পেপাল চালুর জন্য হা হুতাশের শেষ নেই ফ্রিল্যান্সারদের, সরকার নির্বিকার !

প্রথমে জানিয়ে রাখি বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট ভেরিফাই করে কিভাবে টাকা বাংলাদেশে আনতে  পারবেন এবিষয়ে সাজেদুল ভাই ইতিমধ্য আমাদের জন্য সুন্দর একটি এই লেখাটি আমাদের উপহার দিয়েছেন ,  আমার মতে এটাই একমাত্র বাংলাদেশ থেকে পেপাল ভেরিফাই করার নিরাপদ ও টাকা আনার সহজ উপায় , এই পদ্ধতি যতই নিরাপদ মনি করি কিন্তু সরকারী ভাবে এখনো পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আসে নাই, তাই আমাদের উপরে বিভিন্ন খড়গ চাপিয়ে দেয়া হচ্ছে, অকারনে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের হাজার হাজার ডলার সহ একাউন্ট লিমিট করে দেয়া হচ্ছে, আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশে চালুর দাবিতে সক্রিয় আছি বাংলাদেশে প্রথম পেপাল চালুর দাবিতে আমিই টেকটিউনস সহ বিভিন্ন ব্লগে লেখালেখি শুরু করি  ও এক সময়ে ফেসবুক ভিত্তিক গ্রুপ অনলাইন ডলার মার্কেটের  এডমিন  থাকার সুযোগে অনেক মানুষের হা হুতাশ আমাকে শুনতে হয়েছে,  এনিয়ে বিস্তারিত আলোচনার আগে কিছু ফ্রিল্যান্সারদের বক্তব্য হুবুহু তুলে ধরছি,

Al Mamun  Rubel vhi amer Paypal account ta limit kary desha ki karbo $403 asa ,plz help me

Ariful Islam Shaon      তার স্ট্যাটাসে বলেন
পেপাল এর জন্য এ বছরে ডিরেক্ট কাজ হারাইছি ৭টা! এবার মনে হচ্ছে ইলেক্ট্রিসিটি এর জন্য কাজ হারানো আরম্ভ হবে। দিনে রাতে একবেলাও কারেন্ট স্টেইবল না! :-/ — feeling down.
Mohammad Obhi onek din aghe theke shunlam ..Paypal naki Bd te Sept. er moddhe ashbe .. kintu ekhon to Dec. chole ashse , to ki holo paypal -r ??
Raaz  i need paypal account
Shahjalal Raju Bangladesha ke paypal chalu hoycha keaw janaban please.hola kevhaba korta hoba jannan please
Ansar Ali paypal kobe ase be bd te asbe na ki asbe na
Anonto Akash আমরা জানি পেপাল আমাদের সকলের দাবী। এটা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর সাথে আষ্টে-পৃষ্ঠে যেভাবেই জড়িত, সবাই একমত পোষণ করবেন আমি জানি। আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো- মিডিয়ায় যে ভাই-বোন রয়েছে আমাদের, তাদের মাধ্যমে এটাকে পেছন থেকে সামনে নিয়ে আসতে হবে। আর এ জন্য মানববন্ধন, মৌন মিছিল, মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আবেদন। এই রকম কিছু ইভেন্ট করা যেতে পারে। এ জন্য সংঘবদ্ধ হয়ে একত্রিত হতে হবে। কারণ আমরা যারা এ কাজের সাথে জড়িত, তারা জানে পেপাল আমাদের জন্য কত জরুরী।
Nīrōb RāżpūTrō sonar horin hoyei thakbe may mass 30 tarik ajke 🙁
Rehan Khan May te paypal Bangladesh a start hobe sune cilam....kintu May to half chole gese....asholei ki start hobe???????

Mohsin Ahmed Assalamualaikum vai,kmon asen?

Firstly lift limit silo but just ajke ora mail korlo je amar paypal limit kora hoise.

Arif Ali paypal amake limit korese with 70$

এবিষয়ে আমাকে বলেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সার Mashiur Rahman

পেপাল বাংলাদেশে আসাতে তো কোনো সমস্যা নাই, সমস্যস হলো বাংলাদেশের সরকারের। ইকোনোমিক কি একটা ল-এর কারনে নাকি সমস্যা হচ্ছে। ---- গুগল এ পাইলাম ।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার কাছে এব্যাপারে জানতে চেয়েছিলামঃ

  বাংলাদেশে কেন পেপাল চালু হচ্ছেনা ? বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কতটুকু উদ্যগী ?

