ইউটিউব মার্কেটিং- সহজে অনলাইন ইনকাম

ইউটিউব মার্কেটিং- সহজে অনলাইন ইনকাম

এখন থেকে যে কেউ চাইলে অনলাইনে ইউটিউবিং মার্কেটিং করতে পারে। অনলাইনে ইউটিউবিং মার্কেটিং করতে টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবিং মার্কেটিং অনলাইনে করা যায়।

  • Techtunes এ স্বাগতম নতুন এক আর্টিকেলে! উপকারী একটি আর্টিকেল আজকে আশাকরি আপনি পড়তে বসেছেন! যদিও সহজ সরল ভাবে আর্টিকেল সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব আমার।
  • তাই হয়তো ভুলত্রুটি কিছুটা হতে পারে! আমার প্রচেষ্টা থাকবে তবে আপনারা সংশোধনের সুযোগ করে দিবেন আশা রাখি। যাতে করে পরবর্তীতে আপনাদের কাছ থেকে নতুন কিছু শিখতে এবং শেখাতে পারি।
  • যাই হোক আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন ও পড়ার চেষ্টা করবেন। আমি আমার পক্ষ থেকে সহজ সরল ভাবে আর্টিকেল উপস্থাপন করার, চেষ্টা করব! কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় আর্টিকেলটি শুরু করে চলুন!

ইউটিউব মার্কেটিং আসলে অনলাইন কিভাবে ইনকাম দিয়ে থাকে?

ইউটিউবিং মার্কেটিং বলতে ইউটিউব এর ভেতর যে সেবা সমূহ এগুলোকে বুঝায়। যেমন youtube যেহেতু ভিডিও শেয়ারিং এক প্লাটফর্ম। তাই এখানে ভিডিও থাকা স্বাভাবিক, youtube বে মার্কেটিং বিভিন্নভাবে করা গেলেও, আপনি চাইলে ইউটিউবে এর পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারেন।

  • এবং সেখানে জয়েন হয়ে আপনি youtube প্লাটফর্মে ভিডিও আপলোডিং করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ইউটিউবে একটি অ্যাকাউন্ট তৈরি করে একটি চ্যানেল তৈরি করতে হবে, তারপর আপনার চ্যানেলে করতে হবে ভিডিও আপলোড তারপর পার্টনার প্রোগ্রামে জয়েন হয় আপনি youtube থেকে বা ইউটিউব মার্কেটিং করে ইনকাম দিয়ে থাকে। অনলাইনে ঠিক এভাবে করে ইউটিউব মার্কেটিং এ টাকা দিয়ে থাকে।

ইউটিউব মার্কেটিং করে - সহজে অনলাইন ইনকাম সম্ভব?

অনলাইনে অনেক মাধ্যম অবলম্বন করে টাকা ইনকাম করা গেলেও ইউটিউব মার্কেটিং করে অনলাইনে টাকা ইনকাম করার সত্যি সহজ। কারণ একটি ভিডিও বানাতে এবং আপলোড করতে তারা সুযোগ দেয় কোন প্রকার টাকা পয়সা ছাড়াই।

  • তাছাড়াও ইউটিউব মার্কেটিং করতে বড় বড় কম্পিউটার বা পিসির প্রয়োজন হয় না। ইউটিউব মার্কেটিং আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। সুতরাং আমার যেটা মনে হয়, ইউটিউব মার্কেটিং করে সহজে অনলাইনে ইনকাম সম্ভব।

ইউটিউব মার্কেটিং করে অনলাইনে ইনকাম শুরু যেভাবে করবেন!

শুরুতেই বলেছি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব মার্কেটিং করার জন্য। এখন বিষয় হচ্ছে কি ধরনের ভিডিও? দেখুন এমন কোন ভিডিও আপলোড করবেন না যেগুলি ইউটিউবের নিয়ম নিজের বাইরে পাশাপাশি, যেগুলি মানুষের পছন্দ সে ভিডিও আপলোড করতে হবে।

যেমনঃ

  • # Entertainment
  • # Technology
  • # Educational

আপনার নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভিডিও একটি চ্যানেলে আপলোড করতে করতে যখন, ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার অনুমতি দেয়, সেই শর্ত পূরণ করতে হবে এবং পূরণ হয়ে গেলে আবেদন করতে হবে। আবেদন কনফার্ম ভাবে একসেপ্ট হলে ইউটিউব মার্কেটিং এ আপনি টাকা ইনকাম শুরু করতে পারবেন।

ইউটিউব মার্কেটিং করে অনলাইনে কি পরিমান ইনকাম সম্ভব?

অনেকে বিশ্বাস করবেন না আমি যদি বলি প্রতি মাসে ইউটিউব মার্কেটিং করে লক্ষ ইনকাম সম্ভব। কিন্তু সত্যিকার অর্থে ইউটিউবে প্রচুর পরিমাণে টাকা ইনকাম সম্ভব যদি আপনার সঠিক গাইডলাইন থাকে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে youtube মার্কেটিং এর জ্ঞান অর্জন পারেন।

  • পরিশ্রমী হয়ে নিয়মিত কাজ করেন ধৈর্য ধরে তাহলে আপনিও লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম হবেন, শুধু ইউটিউব মার্কেটিং করেই। সত্যি কথা বলতে ইউটিউব মার্কেটিং করে এমন লোক রয়েছে যারা ১০-১৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছে আমার জানা মতে। তাই বলতে পারি আপনিও হয়তো প্রচুর পরিমানে ইউটিউব মার্কেটিং করে টাকা কামাই করতে সক্ষম হবেন।

ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে হাতে টাকা আসবে যেভাবে!

  • ইউটিউবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে, এবং পার্টনার প্রোগ্রাম এক্সেপ্ট হলে ইনকাম শুরু হয়। তারপর youtube এর প্ল্যাটফর্ম সর্বনিম্ন টাকা উত্তোলনের যে এমাউন্ট দিয়েছে, (বর্তমানে 100 ডলার) সেটা আপনার ব্যালেন্সের যোগ হলে উত্তোলন করে নিতে পারবেন।

যদিও উত্তরণ করার জন্য অনুরোধ পাঠাতে হয় না তারা প্রতি মাসে দিয়ে দেয়, আপনাকে শুধু ব্যাংক অ্যাকাউন্ট এর ইনফরমেশন গুলো সঠিকভাবে পূরণ করে দিলেই হলো। প্রতিমাসে সর্বনিম্ন টাকা আপনার একাউন্টে থাকলেই তারা পাঠিয়ে দিবে তাদের বলতে হবে না।

ঠিক এভাবে করেই ইউটিউব মার্কেটিং করে অনলাইন থেকে টাকা হাতে আসে। টাকা ইনকাম ইউটিউব মার্কেটিং এ অনেকটা নির্ভর করে ভিজিটরদের ওপর। তাই অবশ্যই এমন ভিডিও বা কনটেন্ট আপলোড করবেন যেগুলো মানুষ দেখতে চাই ভালো লাগে। তাহলে আপনিও অনলাইনে ইউটিউবিং মার্কেটিং করে টাকা ইনকাম শুরু এবং টাকা হাতে পাবেন এভাবে করেই।

যে আর্টিকেলটি পড়লেন এটি আমার কাছে উপযোগী এবং শিক্ষনীয় মনে হয়েছিল, আমার কাছে ইন্টারেস্টিং লাগার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম! কোথাও ভুল ত্রুটি দেখা দিলে অবশ্য সংশোধনের সুযোগ আপনাদের কাছ থেকে আশাকরি!

  1. আপনার কোন বিষয়ের আর্টিকেল? Techtunes প্ল্যাটফর্মে প্রকাশ হোক সেটি পছন্দ! যেটা টিউমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার মানসম্মত মতামতকে গ্রহণ করার চেষ্টা করব এবং নিয়মিত আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করব!
  2. আজকের এই আর্টিকেল আপনার কাছে কতটা ভালো লেগেছে জানিনা! (যদি পারেন টিউমেন্টে সেটি বলে উৎসাহ দিতে পারেন বা নির্দিষ্ট বিষয়টি জানাতে পারেন)
  3. আর্টিকেল এর কোন অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন। আমার আর্টিকেল সম্বন্ধিত যেকোনো ধরনের প্রশ্ন অথবা নির্দিষ্ট বিষয়ের সমস্যার সমাধান, , , আমি পারলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব!

আজকের আর্টিকেলটি সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ। Techtunes প্ল্যাটফর্মে বিভিন্ন রাইটার সুন্দর সুন্দর আর্টিকেল নিয়মিত লিখে থাকে। সুতরাং এই আর্টিকেল গুলি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আমরা Techtunes প্ল্যাটফর্মে আরো ভালো ভালো আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করবো! আবারো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Student!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস