেপল বাংলাদেশে আসছে। ফলে অনলাইন ফ্রি ল্যান্সার ও ওয়েব উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রার আয় দেশে আনা সহজ হয়ে যাবে। এ মুহূর্তে দেশে ৫০ হাজার ফ্রি ল্যান্সার কাজ করছে। আগামী বছর এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক পেপল বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তারা আপাতত বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতাকে এ জন্য কারণ হিসেবে দেখিয়েছে ১৯৯৩ সালে ইউরোপে কার্যক্রম শুরু করা এ আর্থিক সংস্থাটি। গত দু বছর ধরে সংস্থাটিকে দেশে আনতে বাংলাদেশ ব্যাংকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে বলেছেন, চলতি বছরেই পেপল বাংলাদেশে আসছে। সূত্র বলছে, গত বছরের সেপ্টেম্বর মাসে পেপলের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যান। তারা ওই সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেন। সে সময় আইনগত নানা দিক পর্যালোচনা করে যায়। বাংলাদেশে অনলাইন পেমেন্টের ঝুঁকি পর্যালোচনা করে একটি মতামত দেওয়া হয় প্রতিষ্ঠানটির সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায়। মূলত ওই প্রতিনিধি দলের মতামতের ভিত্তিতে পেপল সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে না আসার। এ মুহূর্তে বিশ্বের ১৯৩টি দেশে পেপল কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের প্রায় ১৩ কোটি ৭০ লাখ মানুষ এ সেবার সুবিধা উপভোগ করছেন। ২৬টি মুদ্রায় এ প্রতিষ্ঠানটি লেনদেন পরিচালনা করে। এ মুহূর্তে দেশের ৫০ হাজার ফ্রি ল্যান্সার মাসে গড়ে প্রায় ৪০০ ডলার অবধি আয় করতে পারেন। কিন্তু বর্তমানে তারা বছরে গড়ে মাত্র ১৫ ডলার আয় করছে। কেউ কেউ মাসে ৩ হাজার থেকে ৪ হাজার ডলার আয় করতে পারে। কিন্তু বৈধভাবে ৫০০ ডলারের বেশি দেশে আনার সুযোগ নেই। পেপল দেশে কার্যক্রম শুরু করলে এ আর্থিক লেনদেন জটিলতা আর থাকত না। প্রসঙ্গত, এ বছরেই পেপল ২ হাজার কোটি ডলারের লেনদেন করবে বলে ধারণা করছে। বর্তমান পেপল ইবে ইনকরপোরেটের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইবে পেপলের মালিকানা কিনে নেয়। অচিরেই বাংলাদেশ পেপলের কার্যক্রম শুরু করার প্রায় সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে। এ জন্য বৈদেশিক মুদ্রানীতি ছাড়াও সংশ্লিষ্ট বিধি-বিধানেও সংস্কার আনা হয়। কিন্তু তারপরও সংস্থাটি শেষ অবধি সফটওয়্যার সীমাবদ্ধতার কথা বলে আপাতত মুখ ফিরিয়ে নিল। এমন তথ্যই দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

Source: http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2ef07c2e9887f16284fe2a7aaf10d0ed&nttl=28102013234489

Level 0

আমি tourtobangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai amar paypal ta verify korte partwsi na. Help me please.

দেখার কেউ নেই!!

Level 0

আপাতত পেপাল(paypal) আসছে না বাংলাদেশে !
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2ef07c2e9887f16284fe2a7aaf10d0ed&nttl=28102013234489

গতে বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে ’জয়’ বলেছিল, পেপাল (paypal) আসা সময়ের ব্যাপার মাত্র ।সবকিছু কমপ্লিট। কিন্তু এখন এগুলা কি শুনতেছি !!!

কমেন্ট: কিছু বলার নেই

বাংলানিউজ২৪ এর এই রিপোর্টটাকে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞই বলছেন ফালতু নিউজ। কারণ তারা এখানে পেপ্যালকে শুধুমাত্র ফ্রিল্যন্সারদের সুবিধার জিনিষ হিসাবে দেখিয়েছেন। যা আসলে আংশিক সত্য। পুরো সত্য হল এদেশের প্রতিটা মানুষের জন্যই পেপ্যাল দরকার। একটা লেখার লিংক দিচ্ছি, এটায় এই সব বিষয়ে ফোকাস করা হয়েছে, আশাকরি ভাল লাগবে: http://goo.gl/pIUSQi

কপাল খারাপ। সব দোষ বেটা আবুলের……

আর একটি বাজে নিউজ বাই বাংলানিউজ২৪.কম!

প্রথমত এটি বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এর লেখা। আমি এদের শোনার, বোঝার আর বাকিটা ধারনা করে নেয়ার ক্ষমতায় মুগ্ধ। আসল তথ্যের ধারে কাছেও যায়না। নিচে এই রিপোর্টর এর কয়েকেটি বিষয়ের সাথে আমি সরাসরি ব্যাখ্যা সহ বিরোধীতা করছি।

১. নির্ভরযোগ্য সুত্রে নাকি বলা হয়েছে, বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার দুর্বল অবস্থা দেখে নাকি পেপল আসছে না। প্রথমকথা জানিনা কে তার এই নির্ভরযোগ্য সুত্র। যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে তার ওপর আর নির্ভর না করার অনরোধ করছি। দেশের আর্থিক ব্যবস্থাপনা যাই থাক, পেপল নিজেই সুষ্ঠু ও নিরাপদ অর্থ লেনদেনের একটি মাধ্যম যা সরাসরি ক্রেডিট কার্ড বা ব্যাংক এ্যকাউন্ট এর ঝুকিকে অনেকাংশে কমিয়ে দেয়। কাজেই যদি আর্থিক ব্যবস্থাপনা দুর্বল থাকে তাহলে পেপলের আরো আগে আসা উচিৎ। এই ঝুকিপূর্ণ অর্থনীতিকে পূজি করে তারা আরো ভালো ব্যবসা করতে পারবে।

২. বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তার সবটুকু সত্য। পেপল বর্তমানে উন্নয়নশীল দেশের জন্য নতুন পলিসি ও আরো নিরাপত্তা সংবলিত এ্যাপ্লিকেশনের উন্নয়নের কাজ করছে। সেটি সম্পূর্ন হওয়ার সাথে সাথেই তারা এদেশে অপারেশনে নামবে। তবে তারা এখনও আসতে রাজি কিন্তু তাহলে নতুন এ্যাপ্লিকেশন আনার ফলে আরো বড়ো অংকের টাকা বাংলাদেশকেই ‍গুনতে হবে। সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩. পুরো রিপোর্টটি পড়লে মনে হবে, বাংলাদেশ কোন নগন্য একটি অনলাইন মুদি দোকান, যান সাথে ব্যবসা না করার জন্য একবারে “নো” বলে চলে গেছে। গাধাগুলোর রিপোর্টের টোনেও দেশের একটি অপমানজনক দিক তুলে এসেছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আজকালকার সাংবাদিকদের অধিকাংশই এমন। অর্থেক শোনে, তার অর্ধেক বোঝে, আর বাকিটা মনের মাধুরী মিশিয়ে জগা-খিচুড়ী বানায়।

ভাই কপাল খারাপ থাকলে ঠেকাই কে। আসল কথা হলো আমাদের দেশের বড় বড় লোকজন দুর্নীতিতে ভরে গেছেতো তাই এধরনের সিদ্ধান্ত নিয়েছে পেপল। যেদিন থেকে আমার দেশের দুর্নীতি বন্ধ হবে সেদিনই পেপল আমাদের দেশে আসবে।