অনলাইনে আয় করার কিছু উপায় ও নির্দেশনা হতাশ হবে না সঠিক কিছু জানুন সঠিক ভাবে আয় করুন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আস সালামু আলাইকুম

সবাই কেমন আছেন? কোনো ভনিতা না করে মূল আলোচনায় যায়। আশাকরিতে ইচ্ছুক। কেউ হয়্তো সফল আবার কেউ পিটিসি অথবা রং চটকদারদিনে ১০০-২০০ ডলার শুধু মাত্র কয়েক মিনিটের কাজ করে এমন টাইটেল দেখেই সন্তুষ্ট। ডলার আর ইনকামকরা হল না।

আজ আপনাদের কিছু তেতো কথা বলি। তারপরে আমার মূল বক্তব্য দিবো।

ভাইজান,

আপনাদের কি মনে হয় টাকা ইনকাম করা এতই সহজ?

শুধু কয়েকটি ক্লিক করেই শত শত ডলার আয় করা সম্ভব?

টাকা কি গাছে ধরে?

আর যারা এই ধরনের টিউন করে তাদের কাছে আমার প্রশ্ন,  ভাই নিজে তো ঠকছেন ঠিক আছে। অন্যকেকেনো মূলা দেখাচ্ছেন?

 আমি বলছি না,  পিটিসি থেকে আয় করা সম্ভবনা। কেনোনা নিওবাক্সের মতন সাইট গুলি পেমেন্ট করে। কিন্তুযা পেমেন্ট করে,  আর তাদের যে সকল শর্ত রয়েছে,  তার থেকে গাবতলীতে চোখ বন্ধ করে,  সামনে একটা থালারাখলে কয়েক শত গুন বেশি ইনকাম করা যায়।

এই বার আসি মদ্দা কথায়। অনলাইন থেকে আয় করার অনেক ওয়ে আছে। আমি নিচে কিছু বর্ননা করছি।

১। এডসেন্স (নিজ্স্ব ওয়েব সাইট থাকতে হবে। ভালো কন্টেন্ট থাকতে হবে। এস ই ও জানতে হবে। নতুবা মোটের উপর হাজার৫০, ০০০ টাকা খরচ করার মতন এবিলিট থাকতে হবে। বছর খানেক তার পিছনে পরিশ্রম ব্যয় করতে হবে। তারপর ইনকামের চিন্তাকরা যায়। অথবা ইউটিউবের মাধ্যমে এডসেন্স করা যায়। সেক্ষেত্রে ভিডিও এডিটিং সফট ওয়ারের ভালো কাজ জানতে হবে। কন্টেন্ট তৈরী করার মতন আইডিয়া জেনারেট করতে হবে। ইংরেজীটা ভালো জানা জরুরী। এস ই ও সম্পর্কে আইডিয়া থাকতে হবে।

২। এফিলিয়েট

৩। প্রিন্ট অন ডিমান্ড বিজনেস (শার্ট,  গেন্জি,  লেগিংস ইত্যাদি ইত্যাদি নিজে ডিজাইন করে সেল করা)

৪। ফরেক্স ট্রেডিং  (এক কথায় শেয়ার মার্কেট)

{উপরের কোনোটিই নিয়ে এখন আমি আলোচনা করবো না। পরবর্তীতে একট একটি করে আলোচনা হবে। ভিডিও আকারে। }

৫। শর্ট কার্ট আয়। অনলি ফর নিউবি। যাদের ইনভেস্ট করার এবিলিটি নাই। এই সেক্টরের তেমন কোন ধারনানাই। কিছু আয় করা যায়। পাশাপাশি নিজেকে স্কিলড করে এফিলিয়েশন অথবা প্রিন্ড অন ডিমান্ডের মতনবিজনেসে যাওয়া যায়।

আমি সেটাই নিয়ে আলোচনা করবো। এবং এই টিউন শেষে সবাইকে এই নিশ্চয়তা প্রদান করবো,  যে কিছুহলেও আয় করা যায়। সেটা হতে পারে মাস শেষে ১০ ডলার,  ১৫ ডলার,  ৫০ ডলার অথবা আরো কিছুটা বেশি। হাজার ডলার আয়ের কোনো টিউন এটা না। উপরে যে,  এক থেকে ৪ পর্য্ন্ত আমি যেই সেক্টরের কথা গুলিউল্লেখ করেছি সে গুলিই আসল। কিন্তু সে বিষয় গুলি নিয়ে কাজ করতে হলে ইন্ভেষ্ট দরকার আছে,  অনেকতথ্য জানার আছে। লাভ- লসের হিসাব আছে যার কোনোটাই আপনার এখন নাই বলেই ধরে নিচ্ছি।

তাহলে এখন আমি কি প্যাচাল করার জন্য এখানে এলাম?