উনার উত্তর দেখুন

Zahangir Alam

গতকাল ব্যাংক বোর্ড মিটিং গেছে আলোচনা হয়েছে...খুব সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে সিদ্ধান্ত হবে ।

ফ্রিল্যান্সার Tawhidul Islam ভাই এবিষয়ে বলেনঃ

পেপাল এর প্রয়োজনীয়তা অনেক তা বলে শেষ করা যাবে না , তবুও কিছু পয়েন্ট তুলে ধরলাম:
[] আমরা যারা কোন সংস্থা/সংঘের জন্য বাইরে থেকে অর্থ সাহায্য পেতে চাই তারা সহজেই পেপাল এর মাধ্যমে পেতে পারি। যদি আমরা আমাদের নির্দিষ্ট কোন স্থানে পেপাল ডোনেট বাটন লাগিলে রাখি তাহলে অনেকে যদি এক দুই সেন্ট করেও দেয় তাহলে তার পরিমান অনেক দাড়ায়
[] আমরা যারা ফ্রীল্যান্সিং করি তারা টাকা তুলতে অনেক সমস্যার সম্মুখীন হই , দেরি হয় টাকা পেতে , বেশি চার্জ কাটে। কোন বায়ার টাকা পাঠাবে তার ব্যবস্থা নেই
[] আমরা যারা আমাদের পন্য অনলাইনে কেনা বেঁচা করতে চাই তারা তা পারছি না পেপাল এর জন্য। পেপাল হলো নিরাপদ মাধ্যম।
[] নিজের জন্য বা প্রতিষ্ঠানের জন্য ডোমেইন হোষ্টিং কিনব তাও সম্ভব না এই পেপাল ওর কারনে
এরকম নানা বিধ কারনে আমাদের পেপাল প্রয়োজন

পেপাল দেশে না আসার পিছনে কারা দায়ী সরকার .পেপাল .অন্য কেউ ?

পেপাল কেন দেশে আসছে না তা আমাদের বোধগম্য না। এটা একটা রাজনৈতিক ব্যাপার। আমার যতদুর মনে হয় সরকারের যুগোপোযোগি সিদ্ধান্ত গ্রহনে হেয়ালি বা দেশের বেসরকারী ব্যাংক গুলোর চাপে পেপাল দেশে আসছে না।

পরিসংহার:

আমাদের যে শুধু পেপাল দরকার তা নয়। পেপাল ছাড়াও পেমেন্ট মাধ্যম উন্নয়ন যেমন মানিবুকার্স , গুগোল এডসেন্স ইত্যাদির উন্নতি সাধন করতে হবে। ইন্টারনেটের স্পীড বাড়াতে হবে।

লোডশেডিং  এর জন্য পুরা লেখা শেষ করতে পারলাম না ! বিস্তারিত আসছে

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেও তো পেপাল দেও …।। পেপাল ছাড়া কি বাংলাদেশ ঘন্টা ডিজিটাল করবা !!!

    Level New

    @আমি কে !!!: শাবাশ ভাই, ঘণ্টার ডিজিটাল …

      @আহত: ভাই… কি বলমু এই ঘণ্টার সরকার কে, তাদের তো আর লজ্জা শরম নাই ।। দেখেন নাই রেশমার ঘটনাটা !!! পুরাই লুল …………

Level 0

সরকারের ট্যাক্স দেয়া বন্ধ করেন , দেখব এত বদমায়েশি কোত্থেকে আসে । হ্যাক করা আরম্ভ করে দিন না হ্যাকার ভায়েরা , সরকারি সাইট হ্যাক করে হোমপেজে লিখুন ,”মানুনিও সরকার , দাবি মানো নয়ত ………।”
http://21virtuallibrarybd.tk

Level New

রুবেল ভাই, আপনার কথায় তো আমি পুরাই লুলায়িত …

ভাই আপনারে ছোট মুখে একটা বড় কথা বলি কিছু মনে কইরেন না ।
আপনারা আসলে একটা জিনিসে স্হির থাকতে পারেন না । কয়েকদিন পেপাল দাও , কয়েকদিন ইন্টারনেটের দাম কমাও । একবার এটা , আরেকবার ঐটা । এ অনিয়মিত আন্দোলনর কারণে আমাদের দাবি আদায় হচ্ছে না ।
আপনি যেই সাইটার ADMIN মানে পিসিহেল্পলাইন বিডি এর উদ্যোগে ইন্টারনেটের দাম কমানোর দাবিতে যে কার্মসূচির আয়োজন করছিলেন সেটা হটাৎ বন্ধ হয়ে গেল কেন । আর বন্ধই যদি করতেন তাহলে শুরু করার কি দরকার ছিল । এখোনো 1GB = 345 tk
আমি বুঝলাম না কিছুই বুঝলাম না ।

    Level New

    @স্বপ্নবাদী সিফাত: সিফাত ভাই, কোনকিছুই বন্ধ হয় নাই, আমাদের আন্দোলন এখনও চলতেছে । আমাদের সমস্যা অনেক । আমরা চেষ্টা করতেছি সবগুলাই একসাথে তুলে ধরার জন্য । আমরা বাংলা পরীক্ষা, ভূগোল পরীক্ষা এইসবের হিসাব করি না। আমরা পেপাল চাই, আমরা কম টাকায় ইন্টারনেট চাই । আমরা আরও সমস্যাগুলোর সমাধান চাই । আমরা বৃষ্টিতে ভিজে মানববন্ধন করি মাত্র ৩০ জনকে নিয়ে , কারন আপনারা শুধু কমেন্ট লিখেই সমালোচনা করতেই জানেন , রাস্তায় নামতে জানেন না ।

      @আহত: একমত

      @আহত: ভাই কথাটা ভুল বললেন । আমি থাকি কুমিল্লায় । আমার পক্ষে ঢাকায় এসে আন্দোলন করা সম্ভব না । আমাদের এখানে প্রেসক্লাবের সামনে ফেসবুক গ্রুপ Bee Black Boys Of Comilla ও কুমিল্লার বার্তা ডটকমের সহযোগিতায় মানববন্ধন হইছিল এবং সেটাতে গেছিলাম । এরপর আর কোন কর্মসূচি আসল না ।
      এখন আপনিই বলেন অনলাইনে চিল্লাচিল্লি না কইরা কি করতাম ।

        @স্বপ্নবাদী সিফাত: ধৈর্য হারা হবেন না , সবকিছু সময়ের ব্যাপার । যখন প্রথম পেপাল নিয়ে লেখা শুরু করেছিলাম অনেকে অনেক কথা বলেছে , চালু হোক না হোক মন্ত্রীরা তো এখন আশ্বাস দেয় তাইনা ? একদিন দেখবেন ঠিক চালু হবে , নেটের দাম কমানোর ব্যাপারে যেটা বললেন , বিটিআরসি ইতিমধ্য আশ্বাস দিয়েছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তি আমাদের মাঝে ঢোকার চেষ্টা করেছে যে কারনে কিছুটা ধীর গতি এসেছে । আর আমার এই লেখার মধ্য পিসি হেল্পলাইন কে টেনে আনা ঠিক হয়নি , টেকটিউনসে আমার যত লেখা তার অর্ধেক পিসি হেল্পলাইনে নাই ।

          @MD. RUBEL AHMED: যেহেতু PCHELPLINEBD উদ্যোগটা নিছে সেহেতু এর CREDIT পাওয়ার অবশ্যই অধিকার আছে । এতে যদি কেউ মাইন্ড খায় আমার কিছু করার নাই ।
          আর যে ধীর গতির কথা বললেন সেটা আমি facebook এ লক্ষ্য করছি । আপনি আগে নিয়মিতভাবে দাম কমানো নিয়ে পোষ্ট দিতেন এখন আর দেন না । আগে পোষ্ট share করে একটু আশায় থাকতাম যে এবুঝি দাম কমল ।
          আর অপারেটরা তো মনে হয় আমাদের বেয়াই লাগে । খালি মষ্করা করে । কয় P1 এর দাম কমাইব । এ সমস্ত জিনিস দেইখা ধৈর্যের বাধ না ভাইঙা উপায় আছে ।

        Level New

        @স্বপ্নবাদী সিফাত: সিফাত ভাই , জেনে খুশি হইলাম , আপনিও সক্রিয় এই বিষয়ে । অন্যেরা কখন কোন কর্মসূচি দিবে সেই আশায় বসে না থেকে নিজেই কর্মসুচির আয়োজন করেন । আমরা তো আছিই এই বিষয়ে সাহায্য করার জন্য ।

