
আমরা যারা অনলাইনে কাজ করি তারা অনেকেই সহজ কাজ করার জন্য পিটিসি সাইটগুলোকে বেছে নিই। যেহেতু ফ্রিল্যান্সিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর তুলনায় এ পিটিসি সাইটে কাজ করা সহজ, তাই অনেকের মধ্যেই এ ধরনের কাজগুলো অনেক জনপ্রিয়তা লাভ করেছে। পিটিসি সাইটগুলো মূলত বিজ্ঞাপন দেখার জন্য এদের সদস্যদের অর্থ প্রদান করে থাকে। যদিও অনলাইনে অনেক পিটিসি সাইট রয়েছে, তবুও সব সমান বিশ্বস্থ বা জনপ্রিয় নয়। নিচে আমি কয়েকটি সাইটের কথা উল্লেখ করলাম, যে সাইটগুলো দীর্ঘদিন ধরে ইন্টারনেটে রয়েছে এবং কাজ করার জন্য অত্যন্ত বিশ্বস্থ। সাইটগুলো হচ্ছে-
১। পেইডভার্টস
এটি অত্যন্ত জনপ্রিয় একটি পিটিসি সাইট এবং এ সাইটটিতে প্রচুর লোক অনলাইনে কাজ করে টাকা উপার্জন করছে। সাইটটি অনেক পুরাতনও বটে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এটি ইন্টারনেটে রয়েছে। আমার মতে অনলাইনে পিটিসি সাইটে কাজ করার জন্য পেইডভার্টস একটি আদর্শ সাইট।
পিটিসি সাইটে কাজ করতে চাইলে আপনি নির্দ্বিধায় জিপিটি প্লানেট কে বেছে নিতে পারেন। এটিও একটি অত্যন্ত পুরোনো সাইট এবং দীর্ঘদিন ধরে পিটিসি জগতে সুনামের সাথে টিকে রয়েছে। সাইটটিতে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় করা ছাড়াও আয় করার আরও মাধ্যম বা উপায় রয়েছে। আমার মতে এটিও একটি অত্যন্ত ভালো একটি পিটিসি সাইট।
৩। ওয়ার্ডলিংকস
অপর একটি ভালো এবং সুন্দর পিটিসি সাইট, যেখানে জিপিটি সাইটের মত অ্যাড বা বিজ্ঞাপন দেখা ছাড়াও অন্যান্য কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। সাইটটি অনলাইনে সুনামের সাথে দীর্ঘদিন রয়েছে এবং এর সদস্যদের কাজের বিনিময়ে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। এ সাইটটির ইন্টারফেস খুব সুন্দর এবং কাজ করাও সহজ। আপনি যদি পিটিসি সাইটে কাজ করতে আগ্রহী হন. তবে কাজ করার জন্য ওয়ার্ডলিংকস কে বেছে নিতে পারেন।
৪। বাক্সপি
পিটিসি জগতে অনেক বিশ্বস্ত সাইটের মধ্যে বাক্সপি একটি অন্যতম নাম। পিটিসি সাইটে যারা কাজ করে, তাদের মধ্যে বাক্সপি এর নাম শোনেনি এমন লোক বোধহয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিছু কিছু সাইটের মতো বাক্সপিতেও বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করার মাধ্যমে অধিক টাকা উপার্জনের সুযোগ রয়েছে। এছাড়াও বাক্সপির রেফারেল সিস্টেমও ভালো এবং অ্যাড দেখাও সহজ। পিটিসি সাইটে কাজ করতে চাইলে আপনি নির্দ্বিধায় বাক্সপিতে জয়েন করতে পারেন।
৫। ক্লিক্সটেন
অপর একটি অন্যতম পিটিসি সাইট হচ্ছে ক্লিক্সটেন। বাক্সপির মতো ক্লিক্সটেনও অত্যন্ত বিশ্বস্ত ও পুরাতন একটি সাইট। অনলাইনে বিজ্ঞাপন দেখে আয় করার ক্ষেত্রে ক্লিক্সটেনকে অবশ্যই প্রথম সারির পিটিসি সাইটগুলোর মধ্যে রাখতে হবে। সাইটটি ব্যবহার করাও সহজ এবং ঠিকমতো কাজ করলে অধিক উপার্জনও সম্ভব। পিটিসি সাইটগুলোর মধ্যে ক্লিক্সটেন ব্যবহারকারীদের মধ্যেও অনেক জনপ্রিয়।
আপনি যদি অনলাইন ইনকাম সম্পর্কে আরও অধিক জানতে চান, তবে দেখতে পারেন- 'অনলাইন ইনকাম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য'৷
আমি মোঃ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi there,
If you find best ptc sites and how to work then you go to the site.
Here you find how to work video tutorials and payment proof.
http://www.jlbtcptc.com/2016/11/best-ptc-sites.html
http://www.jlbtcptc.com/2017/03/best-bitcoin-ptc-sites.html