সেটাই নিচে বিস্তারিত লিখছি। খুব মনযোগ সহকারে পড়ুন। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। আমারএই লেখাটী লাইভ স্ট্রিমিং নিয়ে।

বর্তমান যুগ ভিডিও দেখার যুগ। এখন আর টেলিভিশন কিংবা বড় মনিটরের সামনে বসে খেলাধুলা অথবাভিডিও দেখা লাগে না। মোবাইলের ৯ ইন্চি স্ক্রিনে সব কিছু লাইভ দেখা যায়। আমরা মানুষকে সেটাই দেখিয়েকিছু অর্থ আয় করবো। আমার বিশ্বাস আপনারা এই ধরনের কোনো কিছু এখনো আপ্লায় করেননি। চলুন কিভাবে করবো,  সেটা জেনে নিই।

প্রথমে প্রয়োজনীয়তা গুলো জেনে নিই ঃ

১। একটি জিমেইল একাউন্ট।

২। একটি এন্ড্রোয়েড ফোন অথবা কম্পিউটার।

৩। ইন্টারনেট সংযোগ। সেটা ব্রডবান্ড অথবা মোবাইল ইন্টারনেট যে কোনোটাই হতে পারে।

আপাতত এই এখন লাগবে। পরে কিছুটা এস ই ও ধারণা লাগবে। যেটা আমি টিউটোরিয়াল আকারে ভিডিও করেদিবো।

এখন যা করতে হবে ঃ

1ST LINK

১। নং  Linkটি Open করুন। ফাইল টি ডাউনলোড করুন। ই মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন। আপনার মেইলটি একটিভ করুন। আপনার একউন্টটিতে লগিন করে রাখুন। এই আপাতত আর কোনো কাজনেই এখন। ৪৮ ঘন্টা পার হলে দেখতে হবে,  আপনার স্ট্রিমিং একাউন্টটি একটিভ আছে কি না? তখন আমরাচলে যাবো কি ভাবে কি কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে। কি ভাবে স্ট্রিমিং করে আয় করবো। আরঅবশ্যই কিছু ভিডিও নিজে দেখতে হবে। যাতে মনে হয় আপনি রিয়েল পারসন। তাতে আপনার একাউন্ট ব্লকহবে না। আর তখনই আমরা আমাদের মানি মেকিং সাইটের সাথে এই ভিডিও স্ট্রিমিং সাইটের লিন্ক করেদিবো।

2ND LINK

২। এই Link এ গিয়ে আপনি জাষ্ট এপটি ইন্ষ্টল করে ফেলুন। এটা শুধু এন্ড্রোয়েড ইউজারদের জন্য। যদিএখানে একাউন্ট করতে বলে একাউন্ট করে ভেরিফাই করে রেখে দিন। কম্পিউটার ইউজারদের এটা করালাগবে না। আপতত প্রথম ৪৮ ঘন্টার মদ্ধে আর কোনো কাজ নাই।

যারা আমার সাথে এই কাজ করতে ইচ্ছুক,  তারা উপরে বর্নীত্সকল কাজ গুলি করে,  সব কিছু কন্ফার্ম করেআমাকে একটি ইমেল দিবেন।

যে,  এটা লিখে আমি আপনার উল্লেখিত সকল কাজ সঠিক ভাবে করেছি। পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। আপনার নাম। ফেসবুক প্রোফাইল Link। ব্যাস এত টুকোই। আর বাকি সকল নিয়ম কানুন আমি ভিডিওআকারে দিবো। তাই আপনার ইমেল করাটা জরুরী। যেকারোর যে কোনো পরামর্শ সাদরে গ্রহন যোগ্য। ভুলত্রটি ক্ষমা করিবেন। ধন্যবাদ
Email: [email protected]

Level 0

আমি আকমল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস