৫ টি উপায়ে খুব সহজে অনলাইনে ইনকাম করুন

আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশাকরি এই করোনা পরিস্থিতিতেও আপনার সকলেই সুস্থ্য রয়েছেন। টেকটিউনসে আমার আজকের আর্টিকেলে আমি আপনাদের খুব সহজেই অনলাইনে ইনকাম করার জনপ্রিয় ও কার্যকরী ৫ টি উপায় সম্পর্কে জানাবো।

আপনারা তো জানেন বর্তমানে করোনা কতটা ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে পৃথিবীর প্রায় সব দেশেই চলছে একের পর এক লকডাউন। যার প্রভাবে অনেকেই তাদের কাজ হারিয়ে বেকার হয়ে বাসায় বসে আছে। অনেকের হয়তো ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

করোনার কারণে যেটি বন্ধ হয়ে গেছে। যার ফলে তারা অনলাইনে অর্থ উপার্জনে গুরুত্ব দিচ্ছে। আজকে আমি আপনাদের অনলাইনে অর্থ উপার্জনের যে ৫ টি উপায় সম্পর্কে জানাবো। এগুলোর মাধ্যমে আপনিও অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

১. ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন:-

আপনারা হয়তো অনেকে জানেন ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ের অনলাইনে ইনকামের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকেই খুব সহজে মাসে ৪০, ০০০ থেকে ৫০, ০০০ টাকা ইনকাম করছে।

তাই অনেকেই এটিকে তাদের প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন দেশের কাজ করতে পারবেন। তার বিনিময়ে তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন।

তাহলে আপনি বিভিন্ন দেশের বড় বড় কাজ পেতে পারেন। যার ফলে আপনার ইনকাম বেশি হবে। তবে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে।

আর ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার জন্য আপনাকে ধৈর্য্যও ধরতে হবে। শুরুতে এই কাজটি আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে। কিন্তু যখন একটু অভিজ্ঞতা হয় তখন কাজটি সহজ মনে হবে।

অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায়। যেমন : freelancer.com, upwork.com, fiverr.com

২. ইউটিউবিং করে অর্থ উপার্জন:-

ইউটিউব আমারা কে না চিনি। ছোট থেকে বড় প্রায় সবাই ইউটিউব সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখে। কারণ ইউটিউব বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি।

এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই। আপনি যদি ইউটিউব সম্পর্কে জানেন। তাহলে আপনি এটাও জানেন যে ইউটিউব এর মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। এজন্য আপনার প্রয়োজন একটি ইউটিউব চ্যানেল।

যার মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। নির্দিষ্ট একটি ক্যাটাগরির ওপর আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আপনি যে বিষয়ের ওপর বেশি ভালো ভিডিও বানাতে পারবেন আপনাকে সেই বিষয়ে চ্যানেল তৈরি করতে হবে।

এরপর আপনাকে ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। আর চ্যানেল মনিটাইজেশন এর জন্য আপনাকে গুগল অ্যাডস্যান্সের কাছে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাডস্যান্স অ্যাপ্রুভ হয় তাহলে ইউটিউব থেকে আপনার ইনকাম শুরু হবে।

৩. আর্টিকেল লিখে অর্থ উপার্জন:-

আপনারা যদি অনলাইনে খুব সহজেই এবং খুব কম পরিশ্রমে অর্থ উপার্জন করতে চান। তাহলে অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। কারণ আপনাদের মাঝে অনেকে আছেন যারা ভালো আর্টিকেল লেখতে পারেন বা লেখেন।

কিন্তু এর বিনিময়ে কোনো টাকা পান না‌। কিন্তু অনলাইনে লেখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে কাজ করতে চাইলে আপনাকে বেশি কিছু জানতে হবে না। আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে চান সেই বিষয়ে প্রথমে গুগলে রিসার্চ করতে হবে।

এরপর সেখান থেকে কিছু ধারণা নিয়ে নিজের মতো করে আর্টিকেল লেখতে হবে। আপনি দুভাবে আর্টিকেল লিখতে পারেন। একটি হলো সরাসরি ক্লায়েন্টের কাছে লিখে। আর অন্যটি হলো বিভিন্ন আর্টিকেল লেখার ওয়েবসাইটে লেখে।

ওয়েবসাইটে লিখলে আপনাকে তারা প্রতিটি লেখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। যার মধ্যে আর্টিকেল লিখে ইনকামের একটি অন্যতম ওয়েবসাইট হলো : techtunes.io

৪. ব্লগ সাইট তৈরি করে অর্থ উপার্জন:-

আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাই। আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করি। তখন এই রকম অনেক ওয়েবসাইট পেয়ে যাই। আপনি হয়তো দেখেছেন যখন এই ওয়েবসাইট গুলোতে কেউ প্রবেশ করে।

তখন এখানে অনেক অ্যাড দেখায়। অর্থাৎ এই অ্যাডের মাধ্যমে ইনকাম হয়। আপনিও চাইলে এই ধরনের একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে অ্যাড দেখিয়ে ইনকাম করতে পারবেন।

আপনি যদি কোনো ফ্রি ওয়েবসাইট বানাতে চান। তাহলে blogger.com এর মাধ্যমে খুব সহজেই ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে blogger.com এর সাব ডোমেইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট বানাতে হবে।

আপনি চাইলে কাস্টম ডোমেইন হোস্টিং যেমন :-.com, .net, .org ইত্যাদি ব্যবহার করতে পারেন। কিন্তু এজন্য আপনাকে এই কাস্টম ডোমেইন হোস্টিং গুলো কিনে নিতে হবে।

এরপর ওয়েবসাইট বানিয়ে সেখানে টিউন করতে হবে এবং গুগল অ্যাডস্যান্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে এখান থেকে আপনার ইনকাম শুরু হবে।

 

৫. অনলাইনে ছবি বিক্রি করে অর্থ উপার্জন:-

ছবি তুলতে আমরা অনেকেই ভালবাসি। অনেকের কাছে হয়তো ছবি তোলার জন্য ভালো একটি স্মার্টফোন অথবা ডিএসএলআর ক্যামেরা রয়েছে। আবার অনেকের কাছে হয়তো ভালো কোন ক্যামেরা নেই।

শুধু রয়েছে একটি স্মার্টফোন। কিন্তু খুবই ভালো ছবি তুলতে পারেন। তারা এই ছবি তুলে অনলাইনে বিক্রি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এইগুলো বিভিন্ন ছবি হতে পারে। যেমন : প্রকৃতির ছবি, পশু পাখির ছবি, কোন অনুষ্ঠানের ছবি ইত্যাদি।

এই ছবিগুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। তবে এজন্য ছবি তোলার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। ছবি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাই অনেকেই এই ছবি টাকা দিয়ে কিনে নেয়।

অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি এই ছবিগুলো তুলে বিক্রি করতে পারবেন। যেমন : shutterstock.com, stock.adobe.com, 500px.com ইত্যাদি।

শেষ কথা:-

অনলাইনে ইনকাম করতে চাইলে আশাকরি এই টিউন টি আপনাদের কাজে লাগবে। টিউনটি ভালো লাগলে টিউনমেন্ট করবেন এবং জোসস করবেন। আর আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোতে শেয়ার করবেন। এর ফলে আমরা আরো ভালো টিউন করতে উত্সাহ পাই। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

 

Level 2

আমি সৌরভ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস