
আজকাল ইউটিউব নিয়ে অনেকেই কাজ করছেন। অনেকেই অনেক কষ্ট করে যাচ্ছেন। কিন্তু আশানুরুপ ভিউ পাচ্ছেন না। আসলে যে ভাবে সিংহ ভাগ মানুষ কাজ করছে তারা হয়ত অনেকেই জানেনা ইউটিউব আসলে কিসের ভিত্তিতে টাকা পে করে। আপনি হয়ত জানেন। সিপিসি বলতে একটা কথা আছে। এর মানে আপনার ভিডিওর যে অ্যাড গুলো শো করছে, সেখানে ক্লিক করলে কোন ক্লিকে কত করে দিচ্ছে। এটা দেশ, স্থান, কি ওয়ার্ড ভেদে বিভিন্ন হয়। এখন কথা হচ্ছে আপনি কিভাবে টার্গেট করে সিপিসি পাবেন। অনেক কি ওয়ার্ড এ ১৮-২০ ডলারও আমি দিতে দেখেছি। তবে বাংলাদেশে অনেকেই বাজে ভাবে সিপিসি বাড়াচ্ছে। আমি মোটেই এর পক্ষে না। আপনি ই চিন্তা করেন যখন রুলস, রেগুলেশনকে সম্মান করেই সিপিসি বাড়ানো যায় সেখানে অসৎ উপায় অবলম্বন করা বোকামি ছাড়া আর কিছু বলা যায় ? তাছাড়াও অসৎ উপায়ে করলে আপনার চ্যানেল যে কোন সময় ব্যান হয়ে যেতে পারে। যাই হোক আজ আলোচনা করব কিভাবে ভাল সিপিসি পাবেন। এবং অবশ্যই সেটা কোন অসৎ উপায় অবলম্বন করা ছাড়াই। চলুন শুরু করি।

স্টেপ ১ঃ আপনাকে কি ওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। এজন্য আপনি যেটা করবেন তা হল আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান সেটি লিখে গুগল অ্যাডওয়ার্ড এ সার্চ করবেন। এবার সিপিসির পজিশন আপ করে দেবেন। তাতে করে হাই সিপিসির কি ওয়ার্ড গুলো উপরে শো করবে। আপনি অগুলো নিয়ে গুগলে সার্চ করুন। যদি প্রথম পেইজে কোন ইউটিউবের ভিডিও দেখেন, তবে সেই কি ওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন।
স্টেপ ২ঃ ভিডিও বানিয়ে ফেলুন। স্লাইড শো ব্যবহার করতে পারেন যদি অন্যের ভিডিও কপি করতে না জানেন।
স্টেপ ৩ঃ এবার আপলোড করুন ভাল ভাবে টাইটেল, ট্যাগ, ডিস্ক্রিপশোন দিয়ে আপলোড করে দিন।
ভিউ কম আসবে আগেই বলে দিচ্ছি। তবে যদি দিনে একজন অ্যাড এ ক্লিক করলেই ১-৫ ডলারের উপরে পেতে পারেন এই উপায়ে যদি ঠিক কি ওয়ার্ড বেছে নিতে জানেন। যাই হোক ভাল থাকবেন। আজ এ পর্যন্তই থাকুক। আগামি কোন পর্বে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
আমার কাছ থেকে কিছু জানার থাকলে এখানে যোগাযোগ করুন।
আমি ইথান হান্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
boss fatafati tune disen, thank you