আর্টিকেল লেখার ১১টি টিপস – আর্টিকেল লেখার জন্য যা জানতে হবে

বাংলা আর্টিকেল রাইটিং টিপসের এই আর্টিকেলের বা টিউন থেকে আপনি শিখতে পারবেন SEO আর্টিকেল লেখার নিয়ম ও কিভাবে প্রফেশনাল বাংলা আর্টিকেল লিখতে হয় এবং পুরো টিউন পড়ে শেষ করার পর ফ্রিল্যান্স টিউন রাইটার হিসেবে ordinaryit.com এ জব অফার পাবেন যেখানে আপনি প্রতিমাসে ৮০০০/- টাকা বেতনে পার্ট টাইম ফ্রিল্যান্সিং চাকরি করতে পারবেন। জবে আবেদন করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন।

মনে করুন আপনি একজন ব্লগার, ordinary IT টিম আপনাকে ২০১৯ সালের ৫টি সেরা VPN সম্পর্কে একটি বাংলা আর্টিকেলের বা টিউন লিখতে বলেছে। তাহলে আপনি এই পোস্টটি কিভাবে লিখবেন? কিভাবে ফরম্যাটিং করবেন? টিউনের মধ্যে কেমন ভাষা ব্যবহার করবেন? কী ধরনের বর্ণনা টিউনের মধ্যে রাখবেন?

কি? প্রশ্ন শুনে কনফিউশনে পড়ে গিয়েছেন? তাহলে চলুন আপনার কনফিউশন দূর করা যাক।

আচ্ছা, ধরুন, ২০১৯ সালের ৫টি সেরা VPN সম্পর্কে একটি বাংলা টিউন অন্য কেউ লিখে আপনাকে দিয়ে দিল পড়ার জন্য। তাহলে আপনি কিভাবে বুঝবেন তার পোস্টটি পাঠক হিসেবে আপনার কাছে পার্ফেক্ট কি না?

পাঠকের দৃষ্টিতে সেরা আর্টিকেল

দেখুন, আপনি উক্ত আর্টিকেলের বা টিউন পড়ার শুরুতে নিশ্চয় একটি ভূমিকা আশা করবেন যাতে করে বুঝতে পারেন নিচের পুরো টিউনে কি কি থাকছে বা না থাকছে। টিউনের শুরুতেই যদি ভেতরে কি আছে না আছে সে বিষয়ে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যান তাহলে আপনার নিশ্চয় ভাল লাগবে। তাই না?

এরপর যখন আর্টিকেলের বা টিউন পড়া শুরু করবেন তখন যদি দেখেন প্রত্যেকটা VPN এর তুলনামূলক বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাসহ বিস্তারিত উল্লেখ করা আছে এবং সেই সাথে ডাউনলোড লিংকও দেয়া আছে প্রত্যেকটা VPN এর। তাহলে নিশ্চয় আপনার ভাল লাগবে। তাই না? আর টিউনের শেষে যদি লেখকের ব্যক্তিগত মতামত দেখতে পান যে, তার কাছে কোন ভিপিএনটি সেরা তাহলে এবার নিশ্চয় আপনার আরো ভাল লাগবে! তাই না?

জ্বি। পাঠক হিসেবে একটি আর্টিকেলের বা টিউন থেকে আপনি যা যা আশা করেন সেগুলোই যদি আপনি একটি টিউনে উপস্থাপন করতে পারেন কেবল তাহলেই আপনার টিউন লিখা স্বার্থক হবে।

তাহলে প্রথমেই বলি কিভাবে টিউন লিখা শুরু করবেন?

আর্টিকেল বা টিউনের টাইটেল

একটি আর্টিকেলের বা টিউনের টাইটেল বা শিরণাম যেন ৫ থেকে ৯ শব্দের মধ্যে হয় এবং টিউন শিরণাম পড়েই যেন বোঝা যায় পুরো টিউনে কি থাকছে? প্রতি ১০ জন পাঠকের মধ্যে ৮ জন পাঠকই শুধুমাত্র টিউন শিরনাম পড়েই টিউন না পড়ে অন্য কোথাও চলে যায় যদি টিউন শিরণাম তাদের পছন্দ না হয়।

কি? কিভাবে? যেভাবে? কিংবা লিস্ট বেইজড শব্দ যেমন ৫টি ১০টি ইত্যাদি টিউন শিরণামে রাখলে পাঠকরা পড়তে আকৃষ্ট হয়।

আর্টিকেলের বা টিউনের ভূমিকা

আর্টিকেল লেখার সঠিক নিয়ম হলো কোনো আর্টিকেলের বা টিউনের শুরুতেই ৪/৫ লাইনের একটি ভুমিকা লিখবেন যাতে পাঠক টিউনের শুরুর প্যারা বা ভুমিকা পড়েই বুঝতে পারে, পুরো টিউনে সে কি কি পেতে যাচ্ছে। অনেক পাঠকই শুধুমাত্র ভুমিকা পড়ার পর আর টিউন পড়ে না যদি ভূমিকাতে ক্লিয়ার ইনফরম্যাশন না থাকে যে পুরো টিউনে কি কি থাকছে।

ফিচার ইমেইজ

প্রত্যেকটি আর্টিকেলের বা টিউনের ভেতরেই নুন্যতম একটি প্রাসংগিক ফিচার ইমেজ রাখতে হবে। একটি পিকচার কোন পোস্টকে অনেক অর্থবোধক করে তুলে। পাঠকরা শুধু লাইনের পর লাইন পড়তে চায় না। প্রাসঙ্গিক পিকচারও দেখতে চায়। তাই টিউনে পিকচার ব্যবহারের ক্ষেত্রে কার্পণ্য করবেন না।

প্যারাগ্রাফ ও এর শিরণাম

তারপর পুরো পোস্টটি আপনি ছোট ছোট প্যারা করে লিখবেন এবং প্যারাগ্রাফ গুলোর শিরণাম দেবেন সাবহেডিং ব্যবহার করে। যাতে পাঠকরা বুঝতে পারে কোন প্যারাতে কি সম্পর্কে লিখা আছে। চেষ্টা করবেন প্রতিটি প্যারাতে গড়ে যেন ৫ লাইন লিখা থাকে। যদি কোন প্যারাতে অনেক বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে সেটি কয়েকটি প্যারাতে ভাগ করে করে লিখুন। একটি প্যারাগ্রাফ শিরণাম বা সাবহেডিং এর মধ্যে ৩টির বেশি প্যারাগ্রাফ রাখা উচিত নয়।

আর্টিকেলের বডিতে যা যা রাখা উচিত

একটি পার্ফেক্ট টিউনে নুন্যতম ৫টি প্যারাগ্রাফ শিরণাম বা সাবহেডিং রাখা উচিত। আর একটি টিউনে নুন্যতম ১০টি প্যারা রাখা উচিত। একটি টিউনে সব মিলিয়ে ৬০০ বা তার বেশি শব্দ ব্যবহার করা উচিত। কোন কিছুর বৈশিষ্ট বা সুবিধা অসুবিধা লিখার সময় সেগুলো প্যারাগ্রাফের মত লাইনের পর লাইন না লিখে  বুলেট লিস্ট আকারে লিখা উচিত। একটি টিউনের মধ্যে বেশ কয়েকটি প্রাসংগিক লিংক রাখা উচিত যেন পাঠকরা সে ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে।

আর্টিকেলে আপনি, আমি শব্দের ব্যবহার

যখন কোন টিউন লিখবেন তখন আপনি/ আমি এধরণের শব্দের ব্যবহার বেশি করবেন যাতে করে পাঠকরা মনে করে আপনি তাদের সাথে গল্প করছেন। আর্টিকেল লেখার নিয়মগুলোর মধ্যে এটি একটি সেরা টিপস।

ফোকাস কিওয়ার্ড

পুরো টিউনের অন্তত একটি এবং সর্বোচ্চ ৩টি ফোকাস কী ওয়ার্ড নির্বাচন করুন। যেমন এই টিউনের ফোকাস কীওয়ার্ড হলো VPN. এর পর চেষ্টা করুন সেই ফোকাস কীওয়ার্ডটা যেন পুরো টিউনে নূন্যতম ১০/১৫ জায়গায় থাকে। লক্ষ করুন মানুষ যখন VPN সম্পর্কে গুগলে সার্চ দেয় তখন অনেকেই বাংলাতে ভিপিএন লিখে আবার অনেকেই ইংরেজিতে VPN লিখে। আপনি যদি মনে করেন যে, আপনি এমন একটি ফোকাস কী ওয়ার্ড পেয়েছেন যেটি লিখে মানুষ গুগলে সার্চ দেয়ার সময় বাংলা ইংরেজি দুই ভাইবেই লিখে তাহলে আপনার টিউনের মধ্যে সেটি দুই ভাবেই রাখুন। যেমন এই টিউনে বাংলায় ভিপিএন লিখা আছে ১৫ বার। আর ইংরেজিতে VPN লিখা আছে ২৪ বার।

কেন ফোকাস কিওয়ার্ড গুরুত্বপূর্ণ?

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফোকাস কীওয়ার্ডগুলোকে টিউনের মধ্যে এতবার লিখতে হবে কেন? উত্তরটা খুব সহজ। মানুষ যখন কোন কিছু লিখে গুগলে সার্চ দেয় তখন গুগল যাচায় করে দেখে তার লিখা ফোকাস কী ওয়ার্ডটি কোন ওয়েবসাইটের টিউনে বেশি ব্যবহার করা হয়েছে প্রাসংগিকভাবে? তখন গুগল যে ওয়েবসাইটের পোস্টকে বেশি প্রাসংগিক মনে করে সেটিকেই সার্চ রেজাল্টের শুরুতে দেখায়। যেমন কেউ যদি সেরা ৫টি VPN লিখে গুগলে সার্চ দেয় তাহলে এই পোস্টটি শুরুতে দেখাবে। এর কারণ হলো সেরা ৫ এই কথাটি আমাদের টিউনের টাইটলের সঙ্গে মিল আছে এবং ফোকাস কীওয়ার্ড VPN কথাটি আমাদের টিউনের মধ্যে অনেক জায়গাতে প্রাসংগিকভাবে লিখা হয়েছে। আশা করছি এবার বুঝতে পেরেছেন কেন ফোকাস কিওয়ার্ডকে কোন টিউনের মধ্যে এত সংখ্যকবার লিখতে হয়।

আর্টিকেল অ্যালাইনমেন্ট

টিউনের ভেতরে পিকচারগুলো সেন্টার অ্যালাইনমেন্টে রাখবেন এবং লিখাগুলোকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে রাখবেন যাতে দেখতে বইয়ের লিখার মত মনে হয়।

কনক্লুউশন

পুরো টিউন লিখার শেষে আপনার ব্যক্তিগত মতামত দিয়ে ৪/৫ লাইনের কনক্লুউশন লিখা উচিত যাতে করে টিউনের বিভিন্ন অংশ সম্পর্কে পাঠকরা আপনার বা লেখকের মতামত পায়। একটি আর্দশ আর্টিকেল দেখতে কেমন তা জানতে এই পোস্টটি পড়ে দেখতে পারেন।

আর্টিকেল রাইটিং জব অফার

আশা করছি এতক্ষণে আপনি টিউন লিখার বেসিক নিয়মগুলো জেনে ফেলেছেন। এখন টিউন লিখে আপনি যদি ফ্রিল্যান্সিং চাকরি করতে চান বাড়িতে বসে ৮০০০/- টাকা বেতনে তাহলে ordinaryit.com ওয়েবসাইটে গিয়ে মেনুবার থেকে "চাকরি করুন ঘরে বসে" লিংকে ক্লিক করে আবেদন করে ফেলুন। আবেদন করার ১ সপ্তাহের মধ্যেই অর্ডিনারি আইটি টিম আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি জব করার জন্য নির্বাচিত হয়ে থাকেন।

বোনাস বেতন পেতে যা করবেন

আপনি যদি অর্ডিনারি আইটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে জবে আবেদন করেন তাহলে প্রথম মাসের বেতনের সাথে ২০০ টাকা বোনাস পাবেন। বোনাস পাবার জন্য আপনি যে ইমেইল অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করেছেন সেই ইমেইল অ্যাড্রেস জব আবেদন ফরম পূরণ করার সময় জমা দেবেন।

আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ও অর্ডিনারি আইটির ফেসবুক পেজে লাইক দিয়ে জবে আবেদন করেন তাহলে প্রথম মাসের বেতনের সাথে আরো ২০০ টাকা বোনাস পাবেন। বোনাস পাবার জন্য আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইক করেছেন সেই ফেসবুক অ্যাড্রেস জব আবেদন ফরম পূরণ করার সময় জমা দেবেন।

এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজ এপর্যন্তই শেষ করছি। SEO আর্টিকেল লেখার আরো ১১টি নিয়ম পড়ুন

Post Credit: OrdinaryIT.com

Level 2

আমি টিম ও আই টি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস