আপনি কি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে চান? উন্মুক্ত আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স করে নিজে স্বাবলম্বী হউন এবং নিজের ক্যারিয়ার তৈরী করুন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম; আফিফ আইটি জোন এর পক্ষ হতে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা অনলাইনে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আলোচনা করবো; আপনারা যারা এতোদিন ধরে অনলাইনে ইনকাম করা নিয়ে কৌতূহলী এবং সন্দিগ্ধতার ধোয়াশাতে আটকে ছিলেন, ইনশাআল্লাহ আজকের আর্টিকেল পড়ে আপনাদের সকল সংকোচ দূর হয়ে যাবে এবং আইটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর সম্ভাবনার দুয়ার আপনার সামনে উন্মুক্ত হবে।

সবার আগে জেনে নিই আউটসোর্সিং জিনিসটা আসলে কি?"

আউটসোর্সিং" শব্দটাকে ভাঙ্গলে দুইটা শব্দ পাওয়া যায় তা হলো "আউট" অর্থ "বাহির" এবং "সোর্স" অর্থ "উৎস", সুতরাং আউটসোর্সিং শব্দের পরিপূর্ণ অর্থ হলো "বাইরের উৎস হতে ইনকাম"। মূলত ইন্টারনেট জগতে নিজের মেধা এবং দক্ষতা খাটিয়ে কোন বাহ্যিক উৎস হতে ইনকাম করায় হলো আউটসোর্সিং এর মূল উদ্দেশ্যে। আউটসোর্সিং এর ধরা বাধা কোন সীমানা নেই; আউটসোর্সিং হতে পারে ওয়েব-ডেভোলপিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, সোস্যাল মার্কেটিং, ব্লগিং, ফটোশপ ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হলো "মুক্ত পেশা" অর্থাৎ আপনি মাইক্রোজব ওয়ার্কিং প্লাটফর্মে নিজের মেধা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে যেকোন পেশা বাছাই করে তা হতে ইনকাম করতে পারবেন। এখানে অসংখ্য কাজের ক্যাটাগরি রয়েছে যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভোলপিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন, রিভিউ এন্ড রিপোর্ট রাইটিং, ট্রান্সেলেটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে একটি বিষয় অন্তত নিশ্চিতরূপে বলা যায় যে "সকল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত তবে আইটসোর্সিং মানেই শুধুই ফ্রিল্যান্সিং নয়"। যেমন উদাহরণ হিসেবে পারসোনাল ব্লগিং এর ক্ষেত্রে এডসেন্স/এরভারটাইজিং/এফিলিয়েট মার্কেটিং হতে ইনকাম অবশ্যই আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত তবে সেটা ফ্রিল্যান্সিং নয়।

আউটসোর্সিং করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন?

অবশ্যই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং'টাকে পেশা হিসেবে গ্রহণ করায় বুদ্ধিমানের কাজ হবে তবে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে যেহেতু ওয়েল রেপুটেড টপ লেবেল ফ্রিল্যান্সারদের মূল্যায়ন করা হয় তাই সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি যতোটা সম্ভব আইটসোর্সিং করা মন্দ নয়, তাতে অন্তত সময়ের সাথে সাথে কিছুটা উপার্জনও করতে পারবেন।

আপনি কি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করতে চান?

আপনি যদি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করতে চান তবে সবার আগে আপনাকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে হবে; সবর্দা মনে রাখবেন Learn Before Earn সুতরাং নিজের ব্রেইনের শিক্ষাটাকে কাজে লাগিয়ে উপযুক্ত প্লাটফর্মে সময় এবং শ্রমের বিপরীতেই কেবলমাত্র আপনি সফলতা লাভ করতে পারবেন।

 

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে কি কি লাগে?

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে সর্বাগ্রে আপনার ধৈর্য্য, মননশীলতা, ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন; এছাড়াও প্রয়োজন ইন্টারনেট সংযোগ এবং একটি পিসি (ডেস্কটপ/ল্যাপটপ) কিংবা একটি এনড্রোয়েড মোবাইল ফোন।

 

এনড্রোয়েড দিয়ে কি সত্যিই আউটসোর্সিং শেখা সম্ভব?

যদি এক কথাতে বলি তাহলে বলবো "হ্যা" সম্ভব। আপনি হয়তো শুনে অবাক হবেন যে কিভাবে একটি সাধারণ এনড্রোয়েড দিয়েও আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শেখা এবং করা সম্ভব! ধরুন আপনি একদম সাধারন HTML শিখবেন তাহলে আপনার তো Computer NotePad এবং কোড রান করাতে (আউটপুট) হিসেবে একটি ব্রাউজার দরকার তাইনা? অথচ এনড্রোয়েডে এমন অনেক টেক্সট এডিটর এপ্লিকেশন আছে যার মাধ্যমে আপনি অনায়েসেই এইচটিএমএল সহ যাবতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত্ব করতে পারবেন। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট, লোগো মেকিং, ডিজাইন, ব্লগিং, কনটেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্টিং প্রভৃতি বিভিন্ন বিষয় শুধুমাত্র আপনার হাতের এনড্রোয়েড মোবাইল দিয়েই করা সম্ভব।

 

আপনি কি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে চান?

আপনি যদি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখতে চান তবে "আফিফ আইটি জোন" এ আপনাকে স্বাগতম। এখানে আপনি ০৩ মাস অনলাইন কোর্স করে নিজেকে একজন দক্ষ এবং যোগ্য ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন এবং আউটসোর্সিং জগতে সফল হতে পারেন। আফিফ আইটি জোনে আপনি যা যা শিখতে পারবেনঃ

★ প্রোগ্রামিং

★ ওয়েব ডিজাইন এন্ড ডেভোলপিং

★ এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন)

★ পারফেক্ট ব্লগিং

★সোস্যাল মার্কেটিং

★ই কমার্স বিজন্যেস

★লোগো ডিজাইন এন্ড থ্রিডি এনিমেশন

★ হ্যাকিং (সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট)

★ কোর্স কমপ্লিট শেষে নির্বাচিতদের বিনা ইনভেস্টমেন্টে ই কমার্স বিজন্যেসে পার্টনার করে নেওয়া হবে।

 

কোর্স ফি

০৩ মাস মেয়াদী আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং লার্নিং কোর্সের ফি মাত্র ১০, ০০০ টাকা। আপনি হয়তো ভাবতে পারেন যে এতো টাকা খরচ করে কেন আউটসোর্সিং শিখবেন? বর্তমান সময়ে চাকুরীর বাজার এবং সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সত্যি বলতে একাডেমিক সার্টিফিকেট শুধু কেবলমাত্র কাগজের যোগত্যা পত্র ছাড়া আর কিছুই নয়, তথাপি ইন্টারনেটের মুক্ত প্লাটফর্মে নিজের লাইফ এবং ক্যারিয়ার গড়তে দশ হাজার টাকা সত্যিই কি অসম্ভব পরিমাণ অর্থ? একবার নিজেই বিবেচনা করে দেখবেন.

কোর্স কিভাবে করবেন?

সকল ক্লাস অনলাইনে নিজস্ব সার্ভারের মাধ্যমে নেওয়া হবে ফলে আপনি যখন যেখানে থেকে চাইলেই ক্লাস করতে পারবেন(আপনার ইমেইল আইডি আমাদের সার্ভারের সাথে যুক্ত থাকবে)। অনলাইনে ক্লাস করে সত্যিই কি শিখতে পারবেন? আপনি হয়তো ভাবতে পারেন যে সরাসরি ফিজিক্যালি ক্লাস না করে শুধুমাত্র অনলাইনে ক্লাস করে কতোটুকু শিখতে পারবেন? অথচ সত্যিটা হলো ক্লাসরুমে বসে ক্লাস করার থেকে অনলাইনে নিজের বাসায় বসে ক্লাস করলে ফোকাস- কনসানট্রেট এবং সর্বোপরি ইফিসিয়েন্সি শতকরা ৭০% বৃদ্ধি পায়।

 

কোর্স এনালাইসিসঃ

★আপনি সম্পূর্ণ নিয়োফাইট (আউটসোর্সিং সম্পর্কে অজ্ঞ) অবস্থাতেও কোর্স শুরু করতে পারেন, আপনাকে শিখিয়ে পড়িয়ে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

★আপনার যদি পারসোনাল কম্পিউটার নাও থাকে তবুও শুধুমাত্র একটি এনড্রোয়েড মোবাইল দিয়েও কোর্স শুরু করতে পারেন (কিভাবে এনড্রোয়েডের মাধ্যমে শিখবেন তার ইনস্ট্রাকশন এবং এপ্লিকেশনে আমরাই আপনাকে দিয়ে দিবো)।

★কোর্স ফি এর ১০, ০০০ টাকা (কোর্স শুরুতে এডমিশন ৬০০০ টাকা এবং বাকি ৪০০০ টাকা এক মাস পর পেমেন্ট করতে পারবেন)।

★ সমস্ত পেমেন্ট এর স্বচ্ছতার জন্য ডকুমেন্ট দেওয়া হবে যাতে আপনি নির্ভার থাকতে পারেন।

★ শুধু আউটসোর্সিং শিক্ষা নয় বরং আপনি যেন সত্যিই আউটসোর্সিং শিখে সেই শিক্ষাটা কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সেই নিশ্চয়তা দিচ্ছি। কোর্স শেষে আউটসোর্সিং ক্যারিয়ার গড়া (ইনকাম করা) অবধি আপনি পূর্ণ সাপোর্ট এবং গাইডলাইন পাবেন।

 

কোর্স শেষে কি কোন সার্টিফিকেট পাবেন?

সত্যি বলতে আউটসোর্সিং / ফ্রিল্যান্সিং কোর্সের সার্টিফিকেটের কোন মূল্যই নেই, বরং আপনার অর্জিত জ্ঞানটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে নিজেকে স্বাবলম্বী করায় হলো সত্যিকারের সফলতা তাই কোর্স কমপ্লিট করার পর মেধার ভিত্তিতে নির্বাচিতদের একটি ই-জব (ই কমার্স বিজন্যেসে বিনা ইনভেস্টে পার্টনার করে নেওয়ায়) হলো আপনাদের জন্য সার্টিফিকেট এবং স্যাটিসফেকশন।

আপনার দেওয়া কোর্স ফি কতোটা নিরাপদ?

হয়তো আপনি ভাবতে পারেন যে আজকের দিনে অনলাইনে টাকা দিয়ে কোর্স করতে যাওয়া মানে একটি স্ক্যাম/ প্রতারণা এর ফাদে পা দেওয়া তথাপি আপনি যদি জগতের সবাইকে একই সুতাতে বিচার করেন তবে ভুল করবেন, বিশ্বাস আছে বলেই শুধু ফাইবারের ইন্টারনেট দুনিয়া নয় বরং গোটা পৃথিবীটাই অদ্যবধি টিকে আছে। তথাপি আপনি চাইলে বিকাশ/নগদ এর মাধ্যমে কোর্স ফি পেমেন্ট করা ছাড়াও সরাসরি সাক্ষাতের মাধ্যমে এডমিশন নিতে পারেন।

আফিফ আইটি জোন

পীর বাড়ি, খরকী (এমএম কলেজ রোড) যশোর।

 

 

আফিফ আইটি জোন এর ক্লাস শুরু হচ্ছে (প্রতি ব্যাচ ৫০ জন স্টুডেন্ট) ০১-১১-২০১৯ হতে।

আপনার যেকোন জিজ্ঞাসা/প্রশ্ন/ এডমিশন নিতে নিঃসংকোচে কল/মিসকল/এসএমএস করতে পারেনঃ 01300-251071

অথবা ইমেইল করুনঃ [email protected]

  আপনার জন্য শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।

Level 0

আমি আফিফ আইটি জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আফিফ আইটি জোন- একটি বিশ্বস্ত অনলাইন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং প্লাটফর্ম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস