এস ই ও শিখে আয় করার রাস্তা সমুহ | কীভাবে এস ই ও এক্সপার্ট হিসেবে ভালো আয় করব

আজকে আলোচনা করব এস ই ও নিয়ে, স্পেসিফিক করে বলতে গেলে কীভাবে এস ই ও শিখে আয় করা যায় সেই ব্যাপারে। আমাদের অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চায় বা অনলাইনে কীভাবে আয় করে সে ব্যাপারে যথেষ্ট আগ্রহ পোষণ করে। কিন্তু দিন শেষে সবার পক্ষে আয় করা সম্ভবপর হয়ে উঠে না।

তাই আজকের এই লেখায় আমি আলোচনা করব, কীভাবে এস ই ও শিখে অনলাইন ইনকাম নিশ্চিত করা যায়? এর জন্য অবশ্যই আপনার অ্যাডভান্স লেভেলের এস ই ও ট্রেনিং প্রয়োজন অথবা কেউ যদি অলরেডী এক্সপার্ট হন তাহলে তো কথাই নেই।

তাহলে আসুন আয়ের উপায় গুলো দেখে নিই।

 

১. এস ই ও সার্ভিসেস

 

এটা আমার মতে সবচেয়ে ভালো উপায়, এস ই ও শিখে আয় করার জন্য। কারণ এটাই সবচেয়ে স্বাধীন এবং এখানেই সবচেয়ে বেশী আয় করার সম্ভাবনা রয়েছে। আমি বছরখানেক আগে এস ই ও সার্ভিসেস সম্বলিত একটা অনলাইন মার্কেটিং কোম্পানি স্টার্ট করেছিলাম এবং মার্কেটিং পলিসি ঠিক থাকার কারণে বেশ ভালো পরিমাণ সাড়া ও পেয়েছিলাম।

তো যেটা বলছিলাম, আপনার যদি এস ই ও নলেজ খুব ভালো লেভেলের হয় তাহলে আপনি একা বা টিম নিয়ে এখনি শুরু করে দিতে পারেন এস ই ও সার্ভিসেস। এর জন্য আপনাকে একটা সুন্দর ওয়েবসাইটে সার্ভিস গুলো সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং সবার আগে নিজেদের ওয়েবসাইটকে এস ই ও করে গুগলে একটু উপরে নিয়ে যেতে হবে, এতে ক্লায়েন্টের কাজ দেওয়ার ইচ্ছে বাড়ে।

লোকাল এস ই ও সার্ভিস প্রোভাইড করে আপনি শুধু মাত্র একটা ক্লায়েন্ট থেকেই মাসে ৫০০-১০০০ ডলার আয় করতে পারেন।

আমাদের দেশের প্রেক্ষিতে, নিয়মিত ৫-১০ টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলেই যথেষ্ট।

তাহলে দেরি কিসের? আজকেই প্রস্তুতি শুরু করে দিন।

 

২. মার্কেট প্লেস থেকে আয় করা

এটা ও আমার পছন্দের একটা জিনিস। বিশেষ করে আপওয়ার্কে যদি নিজের প্রোফাইলটা প্রতিষ্ঠিত করা যায়, তাহলে খুব বেশী একটা চিন্তা করা লাগে না। বাংলাদেশ থেকে মাসে ৪-৫ হাজার ডলার শুধু আপওয়ার্ক থেকে আয় করা প্রচুর এস ই ও এক্সপার্ট আমি দেখেছি।

অনেকে শুধু কনসালটেন্সি করেই প্রচুর কামিয়ে নিচ্ছেন।

মার্কেটপ্লেস হিসেবে আপওয়ার্কের পরেই আমার পছন্দ হচ্ছে ফাইভার এবং পিপল পার আওয়ার।

ওখানে ও ভালো মানের কাজ করে ক্যারিয়ার গড়া সম্ভব।

 

৩. নিজের প্রজেক্ট শুরু করা বা ব্লগিং

ব্লগিং করে কারো কোন কাজ না করে, শুধু নিজের কাজ নিজে করে ও একটা ভালো পরিমাণ আয় করা সম্ভব। আর এটা করতে গেলে আপনাকে অবশ্যই এস ই ও জানতে হবে।

নিজের ব্লগ বানিয়ে সেটাকে এস ই ও করে ভালো পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারলে নানা ভাবে ওইটা মনিটাইজ করতে পারবেন।

 

 

এছাড়া ও আরো অগণিত রাস্তা রয়েছে এস ই ও থেকে আয় করার। সবার আগে দরকার একটা কোয়ালিটি এস ই ও ট্রেনিং।

বেস্ট এস ই ও ট্রেনিং হিসেবে চেক করেন এটা –  iTech Network BD’s SEO Course

আর বিস্তারিত – 01768585814

Level New

আমি ব্লগার সফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ফুলটাইম ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলে ও এটাই এখন আমার মুল পরিচয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস