ডাউনলোড: ফাইল ডাউনলোড করে আয়

পে পার ডাউনলোড কী?

পিপিডি বা পে পার ডাউনলোড এফিলিয়েট মার্কেটিং-এ খুব টপ একটি বিষয়। যারা এফিলিয়েট নিয়ে কাজ করেন তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এটা যখন কাজ শুরু করেন। অর্থাৎ যারা এফিলিয়েট নিয়ে মাত্র কাজ শুরু করতে চাচ্ছেন বা যাচ্ছেন তাদের জন্য পিপিডি চমৎকার একটি পদ্ধতি। কারণ এখানে সফল হওয়ার সম্ভাবনা ১০০% এবং খুব সহজেই কাজ করা যায়। কোনোরকম পূর্ব অভিজ্ঞতা বা কাজ না জানলেও পিপিডি নিয়ে কাজ করতে পারবেন আপনি।

কীভাবে শুরু করবো?

ডাউনলোডের মাধ্যমে আয় করার জন্য শেয়ারক্যাশ সবচেয়ে জনপ্রিয়। শেয়ারক্যাশ থেকে ডাউনলোড করলে প্রতি ডাউনলোড-এ $৩-$১০ দিয়ে থাকে, এক্ষেত্রে কান্ট্রি বিবেচনা করা হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে ডাউনলোড করলে $৮-$১০ এবং  বাংলাদেশ অথবা এশিয়ার কোন কান্ট্রি থেকে ডাউনলোড করলে $৩-$৭ পে করে। শেয়ারক্যাশ এ একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে register করুন(ফেচবুক/জিমেইল আইডি খুলার মত)। register শেষে ইমেইল ভেরিফাই করুন। এরপর  লগ ইন করে শেয়ারক্যাশ ড্যাশবোর্ড-এ ঢুকুন। নিচের মত চিত্র দেখতে পাবেন।

 চিত্র অনুযায়ী, প্রথমে content library এ ক্লিক কুরুন, এরপর ebooks এ, এরপর browse categories এ.

এখান থেকে Picture অপশন এ ক্লিক করে যেকন একটি ফাইলের ডানে + চিহ্নে ক্লিক করুন। এবার নিচের চিত্র দেখুন। চিত্র অনুযায়ী ক্লিক করে ফাইলটির লিঙ্ক কপি করে ছড়িয়ে দিন। ওই লিঙ্কে ক্লিক করে কেউ ডাউনলোড করলে আপনি পেমেন্ট পাবেন।

Level 0

আমি Cyber Star। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Street Address ঠিক দেওয়ার পরেও Error দেখাচ্ছে।