প্রোফেসনালদের মত ইউটিউব ও গুগল অ্যাডসেন্স এঁর মাধ্যমে লিগাল আয় এঁর ধারাবাহিক ৪টি ভিডিও

বিসমিল্লাহির রহমানির রহিম

সব থেকে সহজ মাধ্যম হল ইউটিউব থেকে টাকা আয় করা। এছাড়া ইউটিউব এঁর কাজ, ইউটিউব এস ই ও জানা থাকলে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে প্রচুর কাজ পাওয়া যাই। প্রথমে এই কাজ গুলো সিখে নিন। আপনার কাজের নমুনা দেখান তার পরে প্রয়োজনমত সব দিব।

আর পরবর্তী টিউটোরিয়াল এ দেখাব কিভাবে ভিডিও না বানিয়েও ইউটিউব থেকে টাকা ইনকাম করা যাই। কিন্তু শুধু ইউটিউব এ কাজ করলে যেমন ইনকাম হবে   সিপিএ ও অ্যাফেলিয়েট মার্কেটিং করলে তার থেকে বেশি ইনকাম হবে।  আর সেগুল করতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে।  আগের সকল টিউন গুলোর লিঙ্ক এইখানে দিয়ে দিচ্ছি। সবগুলো ভিডিও দেখে সেই মত কাজ শুরু করেন। আর কোন সমস্যা হলে আমার গ্রুপ এ টিউন করবেন। আমি উত্তর দেয়ার চেস্টা করব।

গুরুত্তপূর্ণ আগের টিউনটি পড়ে নিন এখানে ক্লিক করে।

আজকে মুলত একদম শুরুর টিউটোরিয়াল তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। পুর ভিডিও অন্ততও ২ বার দেখবেন (না কেটে দেখবেন)। এঁর আগে আমি ইউটিউব এঁর পুরনাঙ্গ টিউটোরিয়াল দিয়েছিলাম আর বলেছিলাম অনলাইন আরনিং এঁর ১৫০ টি ভিডিও দিব সব ফ্রী তে। কিন্তু ভালো কাজে বাধা বেশি আসে, কয়েকজন মিলে আমার চ্যানেলে লাগাতার রিপোর্ট করে চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়েছে। তারপরও ফেসবুক পেজে অনেক ভিডিও শেয়ার করেছিলাম। আর আপনাদের জন্য আবার নতুন একটি চ্যানেল খুলে ফেললাম। আর যেহেতু অনেকেই অনুরধ করেছেন শুরু থেকে বেসিক টিউটোরিয়াল তাই আবার নতুন করে শুরু করলাম।

সিপিএ ও অ্যাফেলিয়েট মার্কেটিং এঁর জন্য ফ্রি ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন এখানে

ভালো লাগলে টিউমেন্ট, শেয়ার করুন।  আর নির্বাচিত করুন। তাহলে আপনাদের অনুপ্রেরনায় আরও অনেক ভিডিও দিতে পারব। আমি যা জানি সেইগুলোর ভিডিও করে আপনাদেরকে দিলে ইন্সাআল্লাহ  আর  কোনদিন কোন প্রশিক্ষণ কেন্দ্রে টাকা দিয়ে কোর্স করতে হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ

সৌজন্যে:

ইউটিউব চ্যানেল

ফেইসবুক গ্রুপ

 ফেইসবুক পেজ

Level 0

আমি nayon paka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub dorkari video

post a direct youtube video kivabe add koren vai? aktu janale vlo hoy.