
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বলেন.
আশাকরি ভালো আছেন। তবুও, পারলে একটু কষ্ট করে টিউমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
অনলাইনে ইনকাম করার অন্যতম কার্যকরী নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পদ্ধতি হলো ওয়েবসাইট বা ব্লগিং। আপনি একটি ওয়েবসাইট কিংবা একটি ব্লগ তৈরি করে এবং তাতে ভালমানের আর্টিকেল দিয়ে ঘরে বসে আয় করতে পারবেন। অনেকেই ভাবে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলেই ডলার ডলার ইনকাম করা যায়। কিন্তু শুধু ব্লগ তৈরি করলেই ইনকাম করা যায় না বরং তাতে নিয়মিতি ভালমানের আর্টিকেল শেয়ার করে ভিসিটর আনতে হয়। যত বেশি ভালো আর্টিকেল তত বেশি ভিসিটর, যত বেশি ভিসিটর তত বেশি আয়।
আর আপনার ওয়েবসাইট কিংবা ব্লগে যদি যথেষ্ট পরিমানে ভিসিটর থাকে তবে আপনি অনেক আয় করতে পারবেন। ওয়েবসাইট বা ব্লগ থেকে আয় করার অসংখ্য মাধ্যম রয়েছে। তার মধ্যে অন্যতম কিছু নিচে দেয়া হলঃ
- গুগল অ্যাডসেন্স
- এফিলিয়েট মার্কেটিং
- স্পনসর বিজ্ঞাপণ
গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম (Google Adsense থেকে tk income)
গুগল অ্যাডসেন্স গুগলের একটি অ্যাড পাবলিশিং কোম্পানি। আপনার ওয়েবসাইট এর কনটেন্ট অ্যাডসেন্স এর সাথে মনিটর করাতে পারবেন। বিজ্ঞাপণ থেকে যে পরিমাণ আয় হবে গুগল সেই অর্থের এক শতাংশ আপনার সাথে শেয়ার করবে। কিন্তু ভালমানের অসাধারণ কনটেন্ট ছাড়া আপনি বেশি আয় করতে পারবেন না। আপনি ১০-১৫ টা ভালোমানের আর্টিকেল লিখে গুগল এডসেন্স পেয়ে যাবেন। আর মানুষ আপনার আর্টিকেল যত বেশি পছন্দ করবে এবং যত বেশি ভিউ হবে আপনি বিজ্ঞাপণ থেকে তত বেশি আয় করতে পারবেন।
তাছাড়া অনেক অ্যাড পাবলিশিং কোম্পানি রয়েছে যারা অনেক ভালো রেট দিয়ে থাকে। আপনি এই সব অ্যাড পাবলিশিং কোম্পানির বিজ্ঞাপণ ব্যবহার করেও ভালো ইনকাম করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম (Affiliate marketing থেকে income)
ওয়েবসাইট বা ব্লগ থেকে অর্থ উপার্জন এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। নিচে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তাই দেরি না করে এখনই নিজের জন্য একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে ফেলুন। তারপর আপনার টিউন বা কনটেন্ট বা আর্টিকেল গুলো সকলের সাথে শেয়ার করুন।
আজকাল ওয়েবসাইট বানাতে মাত্র এক হাজার টাকা হলেও হয়। খুব বেশি হলে ২-৩ হাজার টাকা খরচ পড়তে পারে। আপনি নিজেও তৈরি করতে পাড়েন অথবা অন্য কাউকে দিয়ে বানাতে পাড়বেন। তাছাড়া গুগল এর ব্লগার সেবাটি সম্পূর্ণ ফ্রি। এটি দিয়ে খুব সহজেই ব্লগিং সাইট তৈরি করে ব্লগিং করতে পারেন এবং ভালো ভালো কনটেন্ট বানাতে পারবেন। এখানেও আপনি গুগলন অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবে।
তাছাড়াও আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগেই একটি আর্টিকেল লিখেছি অবশ্যই পড়ে আসুন। https://www.techtunes.io/outsourcing/tune-id/701883
স্পনসর বিজ্ঞাপণ থেকে ইনকাম (Sponsor ad থেকে online income)
আপনার ওয়েবসাইট বা ব্লগ অন্যান্য স্পনসর কোম্পানির যেকোনো প্রোডাক্ট প্রচার করে অথবা পণ্য রিলেটেড আর্টিকেল প্রকাশ করেও আপনি আয় করতে পারবেন।
আপনার ওয়েবসাইট বা ব্লগ যত বেশি জনপ্রিয় হবে আপনার স্পনসরশিপ রেট তত বেশি হবে। আপনার ব্লগে যদি অনেক বেশি ভিজিটর থাকে ও আপনি যদি অনেক ভালমানের লেখক হন তবে আপনি ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন একটি স্পনসর টিউন থেকে।
আমি টিএফ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।