আপনি কি সত্যি অনলাইনে আয় করতে চান? তাহলে দেখুন কিভাবে প্রতিদিন ১০০ডলার আয় করা যায়

অনলাইনে টাকা আয় এখন বাংলাদেশে যেমন জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বে বেড়েছে এর চাহিদা ও গ্রহনযোগ্যতা। অনলাইন ইনকাম এখন আর কোন স্বপ্ন নয় সঠিক দক্ষতা ও ইচ্ছে থাকলে যে কেউ ঘরে বসে ইনকাম করতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই কাজ করে আয় করা যায়। অনেকে এভাবে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন। তবে কাজে দক্ষতা না থাকলে এ স্বপ্ন দেখা ঠিক নয়।

আমি দেখেছি অনেকেই সঠিক দিকনির্দেশনা না পেয়ে এই বিষয়টি নিয়ে এক সময় হতাশায় ভুগছে.

যে যেইটা বলে ওইটাই করছেন। সময়ের অপচয় করছেন, এক সময় ব্যর্থতা ছাড়া কিছু ই মিলছে না।

আমি দেখেছি অনেকেই এখনও PPC, CAPTCHA, SIGNUP, APP INSTALL, হাবিজাবি ইত্যাদি করতেছেন। বিশ্বাস করেন এইসব করে জিন্দেগীতে ও কিচ্ছু করতে পারবে না.

আবার অনেকেই বিভিন্ন আইটি সেন্টারে মোটা অংকের টাকা দিয়ে ও কিছুই শিখতে পারছেন না। আসলে আমাদের সোনার বংলায় ৯০ ভাগের বেশি আইটি সেন্টার ই ভুয়া, তাই সঠিক নির্দেশক না পেলে যা হয় আর কি!

হুম, তবে অনেকেই অনেক প্রচেষ্টা করে কিছুটা সফল ও হয়েছে। তবে সেটা কতটুকু? খুব একটা বেশি হবে বলে মনে হয় না।

আমি আজকে দেখাবো কীভাবে একবছরে $60, 000 ডলার আয় করা যায় তার ছোট্ট একটা প্রমাণ.

অনলাইনে আয় এক প্রকার সোনার হরিণ পাওয়ার মত। আমি আজকে সেইটা ই দেখাবো, কীভাবে সেই সোনার হরিণ হাসিল করতে হয়.

অনলাইন আয় করে সফল হতে দুটো জিনিস লাগে.
১নং হলো ধৈর্য
২নং হলো কোন একটা টেকনিক্যাল বিষয়ে পরিপূর্ণ দক্ষতা (যেমনঃ কোডিং, ফোটোগ্রাফি, অডিও / ভিডিও এডিটিং, ইত্যাদি)
অথবা ইউনিক কৌশল.

যাদের কোডিং এর মত জটিল বিষয় মাথায় ডুকে না তারা আমার এই টেকনিক/কৌশল কাজে লাগিয়ে অনায়াসেই একজন কোডারের তুলনায় ১০X বেশি আয় করতে পারবেন.

তো দেরি না করে এখনই শিখা শুরু করে দিনঃ
সম্পূর্ণ কোর্স এইখানে 

এই কোর্সটি করে ৫, ০০০ এর ও বেশী শিক্ষার্থী সফল হয়েছে, তাহলে আপনি কেন নয়?

শেষ কথাঃ অমাদের মধ্যে এমন মানষিকতার কিছু লোক ও আছে যারা বিনা খরছে শিখতে চান.
তাদেরকে বলছি বিনা মূল্যে সবকিছুই মূল্যহীন। তাই মূল্য দিতে শিখুন, তাহলে আপনি নিজেও আপনার কাজের মূল্য পাবেন.

এমনিতেই কোর্সের দাম খুব একটা বেশী না। তার পরও যদি কেহ ডিসকাউন্ট চান হয়তো দেয়া যেতে পারে তবে সীমিত সময় এবং সীমিত সংখ্যকদের জন্য।

Level 0

আমি Dream Builder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস