অনলাইনে আয় করার নিশ্চিত উপায় মাসে 500-600$

অনলাইনে আয় সম্পর্কিত কিছু খুটিনাটি বিষয়ে তুলে ধরবো আজকের। আজকের টিউনের মাদ্ধ্যমে আমি আপনাদের অনলাইনে আয় সম্পর্কে কিছু ধারনা দিতে চেস্টা করবো চলুন শুরু করা যাক।

আশাকরি সবাই ভালো আছেন। গত টিউনের পর আমি ব্যাপক সারা পেয়েছিলাম এবং অনেককেই আমি ব্যক্তিগত ভাবে হেল্প করেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য  :-)।  গত কয়েক দিন ধরে ভাবছিলাম আরেকটা টিউন করবো কিন্তু সময় মিলিয়ে উঠতে পারছিলাম না তাই আর করা হয় নি। আজ জোড় করেই বসে গেলাম।

কারন যে টেকটিউনস  এর কাছ থেকে আমি এতো কিছু পেয়েছি  কি ভাবে তাকে ভূলে থাকি।  যাই হোক আজ এসব বলে সময় নস্ট না করে আমি আজকে আপনাদের অনলাইনে আয় এর কিছু বিষয় সম্পর্কে সঠিক গাইড লাইন দিতে চেস্টা করবো যাতে করে আপনি সঠিক পদ্ধতিতে ইনকাম করতে পারেন।

Belancer:

আজকে আমি সর্বপ্রথম যে মার্কেট প্লেসকে রেখেছি তা হলো বিল্যান্সার। অনেকেই হয়তো বিল্যান্সার সম্পর্কে জানেন। অনলাইনে আয় করার জন্য বাংলাদেশি মার্কেট প্লেস। এখানে আপনি যেকোনো ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজ পেয়ে থাকবেন। ছোট ছোট কাজের মদ্ধ্যে রয়েছে ডাটা এন্ট্রি, বাংলায় আর্টিকেল রাইটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং সহ অনেক কাজ। যা আপনি খুব নতুন অবস্থায় ও করতে পারবেন।

যেহেতু এই মার্কেট প্লেসটি বাংলাদেশি তাই সকল কাজের আদান প্রদান বাংলায় ই করতে পারবেন এটা বাঙ্গালিদের জন্য অনেক বড় শুবিধা। আমি নিজে প্রথম এখনে ২ টা কাজ করেছি। এবং এখান থেকেই প্রথম ইনকাম করেছি যদিও টাকার পরিমান টা ছিলো খুবি অল্প।

 

YouTube:

ইউটিউব সম্পর্কে আমার ডিটেইলে কিছু বলার দরকার কিনা আমার জানা নেই। কারন সবাই ই মোটামুটি ইউটিউব সম্পর্কে যানেন। ইউটিউব যেমন একটি সন্মাননার পেশা তেমনি একটি অনলাইনে আয় করার জনপ্রিয় মাদ্ধ্যম। অনেকেই আছেন যারা কয়েক দিন কাজ করেই ভিউ দেখে হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি ভালো  একটা মাইন্ড সেটাপ করে এবং ভালো কিছু কন্টেন্ট নিয়ে কাজ করে এগিয়ে যান তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না।

এক্ষেত্রে আপনাকে ৬ মাস নিরলস পরিশ্রম করতে হবে। ইউটিউব থেকে অনলাইনে আয়  এর খুব ভালো ভালো টিউটোরিয়াল আমার কাছে আছে যা আপনি দেখে কাজ করলে ইনসাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। এর জন্য অবশ্যই আমাকে নক দিবেন। আমি আপনাদের আমার সাদ্ধ্য মতো সাহায্য করতে চেস্টা করবো।

 

Business:

আপনার কাজ করতে ভালো লাগে না ? আপনার কাছে অনলাইনে বিজনেস করার মত অর্থ আছে? তাহলে আপনি আপনার ঐ অর্থ কে কাজে লাগিয়ে অনলাইনে বিজনেস করতে পারবেন। আপনি কিছু টাকা নিয়ে নতুন একটি এফিলিয়েট সাইট করুন এবং এটিকে গুগল এ র‌্যাংকিং করান এবং এর থেকে প্রচুর পরিমান আয় করুন। এছাড়াও অনলাইনে বিজনেস করার হাজারো পদ্ধতি আছে। আপনি টি-শার্ট এর বিজনেস ও করতে পারেন। বর্তমানে এটা জন্প্রিয় হয়ে উঠেছে।

এখন অনেক সাইট বের হয়েছে যেখানে আপনি ডলার ইনভেস্ট করে কিছু দিনের মদ্ধ্যএ ঐ টাকার প্রফিট পাবেন। যদিও এটি একটি অনলাইনে আয় করার ভালো পদ্ধ্যতি  কিন্তু অনেক ভূয়া সাইট বেড় হয়ে মার্কেট টা কে খারাপ করে তুলেছে।  এ বিষয়ে টেকটিউনসে আগে অনেক টিউন হয়েছে। আপনি যদি হাইপ সাইটে বা ইনভেস্ট মেন্ট সাইটেকাজ করেন আমাকে নক দিতে পারেন আমি আপনাদের ভালো ভালো সাইট গুলো বের করে দিবো যারা আসলেই আপনাকে পেমেন্ট দিবে।

Fiverr:

নুতুন দের জন্য অনলাইনে আয় এর অন্যতম বেস্ট মার্কেটপ্লেস এটি এখানে আপনি খুব ছোটো ছোট কাজ করে অনলাইনে আয় করতে পারবেন। এখানে প্রতি কাজের জন্য বায়ার আপনাকে ৫ ডলার থে ৫০০ ডলার বা তার বেশি প্রদান করে থাকেন। এখনে আপনি আপনার স্কিল অনুযায়ি কাজ করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইন জানলে আপনি এখানে ওয়েব ডিজাইনের কাজ করতে পারবেন। ধরুন আপনি একে বারে নতুন আপনি কিভাবে কাজ পাবেন?

আমি আপনাদের কে একটা টিপস দিয়ে দিচ্ছি। ইউটিউবে চলে যান এবং ইমেল কালেকশন এর প্রচুর ভিডিও আছে বাংলা এবং ইংরেজীতে আমি মনে করি আপনি ২-৩ ঘন্টার মদ্ধ্যে শিক্ষে নিতে পারবেন। এরপর নিজে নিজে ট্রাই করুন। তারপর ফাইবারে একাউন্ট করে কাজ শুরু করে দিন। এছাড়াও খুব ছোট ছোট কাজ আছে যা আপনি একবার ট্রাই করলেই পারবেন।

ফাইবারে চলে যান ঘাটাঘাটি করুন সব বুঝে যাবেন।

এছাড়াও অনলাইনে আয় এর হাজারো পথ আছে যা আপনি এই পথে হাটার সময় টের পাবেন।

 

আজকে এ পর্যন্তই আবার অন্য আরেকদিন দেখা হবে ভিন্ন আরেক ধামাকা নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর হ্যা, টিউনটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই টিউমেন্ট বক্স এ জানাতে ভূলবেন না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে যানাবেন। আমি আপনাদের সাদ্ধ্যমত সাহায্য করতে চেস্টা করবো।  টিউন টি শেয়ার করে আপনার বন্ধুকে যানার সুযোগ করে দিবেন।

লেখার মদ্ধে অনেক ভূল আছে। দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ ফেসবুকে আমি 

সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।

ধন্যবাদ।

Level 0

আমি নাদিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন,এবং আপনার লেখাটি নিঃস্বার্থ, যা এখন কেউ করে না,এখন সবাই রেফারের জন্য লেখে,যাহোক এভাবে লিখতে থাকুন, মানুষের উপকার করুন, উপকারের প্রতিদান আল্লাহ দিবেন,আপনার সুসাস্হ্য ও মঙল কামনা করি

minijobz এ কিভাবে কাজ করতে হয়, একটি কাজের উদাহরন দিলে অনেকেই উপকৃত হত

    অবশ্যই। মিনি জবস এর জন্য ২টা জনপ্রিয়ো মার্কেট প্লেস হলো jobboy.com,Microworkers। এছাড়া ও অনেক মার্কেট প্লেস আছে আমি পারসোনাললি এই দুইটা পছন্দ করি। কারন আমার ছোটো কিছু কাজ করিয়ে নেওয়ার দরকার হলে আমি এখানে ক্যাম্পেইন করি এবং ব্যাপক পরিমান সাড়া পাই। ইউটিউবে কিছু ভিডিও আছে এসম্পর্কে আপনি দেখলে উপকৃত হবেন।

ধন্যবাদ ভাই