আজ আজ আপনাদের সাথে এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে অনলাইনে ইনকাম এর ক্ষেত্রে একটি নতুন দিগন্ত রচনা করেছে তার নাম হচ্ছে GOOGLE ADSENSE
আজকাল আমরা ইউটিউব ভিডিওতে, ওয়েবসাইটে কোন আর্টিকেল পড়তে গেলে প্রচুর পরিমাণে Ads দেখে থাকি। এই Ads গুলো কোথা থেকে আসে। এর উত্তর হচ্ছে গুগল এডসেন্সই এই ads গুলো নিয়ন্ত্রণ করে থাকে।
একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে। বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬৮ শতাংশ (কনটেন্ট এর ক্ষেত্রে) এবং ৫১ শতাংশ (সার্চ এর ক্ষেত্রে) ওয়েবমাস্টারদের মাধ্যমে বিতরণ করে গুগল Ref. Wikipedia. ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন। এর মাধ্যমে বছরে প্রায় ৫০০০-৮০০০ USD আয় করা সম্ভব। এই আয় কম বেশিও হতে পারে তা নির্ভর করে ওয়েবসাইটের ধরন, কনটেন্ট, জনপ্রিয়তার উপর।
এডসেন্স একাউন্ট মূলত পার্টনারশিপের উপর ভিত্তি করে দুই প্রকার
কেউ নিজের মনে খুশি মত গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারবে না। তার কিছু কিছু জিনিস প্রয়োজন হবে। তাদের কিছু গাইডলাইনস আছে। এই গাইড লাইন মেনে চলতে হবে। নিচে এর মধ্যে কিছু কিছু দেওয়া হলো:
1. আপনার বয়স মিনিমাম ১৮ প্লাস হতে হবে
2. আপনার ওয়েবসাইট / ইউটিউব চ্যানেল থাকতে হবে
3. আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে মানসম্মত কনটেন্ট থাকতে হবে
4. অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ফোন নাম্বার চাইতে পারে
Google Adsense-এ আয় করতে চাইলে সর্বপ্রথম আপনার একটি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকতে হবে যেখানে আপনি আয় করেন। তারপর তাদের গাইডলাইন অনুযায়ী আপনার কাজ মিলে গেলে আপনি তাদের কাছে আবেদন করতে পারবেন। তারপর তারা আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল চেক করবে এবং আপনাকে তারা এসব দিবে
এখন প্রশ্ন হচ্ছে যে কোন আর্টিকেলে কি অ্যাড দেখানো সম্ভব। উত্তর না। Google Adsense এর সাথে কোলাবানেশন করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে নূন্যতম কিছু ভিজিটরস প্রয়োজন। গুগল এডসেন্সের সাথে জড়িত হতে হলে আপনার ওয়েবসাইটিকে তাদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে।
Google Adsense -এ আপনার আবেদন Approved হলে তারা আপনাকে এডস দিবে। এই এডস চাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার টিউনের কোথায় এডটি থাকবে, কতটুকু থাকবে তা আপনি customize করতে পারবেন।
যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটিউব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপণ লাগাই বা দেখাই তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপণ দেখানো হয়। আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপণ গুলি দেখে এবং তাতে ক্লিক করে তখন গুগল এডসেন্স সেই view বা click এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।
আর, এরকম করে বিজ্ঞাপণে view এবং ক্লিক হোতে হোতে যখন আপনার adsense একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায় তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।
সর্বশেষ বলব Google Adsense ঘরে বসে ডলার আয় করার একটি দারুন পদ্ধতি বের করেছে। বর্তমানে এই Google Adsense হচ্ছে Freelancer-দের জন্য সোনার ডিম পাড়া হাঁস। কারন আপনি আপনার কন্টেট থেকে তো আয় করছেনই আবার পাশাপাশি এডস দেখিয়েও আয় করছেন।
আমি প্রনয় পোদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।