          @আহত: ভাই আমি অনেক ছোট । মাত্র SSC পরীক্ষা দিছি । আমারে কেও গনায় ধরব না । যদি কোন সংগঠন উদ্যোগ নেয় তাহলে শেষ পর্যন্ত থাকব ।
          তবে এবার আমি কলেজ এ ভর্তি হইছি । এখন বন্ধুদের নিয়া যদি কিছু করা যায় । 1জুলাই থেকে ক্লাস শুরু হবে । অপেক্ষায় আছি ।
          আশা করি আপনি আমার অবস্থাটা বুঝবেন ।

    @স্বপ্নবাদী সিফাত: পেপাল নিয়ে আন্দোলন কিন্তু আমার একদিনের না ! আপনি এই পোস্টের রিলেটেড পোস্ট দেখুন আমার লেখা কবে থেকে শুরু হয়েছে, নেটের দাম কমানোর দাবিতে আমরা এখনো অটল , বিটিআরসি কি পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় আছি ।

      Level 0

      @MD. RUBEL AHMED: চিন্তা কইরেন না। বিটিআরসি আপনার সমস্ত দাবি মানার পরিকল্পনা করতেসে। তবে সেই পরি + কল্পনা বাস্তবায়ন হতে সামান্য সময় লাগবে। বেশি না এই ধরেন আগামি পাঁচ ছয় বছর। এমনকি দশ পনের বছরও লাগতে পারে। আশাকরি এই সামান্য সময়টুকু আপনি ম্যানেজ করে নিতে পারবেন। 😀

Level 0

পেপাল জন্য আন্দোলন চালিয়ে যাইতে হবে থামলে হবে না আমাদেরকে যত দিন আমাদের দাবী আদায় না হবে আন্দোলন চলবে চলবে http://www.bookbd.net

    @bookbe.net: ভাই কারে আন্দোলনের ভয় দেখান ??? এই ঘণ্টার ডিজিটাল সরকারকে !!

Level 0

জনাব রুবেল ভাই, আপনার পোস্টটা পড়ে আমার দুঃখও হয় আবার হাসিও পায়। দুঃখ পায় এই জন্য যে আপনি আমাদের দেশের অনেক দিনের পুরানো সমস্যা নিয়ে নতুন করে বলেছেন। আর হাসি পায় এই জন্য যে আমি আপনি সহ, আমরা সবাই জানি যে এইসব সমস্যার জলদি সমাধান হবে না। চাই আপনি বা আপনার যতই আন্দোলন আর চিল্লাচিল্লি করেন কিন্তু এর ফলটা আপনি ভাল করেই জানেন। আপনার বৈধ দাবীর অবৈধ পরিনাম ভেবে হাসিও পায়।

কি করি বলেন তো ??

MD. RUBEL AHMED ami apner akta bapare complain kortay chai…apner post a …”http://www.pchelplinebd.com/archives/55723 PAYONEER SIGNUP LINK (এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমি নিজেও পাব ২৫ ডলার)”

Apner ai link ar maddome signup korlay …

Annual card account maintenance $29.95
ATM withdrawal $3.15

Lagbe per year.

Odesk.com Thakay apply korlay …

Card activation $9.95
Monthly card account maintenance 3 USD for 1st month ..then 1 uSD
Total 23.95 USD for 1st year then 12 USD

ATM Withdrawal – outside U.S. $2.15

kazei apner PAYONEER SIGNUP LINK ki valo holo…….ami ki buzate chaci ….buzesen?

    আপনার হিসেবে এই লিংকে বাত্‍সরিক চার্জ ২৯.৯৫ আর আর যেটা দেখালেন তাতে ৯.৯৫ + ৩+১১ পুরাটাই আপনার পকেট থেকে গেলো . আর লেখাটা ভালো করে পড়ুন এটা মূলত পেপালে টাকা কিভাবে বাংলাদেশে আনবেন তা বুঝানো হয়েছে . আগে থেকে কার্ড থাকলে নতুন কার্ডের জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে ।

Level 0

You are absulutely right. I agree with you at every point. Thank you.

Feel free to visit my post: Tips to Used Car Buy