Youtube Prank এইগুলা মানুষ কেন করে এবং এইগুলা আসলেই কি? ফানি ভিডিও/প্রাঙ্ক দিয়ে কি আয় করা সম্বব! জেনে নিন।

আসসালামুআলাইকুম।

আজকে বলব কিছু ইউটিউবার ইউটিউবিং এর জন্য প্রাঙ্ক ভিডিও,ফানি ভিডিও কেন বেছে নেয়। এইগুলা দিয়ে আয় করা সম্ভব কি?আর বাংলাদেশের কিছু প্রাঙ্ক ভিডিওর চ্যানেল এর পরিচয় দিব যারা আসলেই পরিচিতি পাওয়া ডিজারব করে।

প্রথমত ইউটিউবে প্রাঙ্ক এর অনেক গুলা চ্যানেল রয়েছে। আসলে ফানি আর প্রাঙ্ক ভিডিও দুইটাই আলাদা। ফানি ভিডিও গুলাতে আগে থেকেই সব কিছু টিক থাকবে অর্থাৎ এই ভিডিও গুলা থাকবে এক্টিং(Scriped) করা যা কিছু এক্টর আমাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করবে।আর প্রাঙ্ক বলতে অই ভিডিও গুলাই বুজায় যেগুলার সাবজেক্ট থাকে ফানি আর ভিদিওটায় আগে থেকে কোন কিছুই টিক করা থাকে না বা scriped থাকে না।

আসলে অন্যান্য ভিডিও গুলার চাইতে প্রাঙ্ক ভিডিও তৈরি করা অনেক সহজ,জাস্ট আপনার সাহস থাকতে হবে,যার কারনে অনেক ইউটিউবাররা ইউটিউবিং এর জন্য প্রাঙ্ক ভিডিও বেছে নেয়। এই ভিডিও গুলা দিয়ে আসলেও অনেক আয় করা সম্বব।(lots of money)

এই ভিডিও গুলা দিয়ে আয় এর পাশাপাশি পপুলারিটি ও পাবেন আপনি। আপনি ও চেষ্টা করলে ইউটিউবের দ্বারা আয় করতে পারেন।

সালমান মুক্তাদির যিনি একজন ইউটিউবার।উনার ২ টা ভিডিও প্রাঙ্ক।আর বাকি সব ভিডিও হল ফানি ভিডিও। তাই আমার মতে উনাকে ইউটিউবেও প্রাঙ্কস্টার না বলে এক্টর বলা উচিত। (after all i am the biggest fan of him) <3  😳  😉

বাংলাদেশ এর টপ 3 প্রাঙ্ক চ্যানেল...।(অনলি প্রাঙ্ক)  🙂

Name                                                                                                          personal  comment

1-SelfishPrankTV                                                                   সব ভিডিও গুলা অনেক ফানি ছিল। লাস্ট ভিডিও টা সবচেয়ে বেশি ফানি।

2-TroubleProducerTeam                                                      অনেক রিক্সি ভাবে প্রাঙ্ক করে মজা ও অনেক।

3-Single Family LTD                                                             ৩ টা ভিডিও এর মধ্যে ২ টা মজার ছিল। ভালই।

এই চ্যানেল গুলার ভিডিও দেখলে আপনি হাসতে হাসতে মারা ও যেতে পারেন।  😆

ধন্নবাদ টিউন পরার জন্য। কোন ধরনের ভুল হলে মাফ করবেন।

আর সবাই আমার জন্য দুয়া করবেন সামনে আমার পরীক্ষা।  🙂

আল্লাহ হাফিয।  🙂

 

আমি Nihad Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস