অনলাইনে আফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন

অনলাইনে যে সকল কাজ করে ইনকাম করা যায়, তার মধ্যে এফিলিয়েট মার্কেটিং অন্যতম। বর্তমানে এফিলিয়েট মার্কেটিং অনলাইন হতে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। কারণ আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট দাঁড় করাতে পারলে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ভবিষ্যৎ আছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গুগল এডসেন্স একসাথে কাজ করাতে পারেন।

কিভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন সে বিষয়ে বলার আগে চলুন জেনে নেই, আসলে এফিলিয়েট মার্কেটিং কি?

সোজা কথায় বলতে গেলে, যখন আপনি একটি কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং শুরু করবেন, আর আপনার সেই মার্কেটিং এর মাধ্যমে যদি সেই কোম্পানির কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল হয়ে থাকে, তখন সেই কোম্পানি সেল হওয়া প্রোডাক্ট বা সার্ভিস এর প্রাইস থেকে আপনাকে যে নির্দিষ্ট পরিমাণ সেলস কমিশন দিবে এটাকেই মূলত এফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে।

এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং বিজিনেস শুরু করবেন-

প্রথমে, এমন একটি প্রোডাক্ট বা সার্ভিস বাছাই করবেন যার চাহিদা বাজারে আছে এবং মানুষের অনেক প্রয়োজনীও। হতে পারে সেটা— ইলেকট্রনিস পণ্য (মোবাইল, ল্যাপটপ, ঘড়ি), টেকনোলজি পন্য (থিমস, প্লাগিন, ডোমেইন ও হোস্টিং, সফটওয়্যার), কিংবা সাস্থ্য সম্পর্কিত পণ্য, এছাড়া বিভিন্ন ইবুকস, জামা-কাপড় ইত্যাদি বিষয়াদি আপনি প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে বাছাই করে এফিলিয়েট মার্কেটিং বিজিনেস শুরু করতে পারেন।

এখন প্রোডাক্ট বা সার্ভিস বাছাই করার পর আপনাকে বেশ কিছু প্লাটফর্ম ব্যবহার করে প্রফেশনালি এমন ভাবে মার্কেটিং করতে হবে যেখান থেকে আপনি ভাল সেল করতে পারেন।

সেজন্য একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার বাছাইকৃত বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার করে এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। এছাড়া জনপ্রিয় সোস্যাল মিডিয়া সাইট যেমন Facebook, Youtube, Twitter, Instagram, Pinterest ইত্যাদিতে আপনার বাছাইকৃত  বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার, শেয়ার ও পেইড অ্যাড দিয়ে এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার একটি ওয়েবসাইটের ডেমো: এখানে ক্লিক করুন

আসলে মার্কেটিং করার সহযোগিতা পেতে

আমার সাথে যোগাযোগ করতে পারেন : আমার সাথে যোগাযোগ করুন

পরিশেষে, যে কাজটাই করুন না কেন অবশ্যই সেটা সততার সাথে শুরু করুন, পরিশ্রম করুন, লেগে থাকুন, নিশ্চই ভালো কিছু করতে পারবেন ইনশাহ্ আল্লাহ। এফিলিয়েট মার্কেটিং বিজনিসে আপনার জন্য অনেক শুভ কামনা রইলো। সেই সাথে ভুল-অপূর্ণতা খাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 🙂

Level 2

আমি Freelancer Sabbir। Senior Web Developer, Jessore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

User experience designer based in Bangladesh. I am Sabbir Hossain from Jessore, Bangladesh offering you a very low cost effective high quality professional custom website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস